ঢাকা, বাংলাদেশ

বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪

English

আইন আদালত

ইউনূসের অর্থ আত্মসাতের অভিযোগ গ্রহণ করেছে আদালত 

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪৮, ২ এপ্রিল ২০২৪

ইউনূসের অর্থ আত্মসাতের অভিযোগ গ্রহণ করেছে আদালত 

ছবি: ড. মুহাম্মদ ইউনূস

অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছে আদালত।

অভিযোগ আমলে নেয়ার পাশাপাশি মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ২ মে দিন করা করা হয়েছে।

মঙ্গলবার (২ মার্চ) দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক আস সামছ জগলুল হোসেন শুনানি শেষে এই আদেশ দেন। একইসঙ্গে মামলাটি বিশেষ জজ আদালত-৪ এ বদলি করা হয়েছে।

মামলার আসামি মো. শাহজাহান এদিন আদালতে উপস্থিত না হওয়ায়, তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

এর আগে গত তিন মার্চ ড. ইউনূস আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। পরে ইউনূসসহ সাতজনকে জামিন দেয় আদালত।

গত বছরের ৩০ মে গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের সংরক্ষিত ফান্ডের লভ্যাংশের ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে ড. মুহাম্মদ ইউনূসসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

পরে মামলার আসামি আরো একজন বাড়ানো হয়। এই ১৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার।

এর আগে শ্রম আইন লঙ্ঘনের দায়ে ড. ইউনূসকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া তার আরো কয়েকটি মামলা রয়েছে।

অর্থ আত্মসাতে দুদকের মামলায় অভিযুক্তরা হলেন-অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল ইসলাম, পরিচালক ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসান, পরিচালক পারভীন মাহমুদ, নাজনীন সুলতানা, মো. শাহজাহান, নূরজাহান বেগম, এস এম হুজ্জাতুল ইসলাম লতিফী।

আইনজীবী মো. ইউসুফ আলী ও জাফরুল হাসান শরীফ, গ্রামীণ টেলিকম শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ হাসান, ইউনিয়নের প্রতিনিধি মো. মাইনুল ইসলাম ও দপ্তর সম্পাদক মো. কামরুল হাসান।

ইউ

কমলাকান্দায় নির্বাচনে হেরে বিজয়ী কর্মীদের ওপর হামলা

সন্ধ্যায় ঝড়ের পূর্বাভাস

নাসিরনগরে প্রথম নারী চেয়ারম্যান রোমা

শুক্রবার টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের ৩০ মিলিয়ন ডলারের বেশি সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

চলচ্চিত্র প্রযোজক মাহমুদ রুহানের ঝুলন্ত মরদেহ উদ্ধার

অফিসের চাপ সামলে থাকুন থাকুন ফুরফুরে 

রণবীর-দীপিকার বিচ্ছেদের গুঞ্জন

জিডি করেছেন বুবলী 

ইসরাইলকে হুমকি দিলেন বাইডেন

কর্ণফুলীতে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

নারী শিল্পীদের জাদুঘর

সুবর্ণচর উপজেলা চেয়ারম্যান হলেন এমপি পুত্র

এসি, ফ্যান না চালিয়ে ঘর ঠান্ডা রাখার উপায়

জুলাইয়ে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী