ঢাকা, বাংলাদেশ

বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪

English

এক্সক্লুসিভ

নারী দিবস ও নারী আন্দোলন

শাকী খন্দকার

প্রকাশিত: ১৪:৫৪, ৮ মার্চ ২০২৩; আপডেট: ১৫:৪৩, ৮ মার্চ ২০২৩

নারী দিবস ও নারী আন্দোলন

ফাইল ছবি

আজ ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’ এই প্রতিপাদ্য নিয়ে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। নারী দিবস উপলক্ষে বুধবার (৮মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-রেজিস্টার্ড ডা. নাহিদা হোসেন বন্যা বলেন, ‘‘আন্তর্জাতিক নারী দিবসে এই প্রশ্নগুলোই আজ মাথায় ঘুরে-ফিরে আসছে। তিনি বলেন, ‘নারীর সফলতা আর ন্যায্য মজুরি আজও কি নারী পাচ্ছে? তবে দু-চারজন ব্যতিত গ্রাম-গঞ্জে কিংবা শহরে নারী এখনো অবহেলিত!’’

ডা. বন্যা বলেন, ‘পুরুষতান্ত্রিক এসমাজে কয়জন নারী তার সম্মান-মর্যদা নিয়ে বাচঁতে পারছে বা পারে? এসব কথা শুধু নারী দিবসে নয় প্রতিটি সভা-সেমিনারে নারীর কথা উঠে আসা এখন সময়ের দাবি রাখে।’

নারী দিবস এলেই রাজধানীসহ বড়বড় শহরে সাজসাজ রব পড়ে যায়। স্লোগানে পোষ্টারে ছড়াছড়ি। শুধু কী তাই, রেডিও টেলিভিশনে বিজ্ঞাপনের বাহার। নারী তুমি প্রেরণা, নারী তুমি সেরা নারী দিবসে কত নামেই না বিশ্লেষণ করা হয়! নারীর অবস্থানকে আলোকিত করতে নানা কর্মসুচি ব্যাংক থেকে নানা এনজিও না না প্রতিষ্ঠানের সংগঠনের কর্মশালায়, চায়ের আড্ডায় কতকথা । 

তবে আজকের বাংলাদেশে নানা প্রতিকূলতার মধ্যেও নারীরা সমাজে তার জায়গা করে নিয়েছে সত্যি। নারী প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় সংসদ নেতা, স্পিকার, মন্ত্রী, সংসদ সদস্য, চিকিৎসক, নারী সেবিকা, পাইলট, পুলিশ অফিসার্স, আর্মি অফিসার্স, এমনকি নারী ট্যাক্সিচালক, নারী রিক্সা চালক। বাহ!

এই দু-চারটে সফলতার গল্প বাদে গ্রামে-গঞ্জের লাখ লাখ নারী কী পেল! কয়জন ন্যায্য মজুরি পায়! পুরুষতান্ত্রিক কটাক্ষ ও লোলুপতামুক্ত হয়ে কয়জন সম্মান-মর্যাদা নিয়ে বাঁচতে পারে! এসব কথা নারী দিবসে বলা হয় না কেন! কেন চিৎকার করে বলা হয় না, একদিনের সম্মান নয়, মানুষ হিসেবে নারীকে প্রতিদিন সমান সম্মান ও মর্যাদা দেওয়া হোক! 

তিনি বলেন, ‘সময়টাই কেমন বদলে গেছে। একসময় রাজপথে মিছিল-সমাবেশ করে দাবি আদায় করা হতো। একটি বিশেষ দাবি নিয়ে রাজপথে হাতে হাত ধরে দাঁড়ানো হতো। সমবেত চিৎকারে উচ্চারিত হতো অধিকারের কথা, এগিয়ে যাবার কর্মসূচির কথা। সেই দাবি মিডিয়ায় ফলাও করে প্রচার করা হতো। এই সব দাবি-দাওয়ার প্রতি অন্যদের একাত্মতার প্রকাশ ঘটত। আর যারা আন্দোলনে শামিল হতেন, তাদের প্রতি অন্যদের শ্রদ্ধা ঝরে পড়ত।’

