
ফাইল ছবি
সরকার গত বছরের তুলনায় প্রায় ১১ হাজার টাকা খরচ কমিয়ে ২০২৬ সালের হজের জন্য তিনটি প্যাকেজ ঘোষণা করেছে। সর্বোচ্চ ৬ লাখ ৯০ হাজার টাকা এবং সর্বনিম্ন ৪ লাখ ৬৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে এই প্যাকেজগুলোতে।
রবিবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন হজ প্যাকেজ ও সংশ্লিষ্ট তথ্য প্রকাশ করেন।
ঘোষিত প্যাকেজ ও খরচ
সরকারিভাবে তিনটি হজ প্যাকেজ চূড়ান্ত করা হয়েছে। বেসরকারি এজেন্সির মাধ্যমে হজের জন্যও সাধারণ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে:
প্যাকেজ নম্বর | ধরন | খরচ (টাকা) |
প্যাকেজ-১ | সরকারি | ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ |
প্যাকেজ-২ | সরকারি | ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ |
প্যাকেজ-৩ | সরকারি | ৪ লাখ ৬৭ হাজার |
সাধারণ প্যাকেজ | বেসরকারি | ৫ লাখ ৯ হাজার ১৮৫ |
Export to Sheets
ধর্ম উপদেষ্টা জানান, গত বছরের তুলনায় সর্বোচ্চ প্যাকেজে প্রায় ১১ হাজার টাকা খরচ কমানো হয়েছে।
নিবন্ধন ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য
-
নিবন্ধনের সময়সীমা: সরকারি ও বেসরকারি—দুই মাধ্যমেই হজ নিবন্ধনের কার্যক্রম আগামী ১২ অক্টোবর পর্যন্ত চলবে।
-
হজের তারিখ: চাঁদ দেখা সাপেক্ষে ২০২৬ সালের ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে।
-
হজযাত্রীর সংখ্যা: এ বছরের মতো আগামী বছরও বাংলাদেশ থেকে সম্ভাব্য ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন মুসল্লি হজে যেতে পারবেন।
-
ফ্লাইট শুরু: আগামী বছরের ১৮ এপ্রিল হজ ফ্লাইট শুরু হবে।
-
হজ ভিসা শুরু: হজ ভিসা প্রদানের কার্যক্রম শুরু হবে ৮ ফেব্রুয়ারি থেকে।
-
বয়সসীমা ও সঙ্গীর নিয়ম: আগামী বছর ৭০ বছরের ঊর্ধ্বে কোনো হজযাত্রী যেতে চাইলে তাকে ৫০ বছরের নিচের একজনকে সঙ্গী হিসেবে নিতে হবে।
-
বেসরকারি এজেন্সিগুলোর জন্য নির্দেশনা: এজেন্সির মাধ্যমে যাওয়া হজ যাত্রীদের চুক্তিমতো সেবা না দিলে কিংবা কোনো অভিযোগ পাওয়া গেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন ধর্ম উপদেষ্টা।
ইউ