ঢাকা, বাংলাদেশ

বুধবার, , ১৬ জুলাই ২০২৫

English

বৃত্তের বাইরে

হেফাজতের আক্রমণে সুশীল সমাজ নীরব, তবু পিছু হটেনি নারী সংস্কার কমিশন

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২৫, ১৫ জুলাই ২০২৫; আপডেট: ২১:৩৯, ১৫ জুলাই ২০২৫

হেফাজতের আক্রমণে সুশীল সমাজ নীরব, তবু পিছু হটেনি নারী সংস্কার কমিশন

ছবি: উইমেনআই২৪ ডটকম

নারী সংস্কার কমিশনের প্রতিবেদনের  উপর হেফাজত যখন অযৌক্তিক এবং অশোভন আক্রমণ চালায়, তখন প্রগতিশীল সুশীল সমাজের অনেকে নিশ্চুপ ছিল, প্রতিবাদে আওয়াজ তোলেনি। তবু পিছু হটেনি নারী সংস্কার কমিশন।  কাজ সম্পন্ন করে নারী সংস্কার কমিশন প্রতিবেদন জমা দেয় ১৯ এপ্রিল ২০২৫। এর বাস্তবায়নের দায়িত্ব সরকারের।

নারীপক্ষর প্রান্তিক নারীর অধিকার আন্দোলন শক্তিশালীকরণ "যৌনকর্মীদের কাজের স্বীকৃতি ও অধিকার : নারীবাদী আলোচনা"  শীর্ষক  দু'দিন ব্যাপী এক মতবিনিময় সভায় নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান  শিরীন হক এ মন্তব্য করেন।
আজ মঙ্গলবার যৌনকর্মীদের বিভিন্ন মৈত্রী (নারী বিষয়ক সংস্কার কমিশনের সদস্য, সংহতি’র সদস্যরা) নারীপক্ষের আয়োজনে রাজধানীর ইকবাল রোডে ওয়াইডাব্লিউসিএ সকাল ১০টায় এই  মতামত সভা অনুষ্ঠিত হয়। নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ সমূহ উপস্থাপন, বিশেষ করে যৌনকর্মী ইস্যুতে উল্লেখিত যুক্তিসমূহ তুলে ধরেন নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান  শিরীন হক, নারী বিষয়ক সংস্কার কমিশনের সদস্য মাহীন সুলতান,  কামরুন নাহার ও কল্পনা আক্তার। যৌনকর্মী আন্দোলনে নারীপক্ষের ভূমিকা তুলে ধরেন প্রকল্প সমন্বয়কারী জাহানারা খাতুন। যৌনকর্মীদের কাজের স্বীকৃতির প্রয়োজনীয়তা ও গুরুত্ব বিষয়ক আলোচনায় অংশ নেন যৌনকর্মী উল্কা নারী সংঘের হেনা আক্তার, রাজধানীর মুগদার কল্যাণময়ী নারী সংঘের সাধারণ সম্পাদক শাহনাজ বেগম,  দৌলতদিয়া যৌনপল্লীর সভানেত্রী ফরিদা পারভীন, রেডিমেড গার্মেন্টস ওয়ারকারস ফেডারেশনের সভাপতি লাভলী ইয়াসমীন, প্রমুখ। সভা প্রধানের দায়িত্ব পালন করেন সংহতি ও নারীপক্ষের সদস্য মাহবুবা মাহমুদ লীনা।
আলোচনায় অংশ নেন সাংবাদিক খায়রুজ্জামান কামাল, নাট্যকর্মী ত্রপা মজুমদার। এছাড়াও যৌনকর্মী, শ্রমিক আন্দোলনের প্রতিনিধি, গণমাধ্যমের প্রতিনিধি, নারী অধিকার কর্মীরা আলোচনায় অংশ নেন।

