
সংগৃহীত ছবি
বহুমাত্রিক লেখক শান্তনু কায়সারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলা প্রকাশনার গৌরব ‘ঐতিহ্য’ এবং ‘শান্তনু কায়সার স্মৃতি পাঠাগার ও চর্চা কেন্দ্র, সাজনমেঘ’-এর যৌথ উদ্যোগে গতবারের মতো এবারও আয়োজন করা হচ্ছে ‘ঐতিহ্য-শান্তনু কায়সার সাহিত্য পুরস্কার ২০২৫’।
জাতীয় পরিচয়পত্র অনুযায়ী ২০২৫ সালের ৩০ ডিসেম্বর তারিখে যাঁদের বয়স সর্বোচ্চ ৩০ বছর অথবা এর কম, জন্মসূত্রে এমন বাংলাদেশি কবি ও লেখকদের কাছ থেকে পাণ্ডুলিপি আহ্বান করা হচ্ছে।
পুরস্কার প্রদান করা হবে শান্তনু কায়সারের সাহিত্যচর্চার পাঁচটি ক্ষেত্রে— কবিতা, কথাসাহিত্য (গল্প/উপন্যাস), প্রবন্ধ ও গবেষণা, নাটক, অনুবাদ। এই পাঁচটি বিষয়ে মৌলিক, উদ্ভাবনশীল ও সম্ভাবনাময় বাংলা ভাষায় রচিত পাণ্ডুলিপির মধ্য থেকে বিচারকমণ্ডলী তিনটি সেরা পাণ্ডুলিপি নির্বাচন করবেন। প্রত্যেক নির্বাচিত লেখক পাবেন— ৫০,০০০ টাকা অর্থমূল্য, ক্রেস্ট,সনদ এবং পাণ্ডুলিপিটি ‘ঐতিহ্য’ থেকে বই আকারে প্রকাশের সুযোগ (২০২৬ সালের অমর একুশে বইমেলায়)।
পুরস্কার ঘোষণা করা হবে শান্তনু কায়সারের জন্মদিন ৩০ ডিসেম্বর ২০২৫ এবং আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হবে শান্তনু কায়সারের প্রয়াণদিন ১২ এপ্রিল ২০২৬-এ আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে। পাণ্ডুলিপি আহ্বান শুরু ১৫ জুলাই ২০২৫ এবং জমাদানের শেষ তারিখ ১৫ নভেম্বর ২০২৫। পাণ্ডুলিপি পাঠানোর নিয়ম:— ই-মেইলে: [email protected] (Subject: "ঐতিহ্য-শান্তনু কায়সার সাহিত্য পুরস্কার ২০২৫") ফাইল ফরম্যাট: ওয়ার্ড ও পিডিএফ উভয়ই অথবা ডাকযোগে: ঐতিহ্য-শান্তনু কায়সার সাহিত্য পুরস্কার ২০২৫ ঐতিহ্য, ৩/১-এইচ, পুরানা পল্টন, ঢাকা-১০০০ ঠিকানায়।
শর্তাবলি: ইতোমধ্যে বই আকারে প্রকাশিত রচনা গ্রহণযোগ্য নয়, কোনো ধরনের চৌর্যবৃত্তি/প্লেজারিজম প্রমাণিত হলে পুরস্কার বাতিল বলে গণ্য হবে, কোনো ধরনের সুপারিশ বা প্রভাব বিস্তারের চেষ্টা করলে প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হবেন।
গত বছর অর্থাৎ ২০২৪ সালের ‘ঐতিহ্য-শান্তনু কায়সার সাহিত্য পুরস্কার’ সফলভাবে অনুষ্ঠিত হয়। সেখানে মনোনীত ও পুরস্কৃত পাণ্ডুলিপিগুলোর মধ্যে রয়েছে কবিতা বিভাগে ‘সঙস্ অব দ্য মিউজেস’ লেখক হাসিন এহ্সাস লগ্ন, গল্প বিভাগে ‘একুরিয়াম’ লেখক সালমান সাদিক এবং প্রবন্ধ বিভাগে ‘কবির সোনালি অন্ধকার’ লেখক জাকারিয়া প্রীণন।
//এল//