মার্কিন তারকা কোকো গফ,ফাইল ছবি
আরিনা সাবালেঙ্কাকে হারিয়ে ইউএসে ওপেনে মেয়েদের এককে শিরোপা জিতেছে মার্কিন তারকা কোকো গফ।
আর্থার অ্যাশ স্টেডিয়ামে শুরুটা দারুণ করলেও শেষ পর্যন্ত ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি একবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী সাবালেস্কা।
তবে প্রথম সেটে গফকে কোনো সুযোগই দেননি তিনি। জিতে নেন ৬-২ ব্যবধানে। পরের সেটেই দারুণভাবে ঘুরে দাঁড়ান মার্কিন কৃষ্ণকন্যা কোকো গফ। ৬-৩ ব্যবধানে সেটটি জিতে নেন তিনি।
তৃতীয় সেটেও এই ধারায় খেলেন গফ। সাবালেঙ্কার অভিজ্ঞতাকে তুড়ি মেরে ৬-২ ব্যবধানে জিতে শিরোপা জয়ের আনন্দে মাতেন তিনি।
৯ বছর বয়সী গফের প্রথম শিরোপা এটি। একই সঙ্গে র্যাংকিংয়ে ছ’নম্বর থেকে উঠে এলেন তিন নম্বরে।
এদিকে, বিশ্বের শীর্ষস্থানীয় নারী টেনিস খেলোয়াড় ইগা শিয়াটেক আগেই বিদায় নেওয়ায় বিশ্বের এক নম্বর হয়েই ফাইনালে নেমেছিলেন সাবালেঙ্কা। কিন্তু ফাইনালে হেরে গেলেন তিনি।
//এল//