
ছবি সংগৃহীত
রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে লাগা আগুন প্রায় ৪০ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।
বুধবার (২০ আগস্ট) বিকাল ৩টা ১৮ মিনিটে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার বিষয়টি নিশ্চিত করে।
ঘটনার প্রধান দিকগুলো:
-
দুপুর ২টা ৩৭ মিনিটে সাততলা বস্তিতে আগুন লাগে।
-
খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস।
-
তেজগাঁও ফায়ার স্টেশনের ৩টি ও কুর্মিটোলা ফায়ার স্টেশনের ২টিসহ মোট ৫টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়।
-
বিকেল ৩টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
-
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বিষয়টি নিশ্চিত করেছেন।
-
আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।