ঢাকা, বাংলাদেশ

বুধবার, , ০২ জুলাই ২০২৫

English

জাতীয়

শেষ হল টগুমগুর দুই দিনব্যাপী মা দিবসের মেলা

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২৭, ১৭ মে ২০২৫; আপডেট: ১৯:৩১, ১৭ মে ২০২৫

শেষ হল  টগুমগুর দুই দিনব্যাপী মা দিবসের মেলা

ছবি: উইমেনআই২৪ ডটকম

শিশুদের জন্য প্রথম প্যারেন্টিং অ্যাপ টগুমগু গত দুই দিন ধরে বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে মা দিবস উপলক্ষে একটি বিশেষ মেলার আয়োজন করে। মেলার থিম ছিল ‘মা বোঝে সেরা, তাই মায়ের জন্য সেরাটাই’, যা মায়ের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা প্রকাশের একটি মাধ্যম হিসেবে ছিল।

মেলায় ৫০টিরও বেশি স্টল ছিল, যেখানে বিভিন্ন ধরনের লাইফস্টাইল পণ্য প্রদর্শিত হয়েছিল। মেলায় শিশুদের জন্য ছিল প্লে-জোন, পাপেট শো এবং ম্যাজিক শো। প্যারেন্টদের জন্য ছিল ফ্রি কাউন্সেলিং সেশন এবং বিশেষজ্ঞদের সেশনে অংশ নেয়ার সুযোগ। এছাড়া, মেলায় সেলিব্রিটি ও বিশেষজ্ঞরা স্বাস্থ্য, ওয়েলবিয়িং এবং ফিনান্সিয়াল লিটারেসি নিয়ে নানা সেশন পরিচালনা করেন। মেলায় অংশগ্রহণকারীদের জন্য ছিল আকর্ষণীয় পুরস্কারের র‍্যাফেল ড্র এবং ফ্রি গিফট।

মেলা চলাকালে টগুমগু অ্যাপ ডাউনলোড করে দর্শনার্থীরা বিনামূল্যে মেলায় প্রবেশের সুযোগ পান।

শনিবার (১৭ মে) মেলার শেষ দিনে বিকালে শিশু একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত হয় ‘টগুমগু কানেক্ট’ শীর্ষক ফ্ল্যাগশিপ ইভেন্ট। এই ইভেন্টে অংশ নেন ফ্যামিলি হেলথ এবং ওয়েলবিয়িং বিষয়ক কাজ করা উদ্যোক্তা, বিনিয়োগকারী ও ব্র্যান্ড পেশাজীবীরা। তারা অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি শেয়ার করেন, পাশাপাশি পারিবারিক স্বাস্থ্য ও মঙ্গল বিষয়ে আলোচনা করেন। এছাড়া, টগুমগু-এর তিনটি নতুন সেবা উদ্বোধন করা হয়।

টগুমগুর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. নাজমুল আরেফিন বলেন, ‘মায়েরা সন্তানের বড় হওয়ার পথে আত্মত্যাগের প্রতীক। তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই মেলার আয়োজন করা হয়েছে।’

এই আয়োজনটির পৃষ্ঠপোষক হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণ ছিল, যার মধ্যে শক্তি+, আইডিএলসি, গুফি, কিডস টাইম, সেবা এক্সওয়াইজেড, বাবুল্যান্ড সহ অন্যান্য নামকরা প্রতিষ্ঠানও ছিল।

টগুমগু, যা বাংলাদেশের প্রথম প্যারেন্টিং অ্যাপ, শিশুদের বয়সভিত্তিক সেবা এবং তথ্য প্রদানের মাধ্যমে প্যারেন্টিংয়ে একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে।

ইউ

গণতন্ত্র প্রতিষ্ঠায় ঐক্যের আহ্বান খালেদা জিয়ার

মিয়ানমারকে হারাতেও আত্মবিশ্বাসী বাংলাদেশের মেয়েরা

‘সংস্কার নিয়ে বিএনপিকে দোষারোপ ঐক্যের জন্য সহায়ক নয়’

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী বরখাস্ত

ব্রডব্যান্ডের দাম কমলো

ফেব্রুয়ারি-এপ্রিল লক্ষ্য রেখে জাতীয় নির্বাচনের প্রস্তুতি: সিইসি

অন্তর্বর্তী সরকারের বৈধতা চ্যালেঞ্জ: আপিল শুনানির দিন ধার্য

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির সভা

হালদা নদীর অবক্ষয় রোধে কঠোর অবস্থান নিলেন উপদেষ্টা ফরিদা আখতার

ডেঙ্গুতে আবারো মৃত্যু, নতুন করে আক্রান্ত ৩৮৬

জুলাই গণহত্যা: শেখ হাসিনাসহ ৩ আসামির পক্ষে শুনানির দিন ধার্য

এবার আমরা নতুন দেশ গড়ার আন্দোলনে নেমেছি: নাহিদ ইসলাম

২০৩০ সালের মধ্যে ১ কোটি ৪০ লাখ মানুষের অকাল মৃত্যুর শঙ্কা

প্রতিবছর জুলাই অভ্যুত্থান স্মরণের অঙ্গীকার

নোয়াখালীতে ভরা মৌসুমে চালের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