ঢাকা, বাংলাদেশ

বৃহস্পতিবার, , ৩১ জুলাই ২০২৫

English

ফেসবুক থেকে

সুলতান`স ডাইনের কাচ্চির মাংস নিয়ে সন্দেহ, ফেসবুকে তোলপাড়

উইমেনআই প্রতিবেদকঃ

প্রকাশিত: ১২:২১, ৯ মার্চ ২০২৩

সুলতান`স ডাইনের কাচ্চির মাংস নিয়ে সন্দেহ, ফেসবুকে তোলপাড়

সুলতান`স ডাইনের কাচ্চির মাংস নিয়ে সন্দেহ, ফেসবুকে তোলপাড়

সুলতান’স ডাইনের কাচ্চি বিরিয়ানির মাংস নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে। সেই অভিযোগ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

বুধবার (৮ মার্চ) দুপুরের পর থেকে ফেসবুকে সুলতান’স ডাইনের কাচ্চি বিরিয়ানির মাংস নিয়ে তুমুল হইচই পড়ে যায়। আর অভিযোগটি তুলেছেন কানক রহমান খান নামের এক ভোক্তা।

কাকন রহমান খান স্ট্যাটাসে লেখেন, গত বৃহস্পতিবার তিনি সুলতান’স ডাইন থেকে ৭টি কাচ্চি এনেছিলেন। খাবার সময় মাংসের হাড় দেখে সন্দেহ হয় তার। মাটন (খাসির মাংস) বলা হলেও তিনি অভিযোগ করে লেখেন, মাটনের হাড় এমন চিকন হয় না‌।

এরপর দীর্ঘ স্ট্যাটাসে তিনি লেখেন, এই ঘটনার পর সুলতান’স ডাইনের গুলশান ২ এর নম্বরে কল দিয়ে জিজ্ঞেস করেন এটা কিসের মাংস ছিল? পরে তারা ২জন লোকসহ আবার খাবার পাঠায়। ওনাদের এজিএম আশরাফও আসেন নতুন খাবারের সঙ্গে।

তিনি লেখেন, আগের প্যাকের খাবারের হাড়ের সঙ্গে এবাবের মাংসের তুলনা করতে বললে এজিএম আশরাফ মানতেই নারাজ হয়ে বলেন, জেনেশুনে এমন মাংস দেয় না।


তারা বলে, তাদেরকে যে ভেন্ডর মাংস দেয়, তারা আসলে কোন কিছু করতে পারে।

এরপর এজিএমকে প্রশ্ন করা হয়- তাহলে ভেন্ডরের কাছ থেকে মাংস নেয়ার সময় কি আপনাদের মত এত বড় ব্রান্ডের কোনো কোয়ালিটি কন্ট্রোল অফিসার নেই?

আপনি কি ২টা মাংস সেইম দেখতে পাচ্ছেন প্রশ্ন করলে ওনারা উল্টা প্রশ্নকরে তাহলে আপনারা কি দিয়ে মিটাতে চান? ইন্ডিরেক্টলী টাকা অফার করে এবং বলে আপনারা ঝামেলা করলে আমরাও জানি কি করতে হয়।

এরপর ৯৯৯ এ কল দেন ওই ভোক্তা। ৯৯৯ থেকে বলে বিএসটিআই এর নম্বরে অভিযোগ করতে।

এ বিষয়ে গুলশান-২ সুলতান’স ডাইন শাখার মার্কেটিং কমিউনিকেশন অফিসার ববি রানি দাস গণমাধ্যমকে জানান, এই অভিযোগ ভিত্তিহীন। সুলতান’স ডাইন অনেক বড় প্রতিষ্ঠান। এক ক্রেতা বিড়ালের মাংসের বিরিয়ানির যে অভিযোগ করেছেন, তা কোনোভাবেই সম্ভব নয়। পুরো অভিযোগটাই ভিত্তিহীন।

ওই ক্রেতার পরিচয় আমরা জানি না বলেও উল্লেখ করেন তিনি। তবে উনি খাবার নেওয়ার দুই ঘণ্টা পর অভিযোগ করেন বলে জানান তিনি। ওই গ্রাহক অভিযোগ করে বলেন, এগুলো কিসের মাংস দিয়েছেন, বিড়ালের মাংসের বিরিয়ানি। আমরা বলেছি, এটা কোনোভাবেই সম্ভব নয়।

//এল//

১০২ জন এসিল্যান্ড কর্মকর্তা প্রত্যাহার

জনগণের সরকার চাই, কয়েকজনের হাতে ক্ষমতা নয়: তারেক রহমান

নির্বাচনী আসন পুনর্বিন্যাস: গাজীপুরে বাড়ল, বাগেরহাটে কমল

নোয়াখালীতে গৃহবধূ হত্যা: বিক্ষোভ

জুলাই গণঅভ্যুত্থান বইমেলা ২০২৫ শুরু বৃহস্পতিবার

নারী, শিশু, দলিত, ক্ষুদ্র নৃগোষ্ঠী সর্বাধিক ঝুঁকিতে

খালেদা জিয়া সুস্থ, নির্বাচনে অংশ নেবেন: মিন্টু

ভারসাম্যহীন তরুণকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধর

নারী পোশাক শ্রমিকদের প্রজনন স্বাস্থ্যসেবায় ডিজিটাল মনিটরিং টুল

যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক কমানোর চুক্তির পথে বাংলাদেশ

বিটিআরসির নতুন নীতি: ১০টির বেশি সিম বন্ধ

রাশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, ১৪ দেশে সুনামি সতর্কতা জারি

একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া শুরু, আবেদন ফি ২২০ টাকা

মুন্নী সাহাকে দুদকের জিজ্ঞাসাবাদ

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের ৭ দিনের রিমান্ড