
ছবি সংগৃহীত
কক্সবাজার পৌরসভার বাস টার্মিনাল এলাকায় রাজা গেস্ট হাউস নামক একটি কক্ষে ভুয়া র্যাব পরিচয়ে এক পর্যটক তরুণীকে দলবদ্ধ ধর্ষণ এবং এক ব্যক্তিকে ভয়ভীতি দেখিয়ে ছিনতাই করার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। একইসঙ্গে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ এবং রাস্তায় সংঘটিত অপরাধমূলক কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণের দাবিও জানিয়েছে সংগঠনটি।
সোমবার (১৪ আগস্ট) নারীবাদি সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানুর সই করা গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ দাবি জানানো হয়।
১৪ আগস্টের বিভিন্ন জাতীয় দৈনিকের খবরের বরাতে বলা হয়, কক্সবাজারে বিভিন্ন পর্যটন পয়েন্টে একটি চক্র র্যাবের পরিচয় দিয়ে বিভিন্ন অপকর্মমূলক কার্যক্রম সংঘটিত করে আসছে। এই চক্র গত ১২ আগস্ট (শনিবার) এক ব্যক্তিকে ছিনতাইয়ের পর রাতে রাজা গেস্ট হাউস নামক একটি কক্ষে অবস্থানরত রাঙামাটি জেলা থেকে আসা তরুণী পর্যটককে তারা নিজেদের র্যাব বলে পরিচয় দেয়। ওই তরুণী পর্যটকের পরিচয় ও অন্যান্য বিষয় জিজ্ঞাসাবাদের অজুহাতে ওই তরুণীকে তারা দলবদ্ধ ধর্ষণ করে।
সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে নানা অপরাধমূলক চক্রের দ্বারা নারী, তরুণী ও কন্যাশিশুরা ধর্ষণ, দলবদ্ধ ধর্ষণ, চুরি, ছিনতাই, অপহরণসহ বিভিন্ন ধরনের সহিংসতার শিকার হচ্ছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, এ ধরণের চক্র বিভিন্ন এলাকায় এলাকায় গিয়ে অপরাধমূলক কার্যক্রম সংঘটিত করে আসছে। তাদের অপরাধমূলক কার্যক্রম নারী, তরুণী ও কন্যাশিশুদের স্বাভাবিক জীবন ব্যাহত করছে, তাদের নিরাপত্তা হুমকির সম্মুখীন হয়ে দাড়িঁয়েছে এবং দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করছে।
বিবৃতিতে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ এবং রাস্তায় সংঘটিত অপরাধমূলক কার্যক্রমের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণের দাবি জানিয়েছে সংগঠনটি। পাশাপাশি এ ধরনের অপরাধমূলক চক্র বন্ধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেছে।
ইউ