ঢাকা, বাংলাদেশ

শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪

English

ফেসবুক থেকে

অভিনেত্রী জয়শ্রী কবিরের মাদকাসক্ত হওয়ার অজানা কাহিনী

মিলি সুলতানা

প্রকাশিত: ২০:২৯, ৯ ফেব্রুয়ারি ২০২৩; আপডেট: ২০:৩৫, ৯ ফেব্রুয়ারি ২০২৩

অভিনেত্রী জয়শ্রী কবিরের মাদকাসক্ত হওয়ার অজানা কাহিনী

ফাইল ছবি

‘‘বাংলাদেশের চিত্রজগতে দাপটের সাথে টিকেছিলেন জয়শ্রী কবির। যে কয়টি চলচ্চিত্রে অভিনয় করেছেন, দর্শকদের মনে মোহময় আবেশ ছড়িয়ে দিয়ে গেছেন তিনি। জয়শ্রীর মুখশ্রীতে অদ্ভুত সতেজ এক সৌন্দর্য ছিল। জয়শ্রীকে নিয়ে প্রথম লেখাটি ২০ জানুয়ারি আমার টাইমলাইনে পোস্ট করার পর অসংখ্য মানুষ তাঁর মাদকাসক্ত হওয়ার কারণ জানতে চেয়েছেন। আজকের এই লেখাটা তাদের জন্য। আলমগীর কবিরকে বিয়ে করার আগে জয়শ্রীও একবার বিয়ে করেছিলেন। প্রথম স্বামীর ঔরসজাত দুই সন্তানকে জন্ম দিয়েছেন জয়শ্রী।  দুটো বাচ্চাই সি সেকশনে হয়। সিজারিয়ানের কারণে একটু জটিলতা ছিল জয়শ্রীর শরীরে। যেমন, তিনি প্রচুর ব্যথায় ভুগতেন। ব্যথানাশক প্রচুর ওষুধ খেতেন। তিন সন্তানের পিতা আলমগীর কবিরকে বিয়ে বিয়ে করার পর সহজাতভাবে জয়শ্রীর মধ্যে মাতৃত্বের আকাঙ্খা প্রবলভাবে জেগে ওঠে। তিনি অন্তঃসত্ত্বা হন। ছেলে লেনিন সৌরভ কবিরের জন্ম হয় সিজারিয়ানের মাধ্যমে। তবে বরাবরের মতই প্রচন্ড ব্যথা হত তাঁর শরীরে। সে সময় ব্যথা কমানোর জন্য তাঁকে কয়েকবার প্যাথেড্রিন দেয়া হয়েছিল। স্বামী সন্তান নিয়ে ভালোই কাটছিল জয়শ্রীর সংসার জীবন। কিন্তু প্রথম পক্ষের তিন সন্তানের প্রতি আলমগীর কবিরের দুর্বলতা দেখে জয়শ্রী ভেতরে ভেতরে  ইনসিকিউরড ফিল করতে লাগলেন। তাছাড়া আলমগীর কবিরের প্রযোজনা প্রতিষ্ঠান এবং পরিবেশনা প্রতিষ্ঠান ছিল তাঁর দুই মেয়ের নামে। এসবে জয়শ্রী টোটালি ইনসিকিউরড হয়ে পড়েন।’

