ঢাকা, বাংলাদেশ

শনিবার, , ৩০ আগস্ট ২০২৫

English

বিচিত্র

মেয়ের বয়স ১৩ হলেই তাকে বিয়ে করতে পারে বাবা!

উইমেনআই২৪ ডেস্কঃ

প্রকাশিত: ২০:০৩, ১৩ জানুয়ারি ২০২৩

মেয়ের বয়স ১৩ হলেই তাকে বিয়ে করতে পারে বাবা!

মেয়ের বয়স ১৩ হলেই তাকে বিয়ে করতে পারে বাবা

এখানে ১৯৭৯ সাল থেকে নারীদের তালাকের অধিকার নিষিদ্ধ করা হয়। অর্থাৎ পুরুষদের তালাক দেওয়ার অধিকার রয়েছে, কিন্তু স্বামী তার বিরুদ্ধে পারিবারিক সহিংসতা করলেও কোনো স্ত্রী তা দাবি করতে পারে না।
দীর্ঘদিন ধরে ইরানে নারীরা তাদের পোশাক ও চুল সংক্রান্ত কঠোর আইনের বিরুদ্ধে বিক্ষোভ করে আসছে। ইরান সরকার তাদের ভয় দেখানোর জন্য অনেক পদক্ষেপ নিলেও নারী আন্দোলন থামেনি। এটি বিশ্বব্যাপী সমর্থনও পাচ্ছে। তবুও ইরানে এখনও এমন অনেক আইন রয়েছে, যা শুনতে অদ্ভুত লাগে। 

এখানে বেশিরভাগ আইনই নারীদের ফতোয়ায় বেঁধে রেখেছে। নারীরা সেখানে নিজের সঙ্গে সম্পর্ক নেই এমন কোনো পুরুষের সঙ্গে করমর্দন নিষেধ, নারীরা নিজের ইচ্ছায় স্বামীর থেকে তালাক নিতে পারেন না। প্রকৃতপক্ষে, ইসলামিক বিপ্লব হওয়ার পর  ১৯৭৯ সালে রক্ষণশীল শিয়া মুসলিম দেশ ইরানে। এরপর এই দেশটি সাধারণত পুরুষশাসিত দেশে পরিণত হয়। নারীদের ওপর অনেক বিধিনিষেধ আরোপ করা হয়।

এখানে মেয়েরা মাঠে গিয়ে ফুটবল ম্যাচ দেখতে পারত না। ইসলামি ধর্মীয় নেতাদের যুক্তি, নারীদের উচিত পুরুষদের খেলা বা এ ধরণের পরিবেশ দেখা এড়িয়ে চলা। তবে ফুটবল প্রেমী সাহার খোদায়ারির আত্মহত্যার কারণে মাথা নত করতে হয়েছে ইরানকে। ২৯ বছর বয়সী সাহার মাঠে বসে ম্যাচ দেখতে এতটাই চেয়েছিলেন যে তিনি নিজেকে পুরুষের ছদ্মবেশে খেলা দেখতে আসেন। তবে নিরাপত্তারক্ষীরা তাকে বাধা দিলে আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড দেয়। 

হতবাক সাহার নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেন। এরপর সারা বিশ্বে ইরানের এই নীতির তীব্র প্রতিবাদ হয়। এখন তেহরানের আজাদি স্টেডিয়ামে কম্বোডিয়ার বিপক্ষে বিশ্বকাপ ২০২২ বাছাই পর্বের ম্যাচে ৩৫০০ নারীকে স্টেডিয়ামে বসতে দেওয়া হয়েছে।

এখানে নারীদের অচেনা পুরুষদের সঙ্গে হাত মেলাতে নিষেধ করা হয়েছে। কোনো নারীকে প্রকাশ্য স্থানে কোনো পুরুষের সঙ্গে করমর্দন করতে দেখা গেলে তাকে জরিমানা ও কারাদণ্ড হতে পারে। এই কারণেই যখন ইরানের মহিলা দল গ্লোবাল চ্যালেঞ্জ টুর্নামেন্ট জিতেছিল, দলের কোচ একটি ক্লিপবোর্ডের সাহায্যে তার খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করেন এবং অভিনন্দন জানান।

