
ফাইল ছবি
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে কিছুটা ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা গেছে।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যমতে, মঙ্গলবার (২৭ মে) পর্যন্ত দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ (গ্রস রিজার্ভ) দাঁড়িয়েছে প্রায় ২৫ দশমিক ৮০ বিলিয়ন মার্কিন ডলার, যা টাকার অঙ্কে প্রায় দুই হাজার ৫৮০ কোটি ডলার।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্দেশিত হিসাব পদ্ধতি ব্যালান্স অব পেমেন্টস ম্যানুয়াল-৬ (BPM6) অনুযায়ী এদিন রিজার্ভের প্রকৃত পরিমাণ ছিল ২০ দশমিক ৫৬ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে ২২ মে পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ২৫ দশমিক ৬৪ বিলিয়ন ডলার এবং বিপিএম৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২০ দশমিক ২৭ বিলিয়ন ডলার। তারও আগে ১৯ মে রিজার্ভ ছিল ২৫ দশমিক ৪৪ বিলিয়ন ডলার (গ্রস) এবং ২০ দশমিক ০৭ বিলিয়ন ডলার (বিপিএম৬ অনুযায়ী)।
উল্লেখ্য, BPM6 পদ্ধতিতে নিট বা প্রকৃত রিজার্ভ নির্ধারণ করা হয় স্বল্পমেয়াদি দায় বাদ দিয়ে। এতে রিজার্ভের প্রকৃত চিত্র পাওয়া সম্ভব হয়।
সম্প্রতি এক অনুষ্ঠানে পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই)-এর আয়োজনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় ২৭ বিলিয়ন ডলার। আগামী জুনে এ রিজার্ভ ৩০ বিলিয়নে উন্নীত হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও জানান, সরকারের লক্ষ্য রিজার্ভকে ৪০ বিলিয়ন ডলারে উন্নীত করা। তবে তা অর্জনে সময় লাগবে এবং ব্যাংকিং খাতকে আরও সেবা দক্ষ ও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিতে হবে।
এদিকে চলতি মে মাসে রেমিট্যান্স প্রবাহেও এসেছে বড় অগ্রগতি। প্রথম ২৪ দিনেই দেশে এসেছে ২ দশমিক ২৫ বিলিয়ন ডলারের সমপরিমাণ প্রবাসী আয়, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭ হাজার ৪০১ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। প্রতিদিন গড়ে আসছে প্রায় ১১৪২ কোটি টাকা।
চলতি ধারা অব্যাহত থাকলে মে মাসে রেমিট্যান্স ৩ বিলিয়ন ডলারের ঘর ছুঁতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে দেশের রিজার্ভ পরিস্থিতি আরো শক্তিশালী হওয়ার আশা করছে বাংলাদেশ ব্যাংক।