
ছবি সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা ইস্যুতে শিক্ষার্থীদের আন্দোলনের জেরে শিক্ষকদের সঙ্গে তাদের সংঘর্ষ ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। শনিবার বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের বারান্দায় এই ঘটনা ঘটে। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দীন খান ও প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমানসহ কয়েকজন শিক্ষককে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। এই সংঘর্ষে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।
মূল ঘটনাবলী:
-
উপ-উপাচার্যের বাসভবনে তালা: ঘটনার সূত্রপাত হয় দুপুরে যখন আন্দোলনরত শিক্ষার্থীরা উপ-উপাচার্যদ্বয়ের বাসভবনে তালা ঝুলিয়ে দেন। এর ফলে উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দীন খান এবং প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বাসভবনে প্রবেশ করতে ব্যর্থ হন এবং ফিরে আসেন।
-
জুবেরী ভবনে অবরুদ্ধ: এরপর তারা জুবেরী ভবনের দিকে হেঁটে যেতে থাকলে শিক্ষার্থীরা স্লোগান দিতে দিতে তাদের পিছু নেন। জুবেরী ভবনের বারান্দায় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক এবং একজন কর্মকর্তার সঙ্গে শিক্ষার্থীদের ধাক্কাধাক্কি শুরু হয়। একপর্যায়ে শিক্ষার্থীরা উপ-উপাচার্যকে চারদিক থেকে ঘিরে ধরেন। পরিস্থিতি সামলাতে উপ-উপাচার্য ভবনের দ্বিতীয় তলায় চলে গেলে শিক্ষার্থীরা তাকে সেখানেই অবরুদ্ধ করে রাখেন।
-
শিক্ষার্থী আহত: এই সংঘর্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার এবং শাখা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আল শাহরিয়ার শুভসহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।
-
প্রক্টরের বক্তব্য: এ বিষয়ে প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, শিক্ষার্থীরা উপ-উপাচার্যের গাড়ি আটকে দিলে তিনি হেঁটে বাসায় যাচ্ছিলেন। শিক্ষার্থীরা তাকে যেতে না দেওয়ায় তিনি জুবেরী ভবনে আলোচনার জন্য যান। সেখানেই ধাক্কাধাক্কির ঘটনাটি ঘটে।
-
উপাচার্যের সঙ্গে যোগাযোগের চেষ্টা: ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীবের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।
বিকাল সাড়ে ৫টা পর্যন্ত শিক্ষার্থীরা উপ-উপাচার্যসহ শিক্ষকদের অবরুদ্ধ করে রেখে বিক্ষোভ চালিয়ে যাচ্ছিলেন। পরিস্থিতি এখনো থমথমে।
ইউ