ঢাকা, বাংলাদেশ

শুক্রবার, , ০৯ মে ২০২৫

English

বিনোদন

যাদের হাতে উঠল এবারের অস্কার

উইমেনআই২৪ ডেস্কঃ

প্রকাশিত: ১১:৫২, ৩ মার্চ ২০২৫

যাদের হাতে উঠল এবারের অস্কার

সংগৃহীত ছবি

চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়োজন অস্কারের ৯৭তম আসরে চলছে বিজয়ীদের নাম ঘোষণা।বাংলাদেশ সময় সোমবার (৩ মার্চ) ভোর ৫টায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে শুরু হয়েছে এ নাম ঘোষণা। 

জানা গেছে, এবারের আসরে বেশ কিছু চলচ্চিত্র আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। এর মধ্যে ‘এমিলিয়া পেরেজ’, ‘আনোরা’, ‘অ্যা রিয়েল পেইন’ ও ‘দ্য ব্রুটালিস্ট’ উল্লেখযোগ্য। এসবের মধ্যে ‘এমিলিয়া পেরেজ’  সর্বাধিক ১৩টি মনোনয়ন পেয়েছে।  

আয়োজনের প্রথম পুরস্কারটি পেয়েছেন আমেরিকান অভিনেতা কিয়েরান কালকিন। তিনি ‘অ্যা রিয়েল পেইন’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতার স্বীকৃতি পেয়েছেন।


সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার হাতে কিয়েরান কালকিন।
এ ছাড়া ‘এমিলিয়া পেরেজ’ চলচ্চিত্রে পার্শ্ব অভিনেত্রীর ভূমিকায় অনবদ্য অভিনয়ের জন্য অস্কার জিতেছেন জো সালদানা। পুরস্কার গ্রহণের সময় তিনি তার মা ও বোনকে স্যালুট জানান এবং আবেগে আপ্লুত হয়ে পড়েন।  


আসরের সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন অ্যাড্রিয়েন ব্রডি। ‘দ্য ব্রুটালিস্ট’ সিনেমায় দারুণ অভিনয়ের জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি। অন্যদিকে ‘আনোরা’  সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন মাইকি ম্যাডিসন।


‘দ্য ব্রুটালিস্ট’ সিনেমার জন্য অ্যাড্রিয়েন ব্রডি সেরা অভিনেতার অস্কার জিতেছেন।
সেরা কস্টিউম ডিজাইনারের পুরস্কার পেয়েছেন পল টাজেওয়েল। বিজয়ী বক্তৃতায় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন ও তার পুরো টিমকে ধন্যবাদ জানান।  

এর বাইরে, দ্বিতীয়বারের মতো অস্কার জিতেছেন শন বেকার। ‘আনোরা’  চলচ্চিত্রে তার অনবদ্য গল্প বলার দক্ষতা ও চমৎকার সম্পাদনার জন্য তিনি এই স্বীকৃতি পেয়েছেন।


অস্কারে সেরা অভিনেত্রী মাইকি ম্যাডিসন।
এছাড়াও সেরা প্রযোজক হিসেবে অস্কার পেয়েছেন নাথান ক্রাউলি এবং লি স্যান্ডেলস উইকড। অন্যদিকে, সেরা ভিজ্যুয়াল ইফেক্টের জন্য অস্কার জেতেন ডেনিস ভিলেনিউভ।


সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার হাতে জো সালদানা।
এদিকে, ‘এমিলিয়া পেরেজ’  চলচ্চিত্রের জনপ্রিয় গান ‘এল মাল’  এর জন্য তিন সংগীতশিল্পী ক্লেমেন্ট ডুকল, ক্যামিল এবং জ্যাক অডিয়ার্ড অস্কারে ভূষিত হয়েছেন।

প্রসঙ্গত, ৯৭তম অস্কার আসরে প্রতিযোগিতায় থাকা চলচ্চিত্রগুলো যেমন প্রশংসিত হয়েছে, তেমনি পুরস্কার বিজয়ীদের উজ্জ্বল উপস্থিতি মুগ্ধ করেছে চলচ্চিত্রপ্রেমীদের।

//এল//

পাক-ভারত যুদ্ধ যেন পারমাণবিক যুদ্ধে পরিণত না হয়: যুক্তরাষ্ট্র

কারাগারে আইভী

দিল্লিতেও উচ্চ সতর্কতা জারি 

সকালেও বিক্ষোভ চলছে যমুনার সামনে

গ্রেপ্তারের পর যা বললেন সাবেক মেয়র আইভী

সীমান্তে ফের গোলাগুলি শুরু

বাদ জুমা বড় জমায়েতের ডাক হাসনাতের

যমুনার সামনে অবস্থান নিয়েছে শিবিরসহ আরও কয়েকটি সংগঠন

 সাবেক মেয়র আইভি গ্রেপ্তার

জনসমাগম কমলেও আওয়াবী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলন চলছে

মধ্যরাতে আইভীর বাসায় পুলিশের অভিযান, বাড়ি ঘিরে রেখেছে জনতা

নতুন পোপ কার্ডিনাল রবার্ট প্রেভোস্ট

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাক প্রধানমন্ত্রীর ফোনালাপ

জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ

মাহফুজ ও আসিফকে সরকার থেকে সরে আসতে বললেন এনসিপি নেত্রী