ঢাকা, বাংলাদেশ

বৃহস্পতিবার, , ২১ আগস্ট ২০২৫

English

লাইফস্টাইল

মুখের ত্বকের ঔজ্জ্বল্য বাড়াতে গালে থাপ্পড়

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ০০:০০, ২৬ ডিসেম্বর ২০২০; আপডেট: ১৭:২৩, ১৬ আগস্ট ২০২৫

মুখের ত্বকের ঔজ্জ্বল্য বাড়াতে গালে থাপ্পড়

নিছক মজা করে বলা কথা নয়। ত্বকের ঔজ্জ্বল্য বাড়াতে বর্তমানে কোরিয়ার নারীরা এমন কিছু বিষয়াদি নিত্য মেনে চলছে। বিশেষজ্ঞদের মতে, এতে ফলও মিলছে। এ ক্ষেত্রে একগাদা টাকা ও সময়ের দরকার পড়ে না। কয়েকটি প্রাথমিক প্রোডাক্ট ও কিছু সহজ পদ্ধতি অবলম্বন করতে হয়। শুধু নিয়ম মেনে সেগুলি করে যেতে হয়। দেখে নেওয়া যাক এমনই কয়েকটি কোরিয়ান স্কিন কেয়ার টিপস।

১. ১০ সেকেন্ড রুল ফলো করতে হবে এই পদ্ধতির সারমর্ম হল, যতটা সম্ভব কম সময়ে নিজের বিউটি প্রোডাক্টগুলিকে ব্যবহার করতে হবে। স্নান শেষে মাত্র ১০ সেকেন্ডের মধ্যেই টোনার অ্যাপলাই করতে হবে। যত বেশি সময় লাগবে, তত বেশি শুষ্ক হয়ে যাবে ত্বক। যদি কোনও ময়েশ্চারাইজার ব্যবহার করতে হয়, তা হলে তার জন্যও বরাদ্দ সময় হল ১০ সেকেন্ড। তাই মুখের সৌন্দর্য বজায় রাখতে ১০ সেকেন্ড রুল ফলো করা যেতে পারে।


২. ফেস মাসাজ কোরিয়ানদের কাছে ফেস মাসাজ দৈনিক রুটিন। ত্বকের কলা ও পেশিগুলিকে সতেজ রাখতে এই মাসাজ অত্যন্ত কার্যকরী। এ ক্ষেত্রে বেশ কয়েকটি মাসাজ টেকনিক রয়েছে। দুটো আঙুল একসঙ্গে নিয়ে আঙুলের টিপ দিয়ে বা আঙুলের গাঁট দিয়ে ম্যাসেজ করতে হবে। এটি রক্ত চলাচল ঠিক রাখতে সাহায্য করে। অক্সিজেন প্রবাহ ঠিক রাখে। এতে ত্বক আরও উজ্জ্বল ও সতেজ হয়। কোরিয়ান বিউটি এক্সপার্টদের কথায়, প্রতি দিন ফেস মাসাজ ত্বক কুঁচকে যাওয়া থেকে রক্ষা করে।

৩. শুধু একবার ফেস ওয়াশই যথেষ্ট নয় কোরিয়ান মতে, একবার ফেস ওয়াশ করলেই হবে না। এ ক্ষেত্রে অন্তত দু'বার দিনে পরিষ্কার করে মুখ ধোওয়া জরুরি। প্রথমে সমস্ত মেক-আপ তুলতে হবে। তার পর আরও একবার ভালো করে ফেস ওয়াশ করতে হবে। বিউটিশিয়ানের পরামর্শ অনুযায়ী আলাদা আলাদা প্রোডাক্টও ব্যবহার করা যেতে পারে।

৪. গালে থাপ্পড় মারতে হবে শুনতে অদ্ভুত লাগছে! কিন্তু সৌন্দর্য বজায় রাখতে কোরিয়ায় এটি এক জনপ্রিয় কৌশল। কোরিয়ার মহিলারা প্রতি দিন স্কিন কেয়ার রুটিন মেইনটেইনের পাশাপাশি অন্তত ৫০ বার নিজেদের গালে থাপ্পর মারতে থাকেন। এর পিছনে অবশ্য কারণ রয়েছে। বিশেষজ্ঞদের মতে, এতে রক্ত চলাচল ঠিক থাকে। এই অভ্যাস মুখ ও গালের পেশিগুলিকে আরও সতেজ করে। এতে ত্বকের ঔজ্জ্বল্য বাড়ে। তাই ত্বক ভালো রাখতে কোরিয়ার এই উপায় অবলম্বন করা যেতে পারে।

৫. সিট মাস্ক অবশ্যই রাখতে হবে জিমে যাচ্ছেন বা অন্য কোথাও, কোরিয়ান বিউটি টিপস বলছে অবশ্যই সঙ্গে রাখতে হবে সিট মাস্ক। ত্বক আর্দ্র রাখা থেকে শুরু করে ঔজ্জ্বল্য বজায় রাখা, প্রতিটি ক্ষেত্রেই সিট মাস্কের ব্যবহারের কথা বলা হয়।

ইউ

ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে সরকারের প্রস্তুতি চলছে: আসিফ ভূঁইয়া

পাকিস্তানের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ ভারতের

একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ

৭৮ অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে পদোন্নতির সুপারিশ

‘নির্বাচনী রোডম্যাপের খসড়া প্রস্তুত’

আওয়ামী লীগ ছাড়া নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে: জয়

১০ সেপ্টেম্বর ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করবে ইসি

নোয়াখালীতে দুর্ধর্ষ ডাকাতি

দক্ষিণ-পশ্চিমে জলবায়ু, স্বাস্থ্য ও জীবিকার বর্তমান চিত্র

মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

আফগানিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭৩ প্রাণহানি

জাতীয় নারী ফুটবলার সাগরিকার বাড়িতে চুরি

যতই চ্যালেঞ্জিং হোক, সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতেই হবে: প্রধান উপদেষ্টা

ক্যাশলেস অর্থনীতির বড় কেন্দ্র হবে বাংলাদেশ: গভর্নর

দেশের প্রথম নারী শিক্ষা সচিব রেহানা পারভীন