শিরীন হক বলেন, নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনের দ্বাদশ অধ্যায় শ্রম ও কর্মসংস্থান এর অধিনে যৌনকর্মীদের জাতীয় পরিচয়পত্র থাকা এবং ভোটাধিকার প্রয়োগের অধিকার নিশ্চিত করার কথা আমরা বলেছি।  যৌনকর্মীদের জন্য স্বাস্থ্যসেবা, তাদের সন্তানদের শিক্ষা, দক্ষতা-প্রশিক্ষণ, আর্থিক পরিষেবা, আইনি পরিষেবা নিশ্চিতকরণে দৃশ্যমান ফলাফলভিত্তিক কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করার প্রস্তাব করেছি।
তিনি আরো বলেন, কমিশনের প্রস্তাব  বাস্তবায়নে নারী সংগঠন, শ্রমিকদের ইউনিয়ন, মানবাধিকার সংগঠনের সদস্যরা সবাই আওয়াজ তুললে  আমাদের হাত শক্ত হবে।

কামরুন নাহার বলেন, নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনের তৃতীয় অধ্যায় "সংবিধান, আইন ও নারীর অধিকার: সমতা ও সুরক্ষার ভিত্তি" এই অংশে সংবিধানের অনুচ্ছেদ ১৮ (২): গণিকাবৃত্তির বিষয়টি বাদ দিতে হবে। কারণ জনস্বাস্থ্য ও নৈতিকতার নামে যৌনকর্মীদের পেশাকে নিরোধ করা মানবাধিকার লঙ্ঘন। ঘ) অনুচ্ছেদ ১৯। (৩):  সংশোধন করে লেখা হবে  'জাতীয় জীবনের সর্বস্তরে নারী ও অন্যান্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অংশগ্রহণ ও সুযোগের সমতা রাষ্ট্র নিশ্চিত করবেন'

মাহীন সুলতান বলেন শ্রম আইন এখন সংশোধনের পর্যায়। শ্রম আইন  সংশোধনের মধ্যে আমাদের প্রস্তাবিত  সংশোধন অন্তরভুক্ত করার একটা সুযোগ রয়েছে।

আইনগত সহায়তা অধ্যাদেশে বলা হয়েছে, নারীরা যৌতুক,  ভরণপোষণে সরাসরি মামলা করতে পারবে না, মধ্যস্থতায় যেতে হবে সাংবাদিক অর্চি  হকের এই প্রশ্নোত্তরে  বিশিষ্টজনেরা বলেন, আইনের ব্যাখ্যা এত সহজ নয়, নারী নিযাতন দমন আইনের  সমালোচনা রয়েছে এখনো। তবে এই আইনে যে পরিবর্তন এসেছে তা একটি দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে হয়েছে। আদালতের জটটা কিভাবে প্রক্রিয়ার মাধ্যমে কমাতে পারি সেটাকেও গুরুত্ব দিতে হবে।

যৌনকর্মীদের কাজের স্বীকৃতি ও অধিকার : নারীবাদী আলোচনা"  শীর্ষক প্রবন্ধ উপস্থাপনে জাহানারা খাতুন বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী যৌনকর্মীদের উপর বিভিন্ন সহিংসতার ঘটনার প্রেক্ষিতে সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে দেন দরবার করা হয়েছে। নারী বিষয়ক সংস্কার কমিশন তৈরির পর 'যৌনকর্মী' ইস্যুতে অগ্রাধিকার ভিত্তিতে করনীয়র প্রস্তাব দেয়া হয়। নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনে যৌনকর্মীদের কাজের স্বীকৃতির বিষয়টি অন্তর্ভুক্তকরণ এবং শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদনেও (যৌনজীবী হিসেবে) বিষয়টি যুক্ত করা হয়েছে । যা যৌনকর্মীদের পেশার স্বীকৃতির প্রাথমিক ধাপ হিসেবে সরকারি দলিলে লিপিবদ্ধ করা সম্ভব হয়েছে।
তিনি আরো বলেন,  পেশার স্বীকৃতির পক্ষে প্রয়োজনীয়তা তুলে ধরা, যা গণমাধ্যম অত্যন্ত গুরুত্বের সাথে যুক্তিসহ প্রকাশ করছে। নারী শ্রমিক অধিকার কর্মীরাও যৌনকর্মীদের পেশার স্বীকৃতির বিষয়টিকে অধিকারের দৃষ্টিভঙ্গী থেকে দেখা শুরু করেছে।

