ঢাকা, বাংলাদেশ

বুধবার, , ২৮ মে ২০২৫

English

জাতীয়

জাপানের কাছে ১ বিলিয়ন ডলার সহায়তা প্রত্যাশা: প্রেস সচিব

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৮:১৯, ২৭ মে ২০২৫

জাপানের কাছে ১ বিলিয়ন ডলার সহায়তা প্রত্যাশা: প্রেস সচিব

ছবি সংগৃহীত

প্রধান উপদেষ্টার আসন্ন জাপান সফরকে সামনে রেখে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ৫০০ থেকে ১ বিলিয়ন ডলার পর্যন্ত অর্থনৈতিক সহায়তা প্রত্যাশার কথা জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম।

মঙ্গলবার (২৭ মে) বিকেলে ফরেন সার্ভিস অ্যাকাডেমির মিলনায়তনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান।

প্রেস সচিব বলেন, ‘আমরা জাপানের কাছে ৫০০ থেকে ৭৫০ মিলিয়ন ডলার বা ১ বিলিয়ন ডলারের মতো সাপোর্ট এক্সপেক্ট করছি। এর মধ্যে ৫০০ মিলিয়ন ডলার বাজেট সাপোর্ট হিসেবে আশা করা হচ্ছে।’

তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা জাপানে যাচ্ছেন একটি গুরুত্বপূর্ণ সফরে। জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশের প্রতি আগ্রহ দিন দিন বাড়ছে। তাদের জন্য আড়াই হাজার জাপানির উপযোগী একটি ইকোনমিক জোন ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। ওই জোনে আরও বেশি বিনিয়োগ আনতেই এই সফর।’

প্রেস সচিব জানান, জাপানে অনুষ্ঠিতব্য সেমিনারে প্রায় ৩০০ জন জাপানি বিনিয়োগকারী উপস্থিত থাকবেন। সেখানে বাংলাদেশে বিনিয়োগের সুযোগ-সুবিধা তুলে ধরা হবে।

মহেশখালী-মাতারবাড়ি সমন্বিত অবকাঠামো উন্নয়ন উদ্যোগ প্রসঙ্গে প্রেস সচিব বলেন, “এখানে ছয়টি পোর্ট টার্মিনাল হবে, যেখানে বিশ্বের বড় বড় জাহাজ ভিড়তে পারবে। পাশাপাশি তৈরি হবে একটি নতুন সিটি, পাওয়ার প্ল্যান্ট, লজিস্টিক হাব, ম্যানুফ্যাকচারিং হাব ও এনার্জি হাব। পুরো প্রকল্পটি বাস্তবায়নে ১৪০ বিলিয়ন ডলার পর্যন্ত বিনিয়োগ প্রয়োজন হবে।”

এই প্রকল্পে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যেই জাপান সফরে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

শফিকুল আলম বলেন, ‘মাতারবাড়ি ডেভেলপ হলে কক্সবাজারও উন্নয়নের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে। সেখানে আন্তর্জাতিক মানের বিমানবন্দর গড়ে তোলার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।’

প্রধান উপদেষ্টার জাপান সফরকে ঘিরে বিনিয়োগ, অর্থনৈতিক সহযোগিতা এবং অবকাঠামো উন্নয়নে আশাবাদ ব্যক্ত করেছে বাংলাদেশ সরকার।

ইউ

আমি এনসিপিকে সমর্থন করব না: সায়ান

৭ জুন দেশে ঈদুল আজহা পালিত হবে

শিবগঞ্জ পৌরসভায় ফোকাস গ্রুপ ডিসকাশন

মাতৃস্বাস্থ্য ও ফিস্টুলা নির্মূলে উচ্চপর্যায়ের আলোচনা

সিটি করপোরেশনের বাজারগুলোকে পলিথিন ব্যাগ মুক্ত করার আহ্বান

অনলাইন জুয়া সামাজিক ব্যাধির অপর নাম

নির্বাচন নিয়ে যা বললেন প্রধান উপদেষ্টা

ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন দিতে হবে: তারেক রহমান

তারুণ্যের সমাবেশে হাত নেড়ে শুভেচ্ছা তারেক রহমানের

২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করল বাফুফ

বানারীপাড়ায় সাজাপ্রাপ্ত নাসির উদ্দিন অবশেষে জেলহাজতে

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ মামলায় খালাস তারেক ও জুবাইদা

প্রধান উপদেষ্টা দেশে ফিরলে সচিবালয় কর্মচারীদের দাবির বিষয়ে সিদ্ধা

নয়াপল্টনে বিএনপির ‘তারুণ্যের সমাবেশ’ শুরু

চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে তাণ্ডব