ঢাকা, বাংলাদেশ

বৃহস্পতিবার, , ৩১ জুলাই ২০২৫

English

মিডিয়া

সাংবাদিকের মুক্তির দাবিতে ২৪ ঘন্টার আলটিমেটাম 

উইমেনআই প্রতিবেদকঃ

প্রকাশিত: ১২:৪৬, ২৪ এপ্রিল ২০২৫

সাংবাদিকের মুক্তির দাবিতে ২৪ ঘন্টার আলটিমেটাম 

সংগৃহীত ছবি

সাতক্ষীরার তালায় দৈনিক কালেরকণ্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি রোকনুজ্জামান টিপুকে ১০ দিনের কারাদন্ডের ঘটনায় নিঃশর্ত মুক্তির দাবিতে  ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম।

বুধবার দুপুরে তথ্য কমিশনে‌ স্মারকলিপি প্রদান শেষে সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর এ ঘোষণা দেন।  ২৪ ঘন্টার মধ্যে তাকে  নিঃশর্ত কারামুক্তি করা না হলে দেশব্যাপী কঠোর কর্মসূচিরও ঘোষণা দেয়া হয়।

এদিকে আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সাতক্ষীরায় প্রতিবাদ সমাবেশে যোগ দেবেন। তথ্য কমিশনের পরিচালক এ কে এম আজিজুল স্মারকলিপি গ্রহণ করে নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

উপস্থিত ছিলেন সংগঠনের ট্রাস্টি বোর্ডের সদস্য রফিকুল ইসলাম মিরপুরী, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল হাকিম রানা, সহ সম্পাদক নুরুল হুদা বাবু , সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, আনিসুর রহমান লিমন, মারিয়া আক্তার সুমন খান প্রমুখ। 
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে এরায় প্রত্যাখ্যান করে কারাদণ্ডাদেশ দেয়ার ঘটনার সাথে জড়িত নির্বাহী অফিসার-নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং উপজেলা প্রকৌশলী তথ্য অধিকার আইনকে বৃদ্ধাঙ্গুলি  দেখিয়েছে বলে মন্তব্য করে তাদেরকে বিচার দেওয়া হতে দাবি করা হয়। কেননা ঐ সকল কর্মকর্তারা রাষ্ট্রীয় সম্পদ লুটেপুটে খাবার জন্য সাংবাদিকদের কন্ঠরোধ করতে চাচ্ছে। এটা হতে দেয়া যাবে না ।আমরা সাতক্ষীরায় যাব, জেলা প্রশাসন ও সাংবাদিকদের সাথে কথা বলে আদ্যোপান্ত জানবো।

সাংবাদিক নেতৃবৃন্দ আরো বলেন, তালার ঘটনায় সাংবাদিকদের কণ্ঠরোধের মাধ্যমে প্রশাসনের একশ্রেণীর দালাল তারা কারাদণ্ড দিয়ে দুর্নীতি অনিয়মকে উস্কে দেবার পাঁয়তারা করছে।

গত মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ মোঃ রাসেল এ রায় প্রদান করেন।

জানাযায়, তালা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের ৯ কোটি টাকার প্রকল্পের কাজে অনিয়ম দূর্ণীতির তথ্য সংগ্রহ করতে  যান সাংবাদিক রোকনুজ্জামান টিপু। এসময় তালা উপজেলা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী এম এম মামুন আলম তথ্য দিতে অস্বীকার করায় সাংবাদিকের সাথে কথাকাটি হয়। এক পর্যায়ে সাংবাদিককে " তথ্য জানার কে" এমন প্রশ্ন করলে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

এঘটনা উভয় পক্ষ তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা কে জানালে তিনি সরেজমিনে উপস্থিত শ্রমিক সহ স্থানীয়দের স্বাক্ষ্য গ্রহণ শেষে তিনি এই রায় প্রদান করেন।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে সাজানো নাটকের বিরুদ্ধে প্রশ্ন রাখা হয়েছে ভ্রাম্যমান আদালতস্থলে যারা ছিল তারা কি কেউ নিরপেক্ষ ছিল? মামলার সাথে জড়িত সকলেই ঠিকাদারের শ্রমিক এবং প্রশাসনের লোক। প্রশাসনের উচিত ছিল ঘটনার নিরপেক্ষতা বজায় রেখে ব্যবস্থা নেয়া। কিন্তু তিনি তা না করে উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের দীর্ঘদিনের দূরত্বের ঝাল মিটিয়েছেন বলে মন্তব্য করেছেন সাংবাদিকরা। 
 

//এল//

১০২ জন এসিল্যান্ড কর্মকর্তা প্রত্যাহার

জনগণের সরকার চাই, কয়েকজনের হাতে ক্ষমতা নয়: তারেক রহমান

নির্বাচনী আসন পুনর্বিন্যাস: গাজীপুরে বাড়ল, বাগেরহাটে কমল

নোয়াখালীতে গৃহবধূ হত্যা: বিক্ষোভ

জুলাই গণঅভ্যুত্থান বইমেলা ২০২৫ শুরু বৃহস্পতিবার

নারী, শিশু, দলিত, ক্ষুদ্র নৃগোষ্ঠী সর্বাধিক ঝুঁকিতে

খালেদা জিয়া সুস্থ, নির্বাচনে অংশ নেবেন: মিন্টু

ভারসাম্যহীন তরুণকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধর

নারী পোশাক শ্রমিকদের প্রজনন স্বাস্থ্যসেবায় ডিজিটাল মনিটরিং টুল

যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক কমানোর চুক্তির পথে বাংলাদেশ

বিটিআরসির নতুন নীতি: ১০টির বেশি সিম বন্ধ

রাশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, ১৪ দেশে সুনামি সতর্কতা জারি

একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া শুরু, আবেদন ফি ২২০ টাকা

মুন্নী সাহাকে দুদকের জিজ্ঞাসাবাদ

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের ৭ দিনের রিমান্ড