
ফাইল ছবি
রাত ১টার মধ্যে দেশের ১৮টি অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ পরিস্থিতিতে এসব অঞ্চলের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
শনিবার (২৪ মে) বিকাল ৩টা থেকে দিবাগত রাত ১টা পর্যন্ত সময়ের জন্য দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট** অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
এ পরিস্থিতিতে নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অফিসের এ পূর্বাভাসের প্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকার মানুষজন, বিশেষ করে নদীপথে চলাচলকারীদের সাবধানতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে স্থানীয় প্রশাসনকে সতর্ক অবস্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে, যেন প্রয়োজন হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যায়।
উল্লেখ্য, দিনভর গরমের পর এমন আবহাওয়া পরিবর্তন কিছুটা স্বস্তি বয়ে আনলেও, হঠাৎ ঝড়-বৃষ্টি প্রাণহানির কারণ হতে পারে বলে সতর্ক করছেন আবহাওয়াবিদরা।
ইউ