ঢাকা, বাংলাদেশ

সোমবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৬ মে ২০২৪

English

আইন আদালত

গ্যাটকো মামলায় খালেদার অভিযোগ গঠনের শুনানি পেছাল

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৪৬, ২৪ এপ্রিল ২০২৪; আপডেট: ২০:৪৪, ২৪ এপ্রিল ২০২৪

গ্যাটকো মামলায় খালেদার অভিযোগ গঠনের শুনানি পেছাল

ছবি: খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন পিছিয়ে আগামী ২৫ জুন ঠিক করেছেন আদালত।

ঢাকার বিশেষ জজ আদালত-তিন এর বিচারক আলী হোসাইনের আদালতে বুধবার (২৪ এপ্রিল) খালেদা জিয়ার অব্যাহতির বিষয়ে শুনানির দিন ঠিক করা ছিলো।

কিন্তু খালেদার প্রধান আইনজীবী দেশের বাইরে থাকায় অভিযোগ গঠনের শুনানি পেছানোর আবেদন করা হয়। আদালত আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠন শুনানির জন্য নতুন তারিখ ধার্য করেন।

মামলাটিতে ১৫ জন আসামির মধ্যে ১৪ জনের অব্যাহতির বিষয়ে শুনানি শেষ হয়েছে। সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের দুই সেপ্টেম্বর তেজগাঁও থানায় এই মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এর আগে খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতা, হত্যা ও রাষ্ট্রদ্রোহের ১১ মামলায় হাজিরার জন্য নতুন তারিখ ঠিক করা হয়েছে। আগামী ২৯ জুলাই এসব মামলায় আদালতে হাজির হতে হবে তাকে।  

সোমবার এসব মামলায় খালেদা জিয়ার হাজিরার দিন ধার্য থাকলেও অসুস্থতাজনিত কারণে তিনি আদালতে উপস্থিত হতে পারেননি।

তার আইনজীবীর করা সময়ের আবেদন মঞ্জুর করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন। একইসঙ্গে নতুন দিন ধার্য করেন।

১১ মামলায় খালেদার হাজিরার নতুন তারিখ  ১১ মামলায় খালেদার হাজিরার নতুন তারিখ  
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে সাজা দেন আদালত। এরপর প্রায় দুই বছর জেলে ছিলেন তিনি।

করোনাভাইরাস মহামারির প্রকোপ শুরু হলে ২০২০ সালের ২৫ মার্চ খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে দুই শর্তে সরকারের নির্বাহী আদেশে তাকে মুক্তি দেওয়া হয়।

শর্তগুলোর মধ্যে রয়েছে- তাকে বাসায় থেকে চিকিৎসা নিতে হবে এবং তিনি বিদেশ যেতে পারবেন না।

এরপর থেকে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে খালেদা জিয়াকে ছয়মাস পরপর মুক্তির মেয়াদ বাড়ানো হচ্ছে।

৭৮ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থরাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন।

ইউ

জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাক টু ব্যাক জয় বাংলাদেশের

শরীর ঠান্ডা রাখবে দইয়ের শরবত 

চাকরিতে প্রবেশের বয়স বাড়বে কিনা, জানালেন জনপ্রশাসনমন্ত্রী

রাজের সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন মন্দিরা 

মিল্টন সমাদ্দারের অ্যাকাউন্টে কত টাকা, জানাল ডিবি

পোষ্যদের লিখে দিলেন ২৩ কোটির সম্পত্তি!

ইন্দুরকানীতে শেখ রাসেল স্মৃতি পাঠাগারে আগুন

এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

নোয়াখালীর চরজব্বার থানার ওসি প্রত্যাহার

টি-টুয়েন্টি বিশ্বকাপে কঠিন গ্রুপে টাইগ্রেসরা

ফের বাড়লো স্বর্ণের দাম

বিনয় কোয়াত্রা বৃহস্পতিবার ঢাকায় আসছেন

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ 

জিজ্ঞাসাবাদে ডিবিকে রোমহর্ষক বর্ণনা দিলেন মিল্টন সমাদ্দার

মিয়ানমারের আরো ৮৮ সীমান্তরক্ষীর বাংলাদেশে প্রবেশ