
ছবি সংগৃহীত
বাংলাদেশসহ বিভিন্ন দেশের জন্য আবারও উন্মুক্ত হতে যাচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। আগামী জুন মাস থেকে পুনরায় চালু হচ্ছে দেশটির শ্রমবাজার, যা বিদেশি কর্মীদের জন্য বড় একটি সুযোগ। একই সঙ্গে মালয়েশিয়ায় অবস্থানরত অবৈধ কর্মীদের জন্যও সুখবর রয়েছে-শিগগিরই শুরু হচ্ছে বৈধকরণ প্রক্রিয়া।
বৃহস্পতিবার (৮ মে) মালয়েশিয়ার পুত্রজায়ায় দেশটির স্বরাষ্ট্র, মানবসম্পদ এবং কৃষি ও প্লান্টেশন মন্ত্রণালয়ের যৌথ সভা শেষে এই সিদ্ধান্ত জানানো হয়। বৈঠকে তিনটি মন্ত্রণালয়ের মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে জানানো হয়, মালয়েশিয়া প্রায় ১০ লাখ বিদেশি কর্মী নিয়োগ দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। তবে কোন প্রক্রিয়ায় এই কর্মী নিয়োগ হবে বা কোন দেশ থেকে কী পরিমাণ শ্রমিক নেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত এখনো জানায়নি দেশটির সরকার।
মানবসম্পদ মন্ত্রণালয়ের এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, শ্রমিকদের উৎস দেশ নির্ধারণ করবেন নিয়োগকারী কোম্পানিগুলো। ফলে বাংলাদেশি শ্রমিকদের জন্য নতুন করে কাজের সুযোগ তৈরি হতে পারে।
বাংলাদেশি প্রবাসীদের জন্য এই ঘোষণা কর্মসংস্থান ও বৈধতার পথে বড় সম্ভাবনার বার্তা বয়ে এনেছে।
ইউ