এদেশের ইসলাম ধর্মীয় নেতারা বিশ্বাস করেন, বাবা, স্বামী বা ভাই ছাড়া কেউ ১২ বছরের বেশি বয়সী মেয়েদের মুখ বা শরীরের কোনো অংশ দেখতে পায় না। হিজাব না পরলে কঠোর শাস্তির বিধান রয়েছে। প্রতিনিয়ত এই নিষেধাজ্ঞার বিরোধিতা করা হলেও এখন পর্যন্ত এতে কোনো ছাড় দেওয়া হয়নি। এ নিয়ে আজকাল ইরানের নারীরা ক্ষুব্ধ। বহু নারী প্রাণ হারিয়েছেন। হিজাব না পরা ও চুল খোলা রাখার অপরাধে মেহসা আমিনী নামের এক মেয়ের নীতি পুলিশের হাতে মৃত্যুর পর এই আন্দোলন শুরু হয়েছে। নারীরা প্রতিনিয়ত ইরানের সরকারের ওপর তাদের বিরুদ্ধে প্রণীত এ ধরনের আইন বাতিলের জন্য চাপ দিচ্ছে।

২০১৩ সালে এখানে সবচেয়ে ভয়ঙ্কর আইন পাস হয়েছিল, যার অধীনে পিতা তার দত্তক কন্যাকে বিয়ে করতে পারেন। ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলি, যা মজলিস নামেও পরিচিত, এই নিয়ম করেছে। তাদের যুক্তি ছিল যে এটি ১৩ বছর বয়সী মেয়েদের তাদের বাবার সামনে হিজাব পরা থেকে ছাড় দেওয়া হবে। দ্য গার্ডিয়ানে এ খবর প্রকাশিত হয়েছিল।

ইরানে ১৩ বছর বা তার বেশি বয়সের দত্তক নেয়া কন্যাকে তার বাবার সামনে হিজাব পরতে হয়। একইভাবে, একজন মাকে ১৫ বছরের বেশি বয়সী দত্তক পুত্রের সামনে হিজাব পরতে হবে। মজলিসের মতে, মেয়েদের বাড়িতে হিজাব থেকে মুক্তি পেতে বাবার সঙ্গে বিয়ের এই নিয়ম করা হয়েছিল। এই ধরনের বিবাহের জন্য, পিতাকে দুইটি শর্ত পূরণ করতে হবে, কন্যার বয়স ১৩ বছর বা তার বেশি হতে হবে এবং পিতাকে যুক্তি দিতে হবে যে তিনি এই কাজটি কন্যার উন্নতির জন্য করছেন। সামাজিক কর্মীরা এই আইনের তীব্র বিরোধিতা করেন। তবে এই নিয়ম এখনও প্রযোজ্য বা এতে কোনো সংশোধনী আনা হয়েছে কিনা তা এখন পর্যন্ত পরিষ্কার নয়।

এখানে ১৯৭৯ সাল থেকে নারীদের তালাকের অধিকার নিষিদ্ধ করা হয়। অর্থাৎ পুরুষদের তালাক দেওয়ার অধিকার রয়েছে, কিন্তু স্বামী তার বিরুদ্ধে পারিবারিক সহিংসতা করলেও কোনো স্ত্রী তা দাবি করতে পারে না। এমনকি স্ত্রীদেরও বাইরে কাজ করার জন্য স্বামীর অনুমতির প্রয়োজন হয় এবং তা কোম্পানিতে দেখাতে হয় তবেই তাদের নিয়োগ দেওয়া হয়।

সূত্র: নিউজ ১৮


 

//এল//

সাইবার বুলিংয়ে অতিষ্ঠ জাকসুর নারী প্রার্থীরা

লতিফ সিদ্দিকী ও ঢাবি অধ্যাপক কার্জনসহ ১৬ জন কারাগারে

এআই ও ভুয়া তথ্য নির্বাচনে বড় চ্যালেঞ্জ: সিইসি

ভাণ্ডারিয়ায় স্বাভাবিক প্রসব ও কিশোর-কিশোরী সেবা কর্ণার

কোয়াব নির্বাচনে ভোট দিবেন না সাকিব-মাশরাফি

চন্দনাইশে মা সমাবেশ অনুষ্ঠিত

আগস্টের ২৭ দিনে দেশে রেমিট্যান্স ২০৮ কোটি ডলার

প্রকৌশল শিক্ষার্থীরা চালিয়ে যাচ্ছেন শাটডাউন কর্মসূচি

১ হাজার ২৪৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

শিশু ধর্ষণ বাড়ছে, সরকারকে পদক্ষেপের আহ্বান

ভবন নির্মাণে এফএআর বাড়ানো পরিবেশকে হুমকিতে ফেলবে

অপরাধীদের শাস্তি না হওয়ায় বাড়ছে অপরাধের সংখ্যা

যারা নির্বাচন বাধা দেবে তারা নিশ্চিহ্ন হবে: ফখরুল

খালেদা জিয়া হাসপাতালে যাচ্ছেন সন্ধ্যায়

ইঞ্জিনিয়ারদের সমস্যার ন্যায্য সমাধানের আশ্বাস ফাওজুল কবিরের