কিন্তু আন্দোলন-সংগ্রামের মাধ্যমে দাবি আদায়ের সেই কাল কোথায় যেন হারিয়ে গিয়েছে। এ নিয়ে অনেকেরই আফসোসের শেষ নেই। এই যে হারিয়ে যাওয়ার আফসোস, এ কেবল হাতে-হাত রেখে লড়াইয়ের আশা-আশ্বাস খোয়ানোর দুঃখ নয়। এখন আমাদের ভাবখানা এমন, যেন দাতারা আরেকটু টাকা দিলে, সরকার ও প্রশাসন আরেকটু সক্রিয় হলে, বাপ-শ্বশুর আর একটু ‘সচেতন’ হলে মেয়েদের শিক্ষা, রোজগার, উত্তরাধিকার– সব নিশ্চিত। ফলে মার্চের নারী দিবস থেকে ডিসেম্বরের নির্যাতনবিরোধী পক্ষ, সবটাই সেলিব্রেশন’ হয়ে দাঁড়াচ্ছে।

আদিবাসি নারী রাজধানীর একটি হাসপাতালের সিনিয়র সেবিকা অঞ্জনা হাজং বলেন, ‘স্বাধীন দেশে একবিংশ শতাব্দীতে নারীরা পরাধীন নিজের বাড়িতে। দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ। নিজের অধিকার সে জানে না। আজও গ্রামগঞ্জ অন্ধকারাচ্ছন্ন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গ্রামে জ্ঞানের আলো জ্বালাতে তৈরি করেছিলেন শিক্ষাপ্রতিষ্ঠান। নারী শিক্ষা এবং সার্বিক শিক্ষা। প্রাণপাত করে ছাত্রছাত্রী সংগ্রহ করেছেন। স্কুল প্রতিষ্ঠা করেছেন। শিক্ষক তৈরি করেছেন। পাঠ্যক্রম নিজের হাতে তৈরি করছেন, যাতে নৈতিক শিক্ষা দেওয়া যায়। তা সত্ত্বেও মেয়েরা অন্ধকারে। আজও শিক্ষা, সচেতনতা, অধিকারবোধ নেই। নিজের পায়ে দাঁড়াতে গেলে যতটুকু শিক্ষার প্রয়োজন, সেটারও অভাব।’

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সে কাজ যতটুকু করেছিলেন, তার বিনিমিয়ে কিছু শিক্ষিত নারীর মুখের ভাষা ফুটেছে। স্বাধীনভাবে তারা জীবিকা অর্জন করছেন। কিন্তু আজও বাংলার গ্রামের অগণিত মেয়ে শিক্ষা থেকে বঞ্চিত, নিজের অধিকার রক্ষা করতে অপারগ। তাদের শিক্ষা ও সক্ষমতার জন্য কী করা হচ্ছে? সেই দাবিও আজ উচ্চারিত হয় না।

আদিবাসী কৃষক কবিলা রুংদি বলেন, ‘নারী মানেই নিজের স্বার্থ না দেখে সবসময় পরের জন্য জীবনধারণ করা। যে নারী যত নিজের সত্তা বিসর্জন দিয়ে পরিবারের, পুরুষের প্রতি মমত্ব দেখিয়েছেন, তিনি ততই মহান হয়েছেন। ভাবেন না, নিজে নির্যাতিত হচ্ছেন, আর কাউকে তিনি নির্যাতনের শিকার হতে দেবেন না। পরিশেষে তিনি বলেন, জন্মলগ্ন থেকেই সমাজ আমাদের শেখায় ঘর সামলানোটা মেয়েদের দায়িত্ব।’

ইউ

হত্যার ভয়ে বাড়ি ছাড়লেন সালমান খান

থাইল্যান্ড পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ সিরিজের জন্য জিম্বাবুয়ের দল ঘোষণা

মিয়ানমারের কারাগার থেকে ফিরলেন ১৭৩ বাংলাদেশি

ইতিহাস গড়লেন বাংলাদেশি নারী বক্সার

২০২৫ সালে এসএসসি পরীক্ষা হবে ৫ ঘণ্টার, থাকবে বিরতি

‘ইকোভাডিস সিলভার মেডেল’ পেল সিগওয়ার্ক

রাজধানীতে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ পড়ে কান্নাকাটি

মন্ত্রী-এমপির স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা: কাদের

সামাজিক উন্নয়নে স্থানীয় সরকার 

কক্সবাজারে বিশেষ ট্রেনের ৩ বগি লাইনচ্যুত, যোগাযোগ বন্ধ

তীব্র তাপপ্রবাহে সুস্থ থাকার উপায়

বই দিবস নিয়ে যা বললেন তসলিমা নাসরিন

বিয়ে-বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন জয়া 

ব্যাংককের উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী