
ছবি সংগৃহীত
মালয়েশিয়াজুড়ে পরিচালিত অভিবাসন বিভাগের ব্যাপক অভিযানে অন্তত ৪৫০ জন অবৈধ বাংলাদেশি অভিবাসীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) সকালে শুরু হওয়া এই ‘অপস গেমপুর বারসাসার’ অভিযানে মোট ১,২৭০ বিদেশি নাগরিক এবং ১১ জন মালয়েশিয়ান নিয়োগকর্তা গ্রেফতার হন।
মালয়েশিয়ার উত্তরাঞ্চলীয় জেলা জোহরের পাঁচটি অঞ্চলে সবচেয়ে বড় অভিযানটি পরিচালিত হয়, যেখানে ৩৩০ জন বিদেশি শ্রমিক আটক হন। এর মধ্যে ২৩৯ জন ছিলেন বাংলাদেশি। অভিযানে অংশ নেয় অভিবাসন বিভাগের ১২০ জন কর্মকর্তা। তারা মোট ৫১৬ জনের কাগজপত্র যাচাই করেন।
রাজধানী কুয়ালালামপুরেও একটি নির্মাণস্থলে অভিযানে ৪১ জন বাংলাদেশি, ১৭ জন ইন্দোনেশিয়ান এবং অন্যান্য দেশের নাগরিকসহ আরও কয়েকজনকে আটক করা হয়। এ সময় দুই বাংলাদেশি পালাতে গিয়ে কাদাময় পুকুরে ঝাঁপ দেন, তবে শেষ পর্যন্ত তাদের আটক করা হয়।
অন্য রাজ্যগুলোর অভিযানে—
-
কেলান্তান থেকে ৯১ জন,
-
তেরেঙ্গানু থেকে ৩৯ জন (এর মধ্যে ৩৫ জন বাংলাদেশি),
-
লাবুয়ান থেকে ২০ জন অভিবাসীকে আটক করা হয়।
মালয়েশিয়ার অভিবাসন বিভাগ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে বৈধ কাগজপত্র না থাকা, অবৈধভাবে বসবাস ও কাজ করাসহ অভিবাসন আইনের বিভিন্ন ধারায় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া অবৈধ অভিবাসীদের আশ্রয় দেওয়া ও নিয়োগ করার দায়ে মালয়েশিয়ান ১১ জন নিয়োগকর্তাও গ্রেফতার হয়েছেন।
এই অভিযান এমন সময় চালানো হলো, যখন দেশটির সরকার অবৈধ অভিবাসীদের বৈধকরণ প্রক্রিয়া শুরুর ঘোষণা দিয়েছে। পরিস্থিতির উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের আইনি পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
U