
ছবি সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত ক্ষমতায় গেলে দাবি আদায়ে জনগণকে রাস্তায় নামতে হবে না এবং সরকারি দমন-পীড়নের মুখে পড়লেও সাংবাদিকদের সাহসিকতার বিকাশ ঘটানোর সুযোগ দেওয়া হবে। তিনি আরো বলেন, ক্ষমতায় এলে পাঁচ বছরে উন্নয়নের জন্য “এক্সপ্রেস ট্রেন” চালু করার লক্ষ্য রাখবে দলটি—যদিও “বুলেট ট্রেন” চালু করা না গেলেও দেশের ত্বরান্বিত উন্নয়ন সম্ভব হবে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের বার্ষিক কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান বক্তব্যের সংক্ষিপ্ত বিষয়বস্তু:
-
দাবি আদায়ে শান্তি ও গণতান্ত্রিক विधি: জনগণকে রাস্তায় না নামিয়ে সমস্যার সমাধান করার প্রতিশ্রুতি।
-
সাংবাদিকতাকে উৎসাহ: সরকারি দমন-মুকাবিলায় সাংবাদিকদের সাহসিকতা বাড়ানোর সুযোগ নিশ্চিত করার প্রতিজ্ঞা।
-
উন্নয়নকল্পে বাস্তবধর্মী অঙ্গীকার: পাঁচ বছরে “এক্সপ্রেস ট্রেন” চালুর প্রতিশ্রুতি; বুলেট ট্রেন বাস্তবায়ন না করলেও দ্রুতগতির উন্নয়ন নিশ্চিত করা হবে।
-
শিক্ষাব্যবস্থা সংস্কার: বর্তমান ভাঙাচোরা শিক্ষাব্যবস্থা বদলে কাজভিত্তিক মর্যাদা নির্ধারণ, মেধা ও সময়ের অপচয়ের শেষ করা হবে—বক্তা দাবি করেন যে দেশে যে শিক্ষানীতি প্রণয়ন করে, তাদের সন্তানরা বিদেশে পড়াশোনা করে।
-
দুর্নীতির বিরুদ্ধে অঙ্গীকার: দেশ থেকে দুর্নীতির প্রবাহ বন্ধ করে দিতে বলিষ্ঠ পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি।
ডা. শফিকুরের বক্তব্যে প্রধানভাবে উচ্চারিত হয়েছে—স্থানীয় সমস্যা সমাধানে শান্তিপূর্ণ ব্যবস্থাপনা, কাজভিত্তিক শিক্ষা ও দুর্নীতিমুক্ত উন্নয়ন নীতি নিয়ে জামায়াত সরকার ব্যবস্থাপনা করবে বলে তারা দাবি করছে।
ইউ