
ফাইল ছবি
বাংলা একাডেমির ‘রবীন্দ্র পুরস্কার ২০২৫’ পাচ্ছেন রবীন্দ্রসাহিত্যের গবেষণায় বিশিষ্ট গবেষক ড. অসীম দত্ত এবং রবীন্দ্রসংগীতচর্চায় খ্যাতিমান শিল্পী এ এম এম মহীউজজামান চৌধুরী ময়না।
৮ মে (বৃহস্পতিবার) (২৫ বৈশাখ) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমির আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হবে। পুরস্কারের অর্থমূল্য এক লাখ (১,০০,০০০) টাকা।
বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম এ তথ্য নিশ্চিত করেছেন।
এই পুরস্কার প্রদান বাংলা সাহিত্যের বিভিন্ন শাখায় রবীন্দ্রপ্রভাবিত অবদানকে স্বীকৃতি দেওয়র একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
ইউ