
সংগৃহীত ছবি
পবিত্র হজ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলেও, বাংলাদেশ থেকে নিবন্ধনকৃত ৮৭ হাজার ১০০ জন হজযাত্রীর মধ্যে ১৪ হাজারের বেশি জনের ভিসা প্রক্রিয়া এখনও সম্পন্ন হয়নি। এর ফলে এসব হজযাত্রী চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ অফিস সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল পর্যন্ত মোট ১৫ হাজার ১৫৪ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। এদের মধ্যে রাজবাড়ীর পাংশার খলিলুর রহমান নামে একজন হজযাত্রী সৌদি আরবে মারা গেছেন।
চলতি বছর সরকারিভাবে ৫ হাজার ২০০ জন এবং বেসরকারিভাবে ৮১ হাজার ৯০০ জন হজ পালনের জন্য নিবন্ধন করেছেন। গত ২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হয়েছে এবং এ পর্যন্ত ৩৭টি ফ্লাইটে ১৫ হাজার ১৫৪ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৫টি, সৌদি এয়ারলাইনসের ১২টি এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ১০টি ফ্লাইট পরিচালিত হয়েছে।
হজযাত্রীদের সুবিধার জন্য এ বছর ‘লাব্বাইক’ নামে একটি মোবাইল অ্যাপ চালু করা হয়েছে, যা যোগাযোগসহ বিভিন্ন প্রয়োজনীয় সুবিধা প্রদান করছে। এছাড়াও, হাজিদের হজ প্রিপেইড কার্ড ও মোবাইল সিমের রোমিং সুবিধাও দেওয়া হচ্ছে। হজ ফ্লাইট আগামী ৩১ মে পর্যন্ত চলবে এবং ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে, ভিসা প্রক্রিয়ায় ধীরগতির কারণে আটকে থাকা হজযাত্রীরা উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত ভিসা কার্যক্রম সম্পন্ন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, যাতে তারা সময়মতো পবিত্র হজ পালন করতে পারেন।
//এল//