ঢাকা, বাংলাদেশ

সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪

English

সারাদেশ

কমলাকান্দায় নির্বাচনে হেরে বিজয়ী কর্মীদের ওপর হামলা

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩৩, ৯ মে ২০২৪

কমলাকান্দায় নির্বাচনে হেরে বিজয়ী কর্মীদের ওপর হামলা

ছবি সংগৃহীত

ষষ্ঠ উপজেলা পরিষদ  প্রথম ধাপের নির্বাচনে ফলাফলে হেরে গিয়ে নেত্রকোণা কলমাকান্দা উপজেলার বিজয়ী প্রার্থী বীর মুক্তিযোদ্ধার সন্তান আলহাজ্ব আব্দুস কুদ্দুছ বাবুলের কর্মী-সমর্থকদের মারধর করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।

বুধবার (৮ এপ্রিল )রাত সাড়ে আটটার দিকে  উপজেলার সতরহাটি মোড়ে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- রংছাতি ইউনিয়নের তেরতোপা গ্রামের আফতাব উদ্দিনের ছেলে মোস্তাক (৩৮) ও রংছাতি গ্রামের মৃত ড. রহুল আমিনের ছেলে জুয়েল (৩৪)।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, নির্বাচন কে কেন্দ্র করে বিজয়ী প্রার্থী কর্মীদের ওপর মারধর ঘটনা ঘটেছে প্রতিপক্ষ পরাজিত প্রার্থীর কর্মীরা।  এ সময় দুই জনের শরীরে বিভিন্ন স্থানে পিটিয়ে জখম করা হয়। তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় হামলাকারীরা। এ ঘটনায় দোষীদের বিচার দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী।আহত অবস্থায় দুই জনকে উদ্ধার করে ভর্তি করা হয় কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে।

কলমাকান্দা হাসপাতাল সূত্রে জানা গেছে, দুই জনের শরীরের বিভিন্ন স্থানে মারধরের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।

রংছাতি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আ:লীগের সভাপতি হেলাল উদ্দিন জানান,নির্বাচনে ফলাফল শুনে আমি বাড়িতে গিয়ে প্যান্ট জামা খুলি। তখন শুনতে পাই আমার মেয়ে জামাই জুয়েল কে মারধার করেছে। খবর পেয়ে গিয়ে দেখি কালুর ছেলে নুরুজ্জামান,  ইলিয়াস,আবু কালামের ছেলে জহিরুল, মোতালেব এর ছেলে,ওমর ফারুকের ছেলে শহীদ,হকের ছেলে আতাবুর সহ ইজ্জু, সূজু,চান্দু। বিএনপি রাজনীতির সাথে জড়িত এবং ঘোড়া প্রতীকের কর্মী সমর্থক।

রংছাতি ইউনিয়নের আ.লীগের সিনিয়র সহ সভাপতি আফতাব উদ্দিন জানান, নুরুজ্জামান,  ইলিয়াস,আতাবুরসহ ১০-১২ জন আমার ছেলের ওপর লাঠিসোঁটা দিয়ে হামলা চালান। ওরা  বিএনপির রাজনীতি সাথে জড়িত।ওরা ঘোড়া মার্কার কর্মী সমর্থক।দোয়াত কলমে ভোট দেওয়ায়  মারধর করেছে। দোয়াত কলম প্রতীকে ভোট না দিলে ঘোড়া জিততে পারতো।  
কলমাকান্দা উপজেলার আ:লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নজরুল ইসলাম বাচ্চু জানান, নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে ঘোরাঘুরি শেষে বাড়িতে যাই। তখন শুনতে পাই আমার বন্ধু আফতাব উদ্দিন এর ছেলেকে মারধর করেছে পরাজিত প্রার্থীর সমর্থকরা। আমি হাসপাতালে মোস্তাক কে নিয়ে যাই। কিছুক্ষণ পর আরেক জন হাসপাতালে আসেন মারধরের শিকার হয়ে। হামলাকারীরা বিএনপির রাজনীতির সাথে জড়িত। নির্বাচনে পরাজিত হয়ে এ সমস্ত কর্মকান্ড চালাচ্ছে।এদের আইনের আওতায় এনে বিচার দাবি করছি। 

বিজয়ী প্রার্থী  ছোট ভাই রতন মাস্টার জানান,চেয়ারম্যান একটু  অুসস্থ ।ফোন ধরতে পারছেন না। কর্মী আহত হওয়া  সর্ম্পকে বলেন, মোস্তাক কে তাঁর মা অটোতে  করে হাসপাতালে নেওয়ার পথে আ: লীগের পার্টি অফিসে সামনে রাতেই দেখেছেন চেয়ারম্যান। প্রতিপক্ষ হামলাকারীরা বিএনপির দুষ্কৃতিকারী। এরা ঘোড়া মার্কার সমর্থক। দোয়াত কলম প্রতীকে ভোট দেয়ায় মারধরের শিকার হয়েছে। 

কলমাকান্দা থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো: লুৎফুল হকের মুঠোফোনে একাধিকবার কল ও ঘটনার সর্ম্পকে বার্তা প্রেরণ করলে বিভিন্ন অজুহাতে এর জবাব মিলেনি।

(দুর্গাপুর -কলমাকান্দা) সার্কেল এএসপি মো: আক্কাছ আলী জানান, লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিধি মোতাবেক ব্যবস্থা নিব।

ইউ

রামপুরায় অটোরিকশাচালকদের সড়ক অবরোধ

র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: ক্যাম্প কমান্ডার প্রত্যাহার

বিধ্বস্ত রাইসির হেলিকপ্টারে কোনো আরোহী বেঁচে নেই

হেলিকপ্টার বিধ্বস্ত : ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত

কানাডার ক্যালগরিতে ফ্যাশন শো 

রাহুল, রাজনাথ ও স্মৃতির ভোটের পরীক্ষা আজ

সৌদি পৌঁছেছেন ৩০ হাজার ৮১০ হজযাত্রী

হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট রাইসি

মসলা চা পানে মিলবে যেসব উপকার

ডেঙ্গু থেকে দ্রুত সুস্থ হতে যে খাবার খাবেন

হেনা দাস এর লেখা প্রবন্ধের উপর আলোচনা সভা

ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার কবলে 

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম

বাবার খোঁজে এমপি আনারের মেয়ে ডিবিতে

বিশ্ববিদ্যালয় থেকে বিড়াল পেল ডক্টরেট ডিগ্রি