
‘চতুর্থ প্রজন্মের’ পারমাণবিক চুল্লি ......................... ছবি: সংগৃহীত
বিশ্বের প্রথম চতুর্থ প্রজন্মের গ্যাস-কুলড পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছে চীন।
বুধবার এ তথ্য জানিয়েছে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া।
সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, চীনের পূর্ব শানডং প্রদেশে শিদাও বে প্ল্যান্টে দুটি উচ্চ-তাপমাত্রার চুল্লি স্থাপন করা হয়েছে। এটিকে ঠান্ডা করার জন্য পানির পরিবর্তে গ্যাস ব্যবহার করা হবে। যা পানির তুলনায় বেশি কার্যকারী ও সাশ্রয়ী হবে। ছোট মডুলার চুল্লি হিসেবে পরিচিত এই মডেলগুলো প্রতিষ্ঠানের প্রয়োজনে কোনও কিছু গরম, বিশুদ্ধকরণ বা বাষ্প করা ছাড়াও, বিভিন্ন কাজে ব্যবহার করা যাবে।
এতে আরও বলা হয়, কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র পরিহার করতে চায় চীন। শুধু তাই না, বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা কমাতে চাচ্ছে দেশটি।
তিন দশকের মধ্যে সর্বোচ্চ চাল রপ্তানি ভিয়েতনামেরতিন দশকের মধ্যে সর্বোচ্চ চাল রপ্তানি ভিয়েতনামের
গ্যাস-কুলড পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প ব্যবস্থাপক ঝাং ইয়াংসু সিনহুয়াকে জানিয়েছেন, শিদাও বে প্ল্যান্টের ৯০ শতাংশেরও বেশি সরঞ্জাম ডিজাইন করেছে চীন। এই প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয়েছে ২০১২ সালে। তারপর ২০২১ সালে প্রথম এসএমআর পাওয়ার গ্রিডের সঙ্গে যুক্ত হয়েছে। ---- রয়টার্স
//জ//