
ফাইল ছবি
গবেষণা ও নীতিনির্ধারণে সক্রিয় প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) তাদের পরিচালনা পর্ষদে নতুন নেতৃত্বের দায়িত্ব গ্রহণের ঘোষণা দিয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের এক সভায় জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক ও বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক জিল্লুর রহমানকে প্রেসিডেন্ট এবং অর্থনীতিবিদ ও গবেষক পারভেজ করিম আব্বাসীকে নির্বাহী পরিচালক হিসেবে নির্বাচিত করা হয়।
নতুন নেতৃত্বের অধীনে প্রতিষ্ঠানটি তার গবেষণা ও বিশ্লেষণমূলক কার্যক্রমকে আরও বিস্তৃত ও প্রভাবশালী করে গড়ে তোলার লক্ষ্য রাখছে। সিজিএস-এর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ভবিষ্যতেও গণতন্ত্র, সুশাসন এবং মানবাধিকার বিষয়ে তথ্যভিত্তিক গবেষণা, নীতিগত চিন্তা ও সংলাপকে গুরুত্ব দিয়ে কাজ করে যাবে।
জিল্লুর রহমান গণমাধ্যম ও রাজনৈতিক বিশ্লেষণে দীর্ঘদিনের অভিজ্ঞতায় প্রতিষ্ঠিত নাম। তার সঞ্চালনায় “তৃতীয় মাত্রা” টকশোটি বাংলাদেশের রাজনৈতিক আলোচনার এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। এর আগে তিনি সিজিএস-এর নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং আন্তর্জাতিক সম্মেলন “বে অব বেঙ্গল কনভারসেশন”-এর চেয়ার হিসেবেও কাজ করেছেন।
নতুন দায়িত্ব নেওয়ার পর এক প্রতিক্রিয়ায় তিনি জানান, দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে তথ্যনির্ভর গবেষণা ও নীতিনির্ধারণী সংলাপের প্রয়োজনীয়তা এখন আরও বেশি। তিনি আশা প্রকাশ করেন, সিজিএস একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক এবং কল্যাণমুখী রাষ্ট্র গঠনে কার্যকর ভূমিকা রাখতে পারবে।
অপরদিকে, পারভেজ করিম আব্বাসী একজন একাডেমিক ও গবেষক হিসেবে ইতিমধ্যে সিজিএস-এ গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে তিনি অর্থনীতি বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত এবং প্রতিষ্ঠানটির ‘সিনিয়র রিসার্চ ফেলো’ হিসেবেও কাজ করেছেন। ভূ-রাজনীতি, আন্তর্জাতিক বাণিজ্য এবং রাজনৈতিক অর্থনীতি তার গবেষণার মূল ক্ষেত্র।
সিজিএস-এর নতুন পরিচালনা পর্ষদে আরও রয়েছেন নির্বাচন পর্যবেক্ষক ও মানবাধিকার কর্মী মুনিরা খান, সাবেক রাষ্ট্রদূত মো. শফিউল্লাহ, সাবেক সচিব ড. মুহাম্মদ আব্দুল মজিদ, উদ্যোক্তা আব্দুল হক, নীতি বিশ্লেষক সুবীর দাস এবং লেখক ও সমাজ সংগঠক ফাহমিদা হক।
ইউ