
ছবি: উইমেনআই২৪ ডটকম
ভারতের সুপ্রাচীন চিকিৎসা ঐতিহ্যকে সামনে রেখে ঢাকায় ভারতীয় হাই কমিশনের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র (আইজিসিসি) উদ্যাপন করেছে ১০ম জাতীয় আয়ুর্বেদ দিবস ২০২৫। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্টজন, চিকিৎসা বিশেষজ্ঞ, যোগব্যায়াম অনুশীলনকারী এবং বাংলাদেশি ইয়ুথ ডেলিগেশনের সদস্যরা।
প্রতিপাদ্য ও বক্তব্য
এবারের প্রতিপাদ্য ছিল: “মানুষের জন্য আয়ুর্বেদ, গ্রহের জন্য আয়ুর্বেদ”। এর মাধ্যমে শুধু ব্যক্তির সুস্থতাই নয়, পরিবেশের ভারসাম্য ও স্থায়িত্ব রক্ষায় আয়ুর্বেদের অবদান তুলে ধরা হয়।
আইজিসিসির পরিচালক শ্রীমতি অ্যান ম্যারি জর্জ বলেন, ভারত ও বাংলাদেশের ইতিহাস, ভাষা ও সংস্কৃতির মতো চিকিৎসা ব্যবস্থারও অভিন্ন ঐতিহ্য রয়েছে। বাংলাদেশে আয়ুর্বেদ যুগ যুগ ধরে মানুষের স্বাস্থ্য ও কল্যাণে ভূমিকা রেখে আসছে। একই ধরনের ভূ-প্রকৃতি ও জলবায়ুর কারণে দুই দেশে অনেক সাধারণ ঔষধি গাছ পাওয়া যায়, যা গবেষণা ও উদ্ভাবনে সহযোগিতার সুযোগ সৃষ্টি করে। তিনি উল্লেখ করেন, বহু বাংলাদেশি শিক্ষার্থী প্রাচীন চিকিৎসাশাস্ত্র অধ্যয়নের জন্য ভারতে যায়, যা জ্ঞান ও সাংস্কৃতিক বিনিময়কে জোরদার করছে।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. সারিক হাসান খান, সহকারী অধ্যক্ষ, সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ। তিনি প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় আয়ুর্বেদ ও ইউনানির গুরুত্ব তুলে ধরেন।
বিশেষ আয়োজন
অনুষ্ঠানে প্রদর্শিত হয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “জার্নি অব আয়ুর্বেদ”। পরে আইজিসিসির প্রশিক্ষক শাহানাজ পারভীন শিখার যোগব্যায়াম প্রদর্শনী এবং ইয়োগা ব্লিসের প্রতিষ্ঠাতা ফারহানা সুলতানা করিমের পরিচালনায় একটি আন্তঃক্রিয়ামূলক যোগব্যায়াম সেশন অনুষ্ঠিত হয়।
প্রাসঙ্গিকতা
আয়ুর্বেদ দিবসের এ আয়োজনকে যুক্ত করা হয় ভারতের সুস্থ ভারত যোজনা-র সঙ্গে, যার লক্ষ্য স্বাস্থ্যসেবা অবকাঠামো উন্নয়ন, গবেষণা জোরদার ও “ওয়ান হেলথ” ধারণার প্রচার।
ঢাকায় এ উদ্যাপন বাংলাদেশ-ভারত বন্ধুত্ব ও সহযোগিতাকে আরও সুদৃঢ় করেছে এবং আয়ুর্বেদসহ প্রাচীন চিকিৎসা ব্যবস্থার আধুনিক প্রাসঙ্গিকতা তুলে ধরেছে।
ইউ