ঢাকা, বাংলাদেশ

শুক্রবার, , ০৯ মে ২০২৫

English

অপরাধ

মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৪

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১৭, ৮ মার্চ ২০২৫

মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৪

ফাইল ছবি

মাগুরায় আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (৮ মার্চ) বিকালে শিশুটির মা মাগুরা সদর থানায় এজাহার পাঠান। মামলার পর চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলাম। মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৪) এর ক/৩০ ধারায় ধর্ষণ ও ধর্ষণের মাধ্যমে আহত করার অভিযোগ আনা হয়েছে। আসামিদের মধ্যে শিশুটির বোনের স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ভাশুর রয়েছেন। তারা ইতোমধ্যে পুলিশের হেফাজতে ছিলেন এবং মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলী জানান, শিশুটি বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছে এবং তার মা সেখানে আছেন। মামলার এজাহার পাঠানোর পর দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুলিশ ও শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, শিশুটি শ্রীপুর উপজেলার বাসিন্দা। কয়েক দিন আগে তার বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল। গত বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে অচেতন অবস্থায় শিশুটিকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে আসা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, শিশুটির গলায় দাগ এবং শরীরের বিভিন্ন স্থানে আঁচড় রয়েছে। যৌনাঙ্গে রক্তক্ষরণ হয়েছে এবং গলার আঘাত গুরুতর।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানিয়েছেন, শিশুটির অবস্থা আশঙ্কাজনক এবং ভেন্টিলেটরের সাহায্যে তার শ্বাসপ্রশ্বাস চলছে।

ইউ

পারভেজ হত্যায় গ্রেপ্তার টিনা

পাক-ভারত যুদ্ধ যেন পারমাণবিক যুদ্ধে পরিণত না হয়: যুক্তরাষ্ট্র

কারাগারে আইভী

দিল্লিতেও উচ্চ সতর্কতা জারি 

সকালেও বিক্ষোভ চলছে যমুনার সামনে

গ্রেপ্তারের পর যা বললেন সাবেক মেয়র আইভী

সীমান্তে ফের গোলাগুলি শুরু

বাদ জুমা বড় জমায়েতের ডাক হাসনাতের

যমুনার সামনে অবস্থান নিয়েছে শিবিরসহ আরও কয়েকটি সংগঠন

 সাবেক মেয়র আইভি গ্রেপ্তার

জনসমাগম কমলেও আওয়াবী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলন চলছে

মধ্যরাতে আইভীর বাসায় পুলিশের অভিযান, বাড়ি ঘিরে রেখেছে জনতা

নতুন পোপ কার্ডিনাল রবার্ট প্রেভোস্ট

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাক প্রধানমন্ত্রীর ফোনালাপ

জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