ঢাকা, বাংলাদেশ

শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪

English

ফেসবুক থেকে

‌‌‘আচমকা শরীর থেকে কলিজা ছিঁড়ে গেছে তাদের’

উইমেনআই২৪ প্রতিবেদক

প্রকাশিত: ২০:২৪, ২০ ফেব্রুয়ারি ২০২৩

‌‌‘আচমকা শরীর থেকে কলিজা ছিঁড়ে গেছে তাদের’

ছবি: মা রেজিনা সুলতানার সঙ্গে আরিয়ান আলম দীপ্ত...

‘‘আরিয়ান আলম দীপ্ত'র মা রেজিনা সুলতানার সাথে যোগাযোগ করেছিলাম। উনাকে আমি চিনি। ফেসবুকে "Rezena's Yellow Mart" নামে উনার একটি বিজনেস পেজ আছে। ট্রাডিশনাল ইউনিক ডিজাইনের শাড়ি ও অলংকারের বিজনেস তার। আমাকে ফোন নাম্বার দিয়েছেন রেজিনা আপা। কিন্তু উনি কিভাবে কথা বলবেন? উনার সাথে বলার সাহস আমার হলোনা। টুকটাক কয়েকটা মেসেজ আদানপ্রদান করে নিথর হয়ে গেল আমার ভেতরটা। উনি সারাক্ষণ বিলাপ করছেন দীপ্ত'র জন্য। জানতে পারলাম রেজিনা আপা ও উনার স্বামীর দিনরাতের কোনো হিসাব নেই। আচমকা শরীর থেকে কলিজা ছিঁড়ে গেছে তাদের। এই শোক সইতে পারছেন না আমার একজন প্রিয়মানুষ রেজিনা সুলতানা আপা।’

‘কানাডায় তিন বাংলাদেশি স্টুডেন্টের মর্মান্তিক মৃত্যুর পর অনেকেই অনেক তাত্ত্বিক কথা লিখে ফেসবুকে পোস্ট দিচ্ছেন। সাধারণ মানুষের আবেগ অনুভূতি থেকে কিছু অ্যালিয়েন আছেন। তাদের আচরণে তারা পরিস্কার করে  দিচ্ছেন যে ভিনগ্রহ থেকে তাদের ছেলেমেয়েরা উৎপন্ন হয়েছে। গান গেয়ে অভিনয় করে ভিনগ্রহের সেইসব অ্যালিয়েনরা বাংলাদেশকে উদ্ধার করে ফেলেছেন। আরিয়ান আহমেদ দীপ্ত'র মা বোনের গগনবিদারী আহাজারি মাতম চারপাশ নিস্তব্ধ করে দিয়েছে। নিবিড় কুমারের বেপরোয়া ড্রাইভিং তিন মায়ের বুক খালি করেছে। অ্যাঞ্জেলা শ্রেয়াস বাড়ৈ'র মা পাগলিনীর মত ডুকরে ডুকরে কাঁদছেন। শাহরিয়ার মাহির মা বাবা আচমকা শোকে পাথর হয়ে গেছেন। রেজিনা আপা সারাদিন চিৎকার দিয়ে সারাবাড়ি ঘুরে বেড়াচ্ছেন। তিনি উদ্ভ্রান্তের মত খুঁজছেন তার বুকের ধনকে। তার মনে হচ্ছে দীপ্ত হয়ত ওর রুমে বসে কম্পিউটারে অ্যাসাইনমেন্ট করছে। ক্ষুধা লাগলে মাকে বলবে, "আম্মু আমাকে ভাত খাইয়ে দিবা? আমি অ্যাসাইনমেন্ট করতে করতে ভাত খাব।" বোন অনন্যা আহসান দোলা তার কলিজা ভাইয়ের স্মৃতি হাতড়াচ্ছে। দীপ্ত'র হাতের লেখা নিয়ে অনন্যা তাকে বকা দিত। হাতের লেখা সুন্দর করার পরামর্শ দিত। আজ দীপ্ত নেই। কিন্তু নোটবুকে রয়ে গেছে তার হাতের লেখা। ক্লোজেটে তার জামাকাপড় জুতো। এই পরিবারের উপর দিয়ে যে ঝড় বয়ে গেছে তা সইবার ক্ষমতা পাক মাওলা তাদেরকে দিন।’

‘রেজিনা আপা বলেছেন, ‘নিবিড় কুমারের লাইসেন্স সাসপেন্ডেড। সে ড্রাইভ করার জন্য ইললিজিবল নয়। কার রেসিংয়ে আগে থেকেই অভ্যস্ত ছিল নিবিড় কুমার। বাংলাদেশে থাকা অবস্থায় কয়েকটা এক্সিডেন্ট করেছে সে। বুঝতে পারিনা উনি এবং উনার স্ত্রী কিভাবে উনাদের বেপরোয়া ছেলেকে লেটেস্ট মডেলের বিএমডব্লিউর ড্রাইভিং সিটে বসিয়ে ড্রাইভিংয়ের অ্যাপ্রুভাল দিলেন? ছেলেকে সংশোধন না করে তারা যে মস্তভুল তারা করেছেন, তার জন্য আজীবন নিজেদের বিবেকের আদালতের কাঠগড়ায় আসামি হয়েই থাকবেন তারা। কিংবদন্তী শিল্পী ও তার স্ত্রীর এমন আত্মঘাতী সিদ্ধান্ত আজ তিনটি পরিবারকে নিশ্চিহ্ন করে দিয়েছে। সন্তান যদি উগ্র চলাফেরা করে সে সম্পর্কে মা বাবার চাইতে ভালো ধারণা আর কার আছে?? সন্তানকে বোঝানো উচিত ছিল, সে কানাডা গিয়েছে পড়ালেখা করতে। বিলাসবহুল গাড়িতে চড়ে রোড ট্রিপ মেরে অ্যাডভেঞ্চার করতে নয়। আদতে উনারা ছেলেকে হুমকির মুখেই ঠেলে দিয়েছেন। দীপ্ত'র ডেথ সার্টিফিকেটের ফর্মালিটিজ শেষ হয়েছে। আর দুই তিনদিন পর হয়ত ওকে শেষবারের মত দেখতে পাবেন রোজিনা আপা।’’ 

মিলি সুলতানার ফেরিফায়েড ফেসবুক প্রোফাইলের পোস্ট থেকে সংগৃহীত…

ইউ

হাসপাতালের কার্ডিয়াক আইসিইউ পুড়ে ছাই, রক্ষা পেল ৭ শিশু

গরমে কষ্ট হচ্ছে হাসপাতালের বাইরে থাকা অসুস্থ শিশুদের

সরিষাবাড়ীতে উজ্জ্বল হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন 

সবজির বাজার চড়া, কমেনি মুরগির দাম

সারা দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি

কৃষক লীগ নেতাদের গণভবনের শাক-সবজি উপহার দিলেন প্রধানমন্ত্রী

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৫ ডিগ্রি, হিট এলার্ট জারি 

‘মানুষ এখন ডাল-ভাত নয়, মাছ-মাংস নিয়ে চিন্তা করে’

কানাডার ভ্যাঙ্কুভারে  বৈশাখী মেলা অনুষ্ঠিত 

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল

আজ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন

তীব্র তাপপ্রবাহ, সতর্ক থাকতে মাইকিং

২০২৩ সালে দেশে ধর্ষণের শিকার দুই শতাধিক শিশু

ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফর স্থগিত