খায়রুজ্জামান কামাল বলেন, সংহতির মাধ্যমে আমরা যৌনকর্মীদের অধিকার নিয়ে কাজ করতে চাই। সেক্স ওয়ার্কার নেটওয়ার্কের পাশে সংহতি সব সময় কাজ করে যাচ্ছে। যৌনকর্মীদের সহযোগিতার জন্য সমাজকল্যাণ উপদেষ্টার কাছ থেকে যে অর্থ পাওয়া গেছে তাদের মধ্যে যাদের জাতীয় সনদপত্র নেই তারা এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। এ নিয়ে সরকারি পযার্য়ে কথা বলতে হবে। নিবন্ধনকৃত সংস্থার যৌনকর্মী সদস্যরা যাতে এই অর্থের সুবিধা ভোগ করতে পারেন এ ব্যাপারে মন্ত্রণালয়ের সাথে কথা বলতে হবে।
ত্রপা মজুমদার বলেন, যৌন পেশার প্রথম ভিত্তি হচ্ছে আইনগত স্বীকৃতি।  মূল জায়গা থেকে নারীকে আলাদা করা হয়েছে। তবে নারী সংস্কার কমিশনের একটা সফলতা নারীর অধিকারের দাবী গুলো এক জায়গায় এসে দাঁড়িয়েছে। তবে এটি কোন সরকার বাস্তবায়ন করবে জানি না। নারী পুরুষ সকলকে মিলে নারী সংস্কার কমিশনের প্রস্তাব  বাস্তবায়ন করতে হবে।

কল্পনা আক্তারের মতে, শ্রম আইনে ট্রেড ইউনিয়নে নারীর অংশগ্রহণের ন্যূনতম হার নির্ধারণ করা ও তার বাস্তবায়ন নিশ্চিত করা আবশ্যক। যৌনকর্মীদের মানবাধিকার ও নিরাপত্তা বিবেচনায় শ্রম আইন সংশোধন করে তাদের শ্রমিক হিসেবে স্বীকৃতি এবং স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা দরকার।

দৌলতদিয়া যৌনপল্লীর সভানেত্রী ফরিদা পারভীন বলেন, এখানে ১৫ /১৬ জন যৌনকর্মী ও তাদের শিশুরাও রয়েছে। প্রায়ই আমরা মাস্তান,  বাড়িওয়ালা, পুলিশের হয়রানির শিকার হই।যৌনকর্মীরা কোথায় বিচার পাবে?

ইউ

এক ম্যাচে দুই মাঠ, শান্তির হ্যাটট্রিকে জয় বাংলাদেশের

আদালত প্রাঙ্গণে বাশারকে কিল-ঘুষি ও ডিম নিক্ষেপ

আকস্মিক বন্যায় তলিয়েছে নিউইয়র্ক-নিউজার্সি

১৬ জুলাই রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা

প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হয়নি এনসিপি, দিতে হবে আরও নথি

হেফাজতের আক্রমণে সুশীল সমাজ নীরব, তবু পিছু হটেনি নারী সংস্কার কমিশন

কোনোভাবেই পিআর পদ্ধতি চাই না: বিএনপির সালাউদ্দিন

ঐকমত্য কমিশনের ব্যর্থতার দায় একা কমিশনের নয়: আলী রীয়াজ

ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্ল্যান্ট চুক্তি পর্যালোচনার সিদ্ধান্ত

নির্বাচন কমিশনের ৫১ কর্মকর্তাকে বদলি

এনবিআরের ৮ কর্মকর্তাকে বরখাস্ত

তিস্তার ভাঙন রোধে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে সরকার: রিজওয়ানা

জুলাইয়ে তরুণদের অবদান চিরস্মরণীয় হবে: প্রধান উপদেষ্টা

গাড়ি থামিয়ে ঘুষ গ্রহণ: ওসিসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

বুবলীর নতুন চমক