ঢাকা, বাংলাদেশ

শনিবার, , ২৪ মে ২০২৫

English

বিনোদন

শাকিবের প্রশংসায় পঞ্চমুখ বুবলী

উইমেনআই প্রতিবেদকঃ

প্রকাশিত: ১২:৪৮, ২৪ মে ২০২৫

শাকিবের প্রশংসায় পঞ্চমুখ বুবলী

সংগৃহীত ছবি

এই সময়ে বাংলার নায়ক বলতে তো একজনই ঢালিউডের কিং শাকিব খান। কারণ এ বাংলা চলচ্চিত্রে আর কোনো তার প্রতিদ্বন্দ্বী খুঁজেই পাওয়া যাচ্ছে না। এ অভিনেতা একের পর এক অ্যাকশন সিনেমায় অভিনয় করে সিনেমা দর্শকদের মাতিয়ে রেখেছেন। এর পাশাপাশি তার আউটলুক তাক লাগিয়ে দিচ্ছে ভক্ত-অনুরাগীদের। ঈদে মুক্তির অপেক্ষায় 'তাণ্ডব'। এ নিয়ে এমনিতেও শাকিব খান আলোচনায় আছেন। এবার 'তাণ্ডব'-এর তাণ্ডব ঘটিয়ে নতুন লুকে হাজির হচ্ছে তিনি। এ নিয়ে সামাজিক মাধ্যমে তোলপাড় উঠেছে। শুধু ভক্ত-অনুরাগীরাই নয়, শাকিব খানের হৃদয়ের অতীত শবনম বুবলীও তাকে প্রশংসায় ভাসালেন।

কুরবানির ঈদে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত সিনেমা ‘তাণ্ডব’। ইতোমধ্যে প্রকাশ হওয়া সিনেমাটির। সিনেমার টিজারে শাকিবের দলবদ্ধ তাণ্ডবে মুগ্ধ সিনেমাপ্রেমীরা। 'তাণ্ডব' সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফী। 

এ সিনেমায় শাকিব খানকে দুর্দান্ত অ্যাকশন হিরো রূপে দেখা গেলেও পর্দার বাইরে কিং খান যে গ্ল্যামার ও ব্যক্তিত্বের অনন্য ছাপ দিচ্ছেন, তা বলার অপেক্ষা রাখে না। তার প্রমাণ— সদ্যই বাংলা চলচ্চিত্রে অভিনয়ের রজতজয়ন্তী উপলক্ষ্যে বিশেষ সম্মাননা পেয়েছেন শাকিব খান। এমন সুসংবাদের মাঝে নতুন রূপে ধরা দিলেন কিং। 

গতকাল শুক্রবার সন্ধ্যায় সামাজিক মাধ্যমে পোস্ট করা একটি ছবিতে দেখা যায়, এক ফরমাল-গ্ল্যামার লুকে। ডার্ক ব্লাক স্যুটের ওপর কালো ঝলমলে কোট। চোখে সানগ্লাস আর বুকে ‘SK’ লেখা ব্রোচ—সব কিছু মিলিয়ে শাকিব খান যেন জ্বলে উঠলেন চোখ ধাঁধানো এক নক্ষত্র হয়ে। সেই পোস্টের ক্যাপশনে শাকিব খান লিখেছেন—শান্ত ব্যক্তিদের ঝড়ের চেয়েও বেশি জোরে কথা বলতে দিন। 

শাকিব খানের সেই পোস্টটি প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে পড়ে।  নায়কের ভক্ত-অনুরাগীরাও তা শেয়ার করে শাকিব খানের লুকের প্রশংসা করছেন।  ভক্তদের এমনও দাবি— বলিউডের খানদের সঙ্গে শাকিব খানকে এখন আর আলাদা করা যায় না। শুধু ভক্ত-অনুরাগীরাই নয়; শাকিব খানের একসময়ের হৃদয়ের রানী শবনম বুবলীও প্রশংসা করেছেন।

শাকিবের সেই পোস্টটি শেয়ার করে বুবলী লিখেছেন— 'আমাদের চলচ্চিত্র জগতের সবচেয়ে শক্তিশালী, মেগাস্টার, ওয়ান অ্যান্ড অনলি শাকিব খান। বাংলা চলচ্চিত্রে যিনি ২৫ বছর ধরে অবদান রেখে চলেছেন।' সঙ্গে সেই সম্মাননা পাওয়া নিয়ে অভিনন্দনও জানান বুবলী।

উল্লেখ্য, গতকাল শুক্রবার (২৩ মে) সন্ধ্যায় রাজধানীর চীন-মৈত্রী সম্মেলনকেন্দ্রে বসেছিল মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৬তম আসর। সেখানে অনুষ্ঠানের বড় চমক ছিলেন শাকিব খান। ঢালিউডে এ তারকা ২৫ বছর ধরে চলচ্চিত্রশিল্পে অবদান রেখে চলেছেন। তার কাজের স্বীকৃতিস্বরূপ এক বর্ণাঢ্য কর্মজীবনের রজতজয়ন্তীর বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী ও নির্মাতা মতিন রহমান। 

এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় নিজের দীর্ঘ ক্যারিয়ারে উত্থান-পতনসহ নানা প্রসঙ্গ নিয়ে কথা বলেন শাকিব খান। কিং খান বলেন, ২৫ বছর পার হয়ে গেছে। এই ২৫ বছরে এত ভাঙাগড়া দেখেছি চলচ্চিত্রে, এত রং দেখেছি জীবনের— কখনো খুব উচ্ছ্বসিত হয়েছি, আবার কখনো অবাক হয়েছি। কখনো খুব দুঃখিত হয়েছি, আবার কখনো রোমাঞ্চিত হয়েছি। আবার অনেক সময় অনেক কষ্টের সাগরেও ভেসেছি।

//এল//

ইসলামী ব্যাংকের মানিলন্ডারিং প্রতিরোধ বিষয়ক কর্মশালা

টেকনাফে ৭০ হাজার ইয়াবাসহ নারী আটক 

‘দায়িত্ব পালন অসম্ভব হলে জনগণকে সঙ্গে নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার’

রাত ১টার মধ্যে ১৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

আন্দোলনকারীদের উদ্দেশে ইশরাকের গুরুত্বপূর্ণ নির্দেশনা

কাঠামো শক্তিশালী না করলে পুঁজিবাজার ঠিক রাখা অসম্ভব: ড. দেবপ্রিয়

ড. ইউনূস পদত্যাগ করছেন না: পরিকল্পনা উপদেষ্টা

আসিফ-মাহফুজের সঙ্গে এনসিপির রাজনৈতিক সম্পর্ক নেই : নাহিদ

প্রাকৃতিক দুর্যোগে ভারতে একদিনে নিহত ৪৫

গাজাবাসী দুর্ভিক্ষের ঝুঁকির মুখোমুখি: জাতিসংঘ মহাসচিব

লন্ডনে শেখ হাসিনার ঘনিষ্ঠদের ৯০ মিলিয়ন পাউন্ডের সম্পত্তি জব্দ

রাবিতে ভবন ও স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত গণ-অভ্যুত্থানের পর

শাকিবের প্রশংসায় পঞ্চমুখ বুবলী

শাফী আল মাদানীর অনার্স সম্পন্ন

সারজিস আলমকে লিগ্যাল নোটিশ