‘তাঁর মনে চতুর্থবারের মত মা হবার ইচ্ছে জেগে উঠলো। শারীরিক জটিলতার কারণে ডাক্তার তাঁকে পরামর্শ দিয়েছিলেন আর যেন সন্তানের জন্য ট্রাই না করেন। আলমগির কবির সাহেবও তাঁর শরীরের কথা বিবেচনা করে প্রেগন্যান্ট হতে  নিষেধ করলেন। কিন্তু জয়শ্রী ডাক্তারের পরামর্শ শুনতে রাজি নন। তিনি দৃঢ় প্রতিজ্ঞ, আরেকটা সন্তান নেবেনই নেবেন। জোর করে সন্তান নিয়ে লাভ হলোনা। সিজারিয়ানের মাধ্যমে জন্ম নেয়ার পর বাচ্চাটা মারা যায়। অপারেশনের পর তীব্র ব্যথা হলে তাঁকে প্যাথেড্রিন দেয়া হয়। ৬/৭ ঘন্টা পর আবার সেই তীব্র ব্যথা উঠতো। ডাক্তারের পরামর্শ এড়িয়ে জয়শ্রী গোপনে প্যাথেড্রিন পুশ করতেন শরীরে। এমনকি আলমগীর কবিরকে লুকিয়ে তিনি প্যাথেড্রিন নিতেন। ধীরে ধীরে প্যাথেড্রিনে আসক্ত হয়ে পড়েন জয়শ্রী। আলমগীর কবির তাঁকে প্রচুর বুঝিয়েছেন। সতর্ক করেছেন এমনকি স্ত্রীর প্যাথেড্রিনে আসক্তি বন্ধ করার জন্য বাধ্য হয়ে তাঁকে ঘরে আটকেও রেখেছেন। কিন্তু সেসবে কাজ হয়নি। জয়শ্রী দোতলা থেকে লাফিয়ে পড়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে গিয়েও প্যাথেড্রিন নিয়েছেন।’

‘এমনকি এটাও শোনা গেছে অভিনেত্রী রানী সরকার ও মিনু রহমানের কাছে প্যাথেড্রিন কেনার জন্য টাকা চেয়েছেন জয়শ্রী। এমন অবস্থায় জয়শ্রীর বেশ কজন "সুযোগ সন্ধানী সুহৃদ" জুটে যায়। যারা আলমগীর কবিরের অগোচরে জয়শ্রীকে প্যাথেড্রিন ও সিরিঞ্জ সাপ্লাই দিতেন। তারাই পরিকল্পিতভাবে আলমগীর কবিরের বিরুদ্ধে মিডিয়ায় বিভিন্ন ধরণের বক্তব্য/ বিবৃতি দিতেন। এরপর প্রচন্ড কষ্টকাতর জীবন কাটান জয়শ্রী। এককালের মায়াবী নায়িকা পরিণত হন বুভুক্ষু কংকালসার প্রাণীতে। এরপর আবারও জীবনের পট পরিবর্তন। বন্ধুর সহায়তায় জয়শ্রী লন্ডনে চলে যান। সেখানে তাঁর চিকিৎসা হয়। তিনি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে যান। লন্ডনে শিক্ষকতার পেশায় জড়িত আছেন ৭২ বছর বয়সী প্রাক্তন অভিনেত্রী।’’

মিলি সুলতানার ফেসবুক পোস্ট থেকে সংগৃহীত...

ইউ

বৃষ্টি কবে হবে, জানাল আবহাওয়া অফিস

নারীর প্রতি বৈষম্য দূর করতে সরকার নিরন্তর কাজ করছে

গরমে চা খাওয়া কি ঠিক?

তাপমাত্রা কমাতে হিট অফিসারের নতুন উদ্যোগ

কোথায় হবে অনন্ত এবং রাধিকার বিয়ে?

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বেড়েছে সবজি-মাংসের দাম

উনার মনে হয় ডাক্তার দেখানো উচিত, বুবলীকে অপু 

চলমান তাপপ্রবাহ রেকর্ড ভেঙেছে ৭৬ বছরের

৭৫ নেতাকে বিএনপি থেকে বহিষ্কার

ইসলামী ব্যাংকের কর্মকর্তা সম্মেলন অনুষ্ঠিত

চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চেয়েছেন প্রধানমন্ত্রী

নরসিংদীতে ফেসবুক স্ট্যাটাস দিয়ে প্রেমিকের আত্মহত্যা

এক মিনিটের জন্য শেষ বিসিএসের স্বপ্ন

ধর্মীয় বিষয় নিয়ে বিদ্যা বালানের বিস্ফোরক মন্তব্য