ঢাকা, বাংলাদেশ

শুক্রবার, , ০৯ মে ২০২৫

English

জাতীয়

আন্তর্জাতিক মহলে সোচ্চার হতে  সরকারকে আহ্বান উদীচীর

উইমেনআই প্রতিবেদকঃ

প্রকাশিত: ১২:৩৫, ২১ মার্চ ২০২৫

আন্তর্জাতিক মহলে সোচ্চার হতে  সরকারকে আহ্বান উদীচীর

সংগৃহীত ছবি

ফিলিস্তিনের গাজায় নতুন করে ইসরায়েলি সেনাবাহিনীর নৃশংস গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। বৃহস্পতিবার এক বিবৃতিতে উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, যুদ্ধবিরতির চুক্তি ভঙ্গ করে, গাজায় নতুন করে ব্যাপক ধ্বংসযজ্ঞ শুরু করেছে দখলদার ইসরায়েলি বাহিনী, অমানবিকতা ও নৃশংসতার সব সীমা ছাড়িয়ে গেছে। এর তীব্র নিন্দা জানিয়ে তারা অবিলম্বে স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনের স্বীকৃতি দাবি করেন। 

বিবৃতিতে উদীচীর নেতৃবৃন্দ বলেন, সাম্রাজ্যবাদী অপশক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদদে কয়েক দশক আগে ফিলিস্তিনের ভূমি দখল করে গড়ে ওঠা ইসরায়েল রাষ্ট্রটির কোন বৈধতা নেই। বিশ্বের বেশিরভাগ দেশই ইসরায়েলকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়নি। তারপরও মার্কিন সাম্রাজ্যবাদ এবং এর দোসরদের সহযোগিতায় ইসরায়েল সব আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ফিলিস্তিনের বেশিরভাগ ভূমি নিজেদের করায়ত্ত করেছে। ফিলিস্তিনের জনগণের উপর বহুবার নৃশংস হামলা চালিয়েছে। দীর্ঘ প্রচেষ্টার পর কিছুদিন আগে যুদ্ধবিরতিতে রাজি হলেও সেই যুদ্ধবিরতি চুক্তির সব শর্ত লঙ্ঘন করে বারবারই হামলা চালাচ্ছে ইসরায়েল। গত কয়েকদিনে যা ভয়াবহ মাত্রায় পৌঁছেছে। হাসপাতাল, শরণার্থী শিবির, বাড়িঘর থেকে শুরু করে এমন কোন স্থাপনা নেই যেখানে ইসরায়েলের বাহিনী হামলা চালায়নি। তাদের হামলায় মারা যাচ্ছে নিরীহ শিশু, নারী থেকে শুরু হাজারো মানুষ। প্রাণ বাঁচাতে ও শুশ্রুষার জন্য হাসপাতালে আশ্রয় নেয়া মানুষের উপর বিমান হামলা চালিয়ে মানুষ হত্যা করতেও পিছপা হয়নি অবৈধ রাষ্ট্রটি। ফিলিস্তিনের স্বাধীনতাকামী জনগণের উপর ইসরায়েল যে মানবতাবিরোধী অপরাধ চালাচ্ছে তার প্রতিবাদে রাস্তায় নেমেছে বিশ্বের সব শান্তিকামী মানুষ। সব বড় শহর এবং বিশ্ববিদ্যালয়গুলোতে চলছে তুমুল বিক্ষোভ। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে নতুন নতুন দেশ। এরপরও মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতা এবং সরাসরি অর্থ ও অস্ত্র সহায়তায় গাজায় ও রাফায় গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। 

উদীচীর সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, প্রতিষ্ঠাকালীন সময় থেকেই বিশ্বশান্তির পক্ষে কথা বলে আসা উদীচী মনে করে, স্বাধীনতাকামী মানুষের ন্যায়সঙ্গত সংগ্রাম এবং সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হওয়া অন্যতম কর্তব্য। তাই, ফিলিস্তিনে ইসরায়েলি দখল এবং গণহত্যা অবিলম্বে বন্ধের দাবি এবং বাংলাদেশসহ বিশ্বের সকল শান্তিকামী রাষ্ট্রকে এর বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছে উদীচী। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অকুণ্ঠ সমর্থন দিয়েছে ফিলিস্তিন রাষ্ট্র এবং এর জনগণ। তাই, ফিলিস্তিনের বিপদে রাষ্ট্র হিসেবে বাংলাদেশেরও উচিত তাদের পাশে দাঁড়িয়ে আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে ফিলিস্তিনের পক্ষে জনমত গড়ে তুলতে সচেষ্ট হওয়া। এ বিষয়ে দ্রুত কার্যকর কূটনৈতিক পদক্ষেপ নেয়ার জন্য সরকারের প্রতি দাবিও জানান উদীচীর সভাপতি ও সাধারণ সম্পাদক। 
 

//এল//

জনসমাগম কমলেও আওয়াবী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলন চলছে

মধ্যরাতে আইভীর বাসায় পুলিশের অভিযান, বাড়ি ঘিরে রেখেছে জনতা

নতুন পোপ কার্ডিনাল রবার্ট প্রেভোস্ট

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাক প্রধানমন্ত্রীর ফোনালাপ

জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ

মাহফুজ ও আসিফকে সরকার থেকে সরে আসতে বললেন এনসিপি নেত্রী

বেনজীর কন্যার দুবাইয়ের ফ্ল্যাট জব্দের আদেশ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রীর প্লট-ফ্ল্যাট জব্দের আদেশ

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও বাড়ল

মূল্যস্ফীতি ৪ থেকে ৫ শতাংশে নামিয়ে আনা সম্ভব: গভর্নর

জোড়াতালি দিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত সম্ভব নয়: তথ্য উপদেষ্টা

ওয়ালটনের অত্যাধুনিক স্মার্ট ফ্রিজ উন্মোচন

ভারতের ১৫ শহরে ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের, দাবি দিল্লির

ভারতের ৪০-৫০ সেনাকে হত্যার দাবি পাকিস্তানের তথ্যমন্ত্রীর

বৈদেশিক সহায়তা হ্রাসে সংকটের মুখে দেশের উন্নয়ন কার্যক্রম