ঢাকা, বাংলাদেশ

সোমবার, , ২৬ মে ২০২৫

English

অর্থনীতি

১০ মাসে রাজস্ব ঘাটতি ৭১ হাজার কোটি টাকা ছাড়াল

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩৪, ২৫ মে ২০২৫

১০ মাসে রাজস্ব ঘাটতি ৭১ হাজার কোটি টাকা ছাড়াল

ফাইল ছবি

চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই থেকে এপ্রিল) রাজস্ব আদায়ে বড় ঘাটতির মুখে পড়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এই সময়ের মধ্যে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৩ লাখ ৫৮ হাজার ৭৩২ কোটি টাকা, কিন্তু আদায় হয়েছে ২ লাখ ৮৭ হাজার ২৫৬ কোটি টাকা। ফলে ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৭১ হাজার ৪৭৬ কোটি টাকা। যদিও এই ঘাটতি রয়েছে, তবে গত অর্থবছরের একই সময়ের তুলনায় রাজস্ব আদায়ে ৩ দশমিক ২৪ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

এনবিআরের সর্বশেষ হালনাগাদ তথ্য বলছে, ভ্যাট, কাস্টমস এবং ইনকাম ট্যাক্স—তিনটি মূল খাতেই লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব আদায় পিছিয়ে রয়েছে। বিশেষ করে আমদানি ও রপ্তানি পর্যায়ে রাজস্ব আদায়ে নেতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে। মূসক খাতে কিছুটা প্রবৃদ্ধি থাকলেও সেটি লক্ষ্যমাত্রা পূরণে যথেষ্ট নয়।

শুধু এপ্রিল মাসেই রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল প্রায় ৩৬ হাজার ৫৮১ কোটি টাকা। কিন্তু আদায় হয়েছে ৩০ হাজার ৭৭০ কোটি টাকার মতো। এতে এক মাসেই ঘাটতি হয়েছে ৫ হাজার ৮১১ কোটি টাকার কাছাকাছি। যদিও গত বছরের একই মাসের তুলনায় রাজস্ব আদায়ে কিছুটা প্রবৃদ্ধি দেখা গেছে, কিন্তু তা লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ।

এনবিআরের কর্মকর্তারা বলছেন, রাজস্ব আদায়ে ঘাটতির অন্যতম কারণ হচ্ছে গত ১৪ মে থেকে শুরু হওয়া কর্মকর্তাদের আন্দোলন। এনবিআর বিলুপ্ত করে জারি করা নতুন অধ্যাদেশ বাতিলের দাবিতে এনবিআরের বিভিন্ন কর অঞ্চল, ভ্যাট অফিস ও কাস্টমস হাউসে চলছে পূর্ণাঙ্গ কর্মবিরতি। এই আন্দোলনের ফলে রাজস্ব সংগ্রহ কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে।

এর মধ্যে আগামী ২ জুন জাতীয় বাজেট ঘোষণার কথা রয়েছে। বাজেট ঘোষণার আগ মুহূর্তে রাজস্ব খাতে এমন স্থবিরতা এবং লক্ষ্যমাত্রা থেকে বড় ঘাটতি অর্থনৈতিক পরিকল্পনায় চ্যালেঞ্জ তৈরি করেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, মে মাস শেষেও রাজস্ব ঘাটতি আরও বাড়তে পারে, যা চলতি অর্থবছরের সার্বিক বাজেট বাস্তবায়নে নেতিবাচক প্রভাব ফেলবে।

ইউ

হাসপাতাল পরিচালকের কক্ষে ৪ জুলাই যোদ্ধার বিষপান

প্রথম দফার বৈঠক শেষ, যা বলল রাজনৈতিক দলগুলো

নারীর অধিকার নিয়ে নজরুলের কবিতায় যুগান্তকারী উচ্চারণ

ডিআরইউতে সাংবাদিকদের ওপর হামলা, নারীসহ দুইজন কারাগারে

সংবিধানে হাত দেওয়া উচিত হবে না: মুনীরুজ্জামান 

নারী কোটা বহালের দাবি মহিলা পরিষদের

মানবতার কবি নজরুল: কবিতায় ভেসে আসে সাম্য ও সহমর্মিতার বাণী

বেসরকারি শিক্ষক নিয়োগে নারী কোটা বহাল রাখার দাবি 

শালবন বাঁচাতে পরিবেশ উপদেষ্টার একগুচ্ছ ঘোষণা

যুক্তরাজ্যে ‘ব্রিজ টু বাংলাদেশ’ উদ্বোধন

জর্ডান সফরের দল ঘোষণা, সাবিনাসহ সাফজয়ী ৫ ফুটবলার বাদ

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ

সরকারের মান-অভিমানের কোনো সুযোগ নেই: তারেক রহমান

পুলিশ সদর দপ্তরের জরুরি বিজ্ঞপ্তি, সতর্ক থাকার পরামর্শ

বিলুপ্ত নয়, স্বতন্ত্র ও বিশেষায়িত হচ্ছে এনবিআর: অর্থ মন্ত্রণালয়