ঢাকা, বাংলাদেশ

শনিবার, , ২৪ মে ২০২৫

English

শিক্ষা

রাবিতে ভবন ও স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত গণ-অভ্যুত্থানের পর

উইমেনআই প্রতিবেদকঃ

প্রকাশিত: ১২:৫৪, ২৪ মে ২০২৫

রাবিতে ভবন ও স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত গণ-অভ্যুত্থানের পর

সংগৃহীত ছবি

গতকাল ২২ মে’২৫ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১২টি ভবন ও স্থাপনার নাম পরিবর্তন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সিন্ডিকেটের ৫৩৯ তম সভায় নাম পরিবর্তনের এ সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ইফতেখার আলম মাসুদ।

নাম পরিবর্তন কি প্রক্রিয়ায় হলো এ প্রশ্নে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ড. মোহাম্মদ মঈন উদ্দিন বলেছেন,“ সরকারি সিদ্ধান্তের  ভিত্তিতে সিন্ডিকেটে নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

এ ঘটনায় নিন্দা জানিয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি সালমান সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ এক যুক্ত বিবৃতিতে বলেন, “শিক্ষার্থীদের সাথে কোনো ধরনের আলোচনা না করে একতরফাভাবে ১২টি স্থাপনার নাম পরিবর্তন সম্পূর্ণ অগণতান্ত্রিক এবং গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী।  বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানের স্থাপনার নামকরণ দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও লড়াইয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া প্রয়োজন। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের একমাত্র অংশীজন প্রশাসন নয়, এখানে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ রয়েছেন। তাই নাম পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ের সিদ্ধান্ত সকলের অংশগ্রহণেই হওয়া উচিত। একই সঙ্গে উল্লেখ্য যে, সরকারি সিদ্ধান্তে নাম পরিবর্তনের বিষয়টি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনের ওপর সরকারের স্পষ্ট হস্তক্ষেপ। ”

নেতৃবৃন্দ বলেন, “ড. কুদরত-ই-খুদা, ড. ওয়াজেদ আলী, তাজউদ্দীন আহমদ, সৈয়দ নজরুল ইসলাম, মনসুর আলীর নামাঙ্কিত ভবনগুলোর নাম কেন পরিবর্তনের প্রয়োজন পড়লো তা বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের সামনে পরিষ্কার করেনি। উল্লেখিত প্রথম দু’জন বিজ্ঞানচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। পরের তিনজন মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন। আমরা স্পষ্টভাষায় বলতে চাই, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ কোনোভাবেই আওয়ামী লীগের একক সম্পত্তি নয়। এটি এ দেশের মানুষের রক্তস্নাত অর্জন এবং দল-মতের ঊর্ধ্বে একটি সর্বজনীন বিষয়। নোংরা রাজনৈতিক মানসিকতার দ্বারা প্রভাবিত হয়ে নাম পরিবর্তনের এসব অপচর্চা অব্যাহত থাকলে ভবিষ্যতে আমরা নানারকম সংকটের সম্মুখীন হবো।”

নেতৃবৃন্দ আরও বলেন, “গণ-অভ্যুত্থানের পর সারাদেশের বিভিন্ন স্থাপনা থেকে– যারা জনগণের ওপর অন্যায়-অত্যাচার চালিয়েছে তাদের নামাঙ্কিত স্থাপনাসমূহের নাম পরিবর্তনের কথা ওঠে। নিঃসন্দেহে এটি দীর্ঘদিনের চাপা ক্ষোভের যৌক্তিক বহিঃপ্রকাশ। কিন্তু আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, খুলনা বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়সহ সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্থাপনা থেকে বহু গুণীজনদের নাম বাদ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, নতুন করে এই স্থাপনাগুলোকে স্বাধীনতা বিরোধী, বিতর্কিত নানা ব্যক্তি, সমাজপ্রগতিতে যাদের অবদান নেই – সে সমস্ত ব্যক্তির নামে নামকরণ করা হয়েছে। এই নাম পরিবর্তন এবং পরিবর্তিত নাম নির্ধারণের ক্ষেত্রে প্রশাসনের আরও অধিকতর সচেতন হওয়া উচিত। কেননা বিভিন্ন স্থাপনার নামকরণ আমাদের ইতিহাস চেতনার পরিচয় বহন করে।”

নেতৃবৃদ দাবি জানান, “এইসব স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্তকে পুনর্বিবেচনা করতে হবে। প্রশাসনের প্রতি আহ্বান– সামনের দিনে মওলানা ভাসানী, বেগম রোকেয়া, মাস্টারদা’ সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদার, ড. জামাল নজরুল ইসলাম, শহীদ জননী জাহানারা ইমাম, শহীদ রুমী, শহীদ আসাদ, শহীদ আবু সাঈদ সহ দেশ-বিদেশের বিভিন্ন ব্যক্তিবর্গ যারা জ্ঞান-বিজ্ঞান চর্চায়, গণতান্ত্রিক আন্দোলনে এবং সমাজপ্রগতিতে ভূমিকা রেখেছেন তাঁদের নামে যেন ভবন এবং স্থাপনাসমূহের নামকরন করা হয়। 

//এল//

ঈদে আসছে নতুন টাকা, থাকছে না কোনো ব্যক্তির ছবি: গভর্নর

রোববার সর্বদলীয় বৈঠক ডেকেছেন ড. ইউনূস

ইসলামী ব্যাংকের মানিলন্ডারিং প্রতিরোধ বিষয়ক কর্মশালা

টেকনাফে ৭০ হাজার ইয়াবাসহ নারী আটক 

‘দায়িত্ব পালন অসম্ভব হলে জনগণকে সঙ্গে নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার’

রাত ১টার মধ্যে ১৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

আন্দোলনকারীদের উদ্দেশে ইশরাকের গুরুত্বপূর্ণ নির্দেশনা

কাঠামো শক্তিশালী না করলে পুঁজিবাজার ঠিক রাখা অসম্ভব: ড. দেবপ্রিয়

ড. ইউনূস পদত্যাগ করছেন না: পরিকল্পনা উপদেষ্টা

আসিফ-মাহফুজের সঙ্গে এনসিপির রাজনৈতিক সম্পর্ক নেই : নাহিদ

প্রাকৃতিক দুর্যোগে ভারতে একদিনে নিহত ৪৫

গাজাবাসী দুর্ভিক্ষের ঝুঁকির মুখোমুখি: জাতিসংঘ মহাসচিব

লন্ডনে শেখ হাসিনার ঘনিষ্ঠদের ৯০ মিলিয়ন পাউন্ডের সম্পত্তি জব্দ

রাবিতে ভবন ও স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত গণ-অভ্যুত্থানের পর

শাকিবের প্রশংসায় পঞ্চমুখ বুবলী