
সংগৃহীত ছবি
বিশ্বের শ্রেষ্ঠ ইসলামী বিশ্ববিদ্যালয় মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে কুরআন ডিপার্টমেন্ট থেকে তাফসির, কিরাতের ওপর অনার্স শেষ করেছেন মাদ্রিদ কমিউনিটির সন্তান শাইখ মুহাম্মাদ শাফায়াত আলম শাফী আল মাদানী।
তিনি দীর্ঘ ৬বছর রাসূল সা: এর শহর মদিনায় কুরআনের ওপর উচ্চতর পড়াশোনা করেছেন। কুরআনের কিরাতের ওপর একাধিক মদিনা, শারজাহ, কাসিম উস্তাদদের থেকে ইজাযা গ্রহণ করেছেন।
এছাড়া মাদানী শাইখ, তিনি মদিনার পূর্বে মিশরের বিখ্যাত আল আযহার বিশ্ববিদ্যালয় থেকে আরবি ভাষার ওপর ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেছেন।
বহু আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার কৃতিত্ব অর্জন করেছেন।তার এ সাফল্যে মাদ্রিদ বাংলাদেশি কমিউনিটি গর্বিত।
তার পিতা ফিরোজ আলম মাদ্রিদে ৩০ বছর থেকে বসবাস করেন। দেশের বাড়ি চাঁদপুর জেলায়।
//এল//