ঢাকা, বাংলাদেশ

শনিবার, , ১৭ মে ২০২৫

English

জাতীয়

সারাদেশে বিক্ষোভের ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪৩, ১৭ মে ২০২৫

সারাদেশে বিক্ষোভের ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের

ছবি সংগৃহীত

কারিগরি শিক্ষার স্বচ্ছতা ও মান রক্ষার দাবিতে আবারো আন্দোলনে নামছে সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এবার ‘ক্রাফট ইন্সট্রাক্টর’দের জুনিয়র ইন্সট্রাক্টর পদে পদোন্নতির রায় বাতিলের দাবিতে ১৮ মে সারাদেশে বিক্ষোভের ডাক দিয়েছে তারা।

শনিবার (১৭ মে) বেলা ১১টায় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন কারিগরি ছাত্র আন্দোলনের নেতারা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, রবিবার (১৮ মে) হাইকোর্টে ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতি সংক্রান্ত মামলার শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই শুনানির আগেই নিজেদের অবস্থান সুস্পষ্ট করতে শিক্ষার্থীরা মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছেন।

লিখিত বক্তব্যে আন্দোলনকারীরা বলেন, “ক্রাফট ইন্সট্রাক্টরদের মূল দায়িত্ব হলো ল্যাব পরিচালনায় সহায়তা ও প্র্যাকটিক্যাল ক্লাসে যন্ত্রাংশ সরবরাহ করা। তাদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা এইচএসসি ভোকেশনাল। এ যোগ্যতা নিয়ে তারা শিক্ষক হিসেবে যোগ্য নন। অথচ তাদের শিক্ষক পদের পদোন্নতির সুযোগ তৈরি করা হচ্ছে, যা সম্পূর্ণ অযৌক্তিক।”

তারা আরও বলেন, ‘জুনিয়র ইন্সট্রাক্টর পদে কেবলমাত্র ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরা সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষার মাধ্যমে বাছাইকৃত হয়ে নিয়োগ পান। ভিন্ন মানদণ্ডে কাউকে পদোন্নতির সুযোগ দেওয়া হলে তা হবে শিক্ষার মানের প্রতি অবিচার।’

শিক্ষার্থীরা স্পষ্ট করে জানান, কারিগরি শিক্ষার পেশাদারিত্ব ও মান রক্ষায় হাইকোর্ট যেন এই মামলার রায় বাতিল করে। তারা বলেন, ‘আমরা চাই, প্রমোশন হোক যথাযথ নিয়মে ও যোগ্যতার ভিত্তিতে। কোনো অবস্থাতেই বাইপাস করে কাউকে শিক্ষক পদে আনা যাবে না।’

উল্লেখ্য, দেশব্যাপী পলিটেকনিক শিক্ষার্থীদের একাধিক দাবিতে আগেও আন্দোলন হয়েছে। তবে এই প্রথম একটি বিচারাধীন রায়ের বিরোধিতা করে আদালতের শুনানির আগেই সারাদেশে বিক্ষোভের ডাক দিয়েছে শিক্ষার্থীরা। পরিস্থিতি কীভাবে এগোয়, তা নির্ভর করবে রোববারের হাইকোর্টের সিদ্ধান্ত ও সরকারের অবস্থানের ওপর।

ইউ

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯

ভারত-পাকিস্তান নিয়ে নতুন পরিকল্পনায় পরমাণু শক্তিধর দুই দেশ

অফিসার পদে চাকরি দেবে সীমান্ত ব্যাংক

মতিঝিলে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

রাজধানীতে সভা-সমাবেশ নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

নারীর জীবনমান: সুস্থতা, স্বাধীনতা ও সম্মানের সমন্বয় জরুরি

বেনাপোলে সাড়ে ৬০ লক্ষ টাকার ভায়াগ্রা পাউডার জব্দ

বিয়ের আটদিনের মাথায় আখাউড়া  স্বামীকে খুন, স্ত্রী আটক

‘নির্বাচন কমিশন কখন তফসিল ঘোষণা করবে জনগণ জানতে চায়’

পদত্যাগ করলেন ইয়েমেনের প্রধানমন্ত্রী

শেষ হল টগুমগুর দুই দিনব্যাপী মা দিবসের মেলা

মতিঝিলে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

তুরস্ক-পাকিস্তান সম্পর্ক আরো জোরালো

সোমবার থেকে মাঠে নামার হুঁশিয়ারি ৭ কলেজ শিক্ষার্থীদের

ঢাকার যেসব এলাকায় সভা-সমাবেশ-মিছিল নিষিদ্ধ