ঢাকা, বাংলাদেশ

বুধবার, , ১৪ মে ২০২৫

English

স্বাস্থ্য

বঙ্গবন্ধুর হাতেই স্বাস্থ্যখাতের ভিত্তি স্থাপিত হয়েছিল

উইমেনআই২৪ ডেস্ক

প্রকাশিত: ১৬:২৯, ২৯ মার্চ ২০২৩

বঙ্গবন্ধুর হাতেই স্বাস্থ্যখাতের ভিত্তি স্থাপিত হয়েছিল

বঙ্গবন্ধুর হাতেই স্বাস্থ্যখাতের ভিত্তি স্থাপিত হয়েছিল:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরেই দেশের স্বাস্থ্যখাতের ভিত্তি স্থাপিত হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক নেতারা। তারা বলেন, সেই সময়ে বঙ্গবন্ধুর দূরদর্শিতার ফল আজকের এই সুন্দর স্বাস্থ্য কাঠামো, যা বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।

বুধবার (২৯ মার্চ) দুপুরে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালের (নিনস) স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) আয়োজিত 'অগ্নিঝরা মার্চ: বঙ্গবন্ধু, স্বাধীনতা ও বাংলাদেশ' শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। এছাড়া বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মো. জামাল উদ্দিন চৌধুরী ও মহাসচিব ডা. মো. কামরুল হাসান মিলন, নিনসের পরিচালক অধ্যাপক কাজী দীন মোহাম্মদ, যুগ্ম পরিচালক অধ্যাপক বদরুল আলম, ডা. সেলিম শাহী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিনসের স্বাচিপের সভাপতি অধ্যাপক এম এস জহিরুল হক চৌধুরী ও সঞ্চালনা করেন স্বাচিপের নিনস শাখার সাধারণ সম্পাদক ডা. শিরাজী শাফিকুল ইসলাম। পুরো অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

শুরুতে ডা. সেলিম শাহী বলেন, অগ্নিঝরা মার্চ মাস। এ মাসেই জন্ম হয়েছে বঙ্গবন্ধু আর বাংলাদেশের। টুঙ্গিপাড়ার খোকা থেকে বঙ্গবন্ধু হলেন বিশ্বনেতা।

অধ্যাপক ডা. বদরুল আলম বলেন, বঙ্গবন্ধুর জন্ম থেকেই বাংলাদেশের জন্ম। আজকে আমরা চিকিৎসক, গবেষক, ইঞ্জিনিয়ার হতে পেরেছি বাংলাদেশ হয়েছে বলে। বাংলাদেশের জন্মের কারিগর ছিলেন বঙ্গবন্ধু।

এসময় অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ বলেন, স্বাস্থ্যখাতে এমন কোন জায়গা নেই যেখানে বঙ্গবন্ধুর স্পর্শ নেই। ১৯৭২ সালে তিনি বিসিপিএস, গবেষণা প্রতিষ্ঠান হিসেবে বিএমআরসি প্রতিষ্ঠা করেন। এগুলোর মাধ্যমে আজ দেশের চিকিৎসা খাতের অর্জন সাধিত হচ্ছে।

স্বাচিপ মহাসচিব অধ্যাপক ডা. কামরুল হাসান মিলন বলেন, বঙ্গবন্ধুর জন্মের মাধ্যমে জন্ম হয়েছে বাংলাদেশের। তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টির কারণে আমাদের দেশের চিকিৎসা খাত মাথা তুলে দাঁড়িয়েছে।

পরে স্বাচিপ সভাপতি ডা. জামাল উদ্দিন বলেন, বঙ্গবন্ধু জীবনের বেশিরভাগ সময় জেলখানায় কাটিয়েছেন। পাকিস্তানি শাসকরা আমাদের শোষণ করেছে। এ শোষণের হাত থেকে রক্ষা করার জন্য আজীবন কাজ করেছেন। চিকিৎসকদের পদোন্নতিসহ সকল সুবিধার ব্যবস্থা করেছেন বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ডা. রোকেয়া সুলতানা বলেন, নারীদের জাগরণেও কাজ করে গেছেন বঙ্গবন্ধু। তাঁর সময়ে প্রতিমন্ত্রী ছিলেন ২ জন নারী। বীরাঙ্গনাকে রাষ্ট্রদূত করেন।

ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, শোষণের বিপক্ষে বঙ্গবন্ধু ছোটবেলা থেকেই কাজ করে গেছেন। সেই সাথে নির্যাতিত নিপীড়িত মানুষের জন্য। তাঁর ৭ মার্চের ভাষণ বিশ্বখ্যাত হয়ে আছে। তার ডাকে দেশের মানুষ মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন। বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রজ্ঞায় মাত্র সাড়ে ৯ মাসে জন্ম হয় বাংলাদেশের। বাংলাদেশের জন্ম বাইচাঞ্চভাবে হয় নি। রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে জন্ম হয়েছে বাংলাদেশের।

//জ//

 গ্রিন পিন চালু করল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক

তাপপ্রবাহ নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অধিদপ্তর

সাড়ে ৮ ঘণ্টা পর এনআইডি কার্যক্রম চালু

দেশে বিনিয়োগের ক্ষেত্রে নানামুখী সংকট রয়েছে: বিডা চেয়ারম্যান

জাতীয় সনদ বাংলাদেশের পথরেখা নির্দেশ করবে: আলী রীয়াজ

ব্যাটারিচালিত রিকশা নিয়ে কঠোর সিদ্ধান্ত

বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

মাটি নিয়ে দ্বন্দ্ব: যুবলীগ কর্মীকে পিটিয়ে হত্য

ইসলামী ব্যাংকে রেমিট্যান্স পাঠিয়ে ফ্রিজ জিতলেন গ্রাহকরা

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘শক্তি’, আঘাত হানবে যেদিন

চাঁদা না দেওয়ায় গুলশানে দিনেদুপুরে ব্যবসায়ীকে গুলি

অভ্যাস বদলালে প্লাস্টিক ব্যবহার কমানো সম্ভব: পরিবেশ উপদেষ্টা

এনবিআর ভাগের অধ্যাদেশ: বাতিল চেয়ে কলম বিরতির ডাক

জুনেই আইএমএফের ঋণের অর্থ পাচ্ছে বাংলাদেশ

বিমানবন্দরে আটকে দেয়া হলো পার্থর স্ত্রীকে