
স্পেনে ইউনিক বাংলা ড্রাইভিং স্কুলের উদ্বোধন
স্পেনের পর্যটন নগরী বার্সেলোনায় বাংলাদেশি ড্রাইভিং স্কুল ইউনিক বাংলা ড্রাইভিং স্কুলের উদ্বোধন করা হয়েছে।
১০ সেপ্টেম্বর রবিবার বিকেল ৫টায় পর্যটন শহর বার্সেলোনার প্রাণকেন্দ্র বাংলাদেশি অধ্যুষিত এলাকা কাইয়া সালভাদোর ০২ নং এ ফিতা কেটে ইউনিক বাংলা ড্রাইভিং স্কুলের উদ্বোধন করা হয়।
কাউছার ছালিম ও ময়েজ উদ্দিন এর যৌথ প্রতিষ্ঠান ইউনিক বাংলা ড্রাইভিং স্কুলের শুভ উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন ছালাহ উদ্দিন।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্সেলোনা বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ। প্রথমেই শুভেচ্ছা বক্তব্য রাখেন, ইউনিক বাংলা ড্রাইভিং স্কুলের প্রতিষ্ঠাতা কাউছার ছালিম।
তিনি বলেন ড্রাইভিং স্কুলের বিভিন্ন কোর্স যেমন ড্রাইভিং থিয়রি বাংলা,ইংরেজি এবং স্পানিশ তিনটি ভাষায় সহজ করে পড়ানো হবে এবং স্পানিশ ন্যাশনালিটির জন্য DELE A2,CCSE এবং স্পানিশ ব্যাসিক কোর্স গ্রামার ছাড়াও আরাইগো সোসাল স্পেনে বৈধতার জন্য যে ব্যাসিক স্পানিশ কোর্স করতে হয় সেটি তারা সহযে স্পানিশ শিক্ষকের মাধ্যমে করার সুযোগ রয়েছে।এছাড়া মহিলাদের জন্য রয়েছে ক্লাসের বিশেষ সুযোগ।
এসময় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন, বার্সেলোনা কমিউনিটি নেতা এম নজরুল ইসলাম চৌধুরী,স্পেন বাংলা প্রেসক্লাবের সভাপতি সাহাদুল সুহেদ,সাধারণ সম্পাদক আফাজ জনি,কমিউনিটি নেতা আব্দুল বাসিত কয়ছর,বেলাল আহমদ ফারুক,লুৎফুর রহমান সুমন,মোহাম্মদ কামরুল,এখলাছ মিয়া,জুয়েল আহমদ,মাশরুর আহমদ,ওয়াহিদুর রহমান শিপলু,ফয়সল আহমদ প্রমুখ।
//এল//