
ফাইল ছবি
জাতীয় ক্রিকেট দলের তরুণ ক্রিকেটার তানজিম হাসানের ফেসবুকে নারী বিদ্বেষমূলক, দেশের নীতি বিরোধী ও প্রগতি বিরোধী বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।
বুধবার (২০ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো নারীবাদি সংগঠনটির সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।
বিবৃবিতিতে বলা হয়, বিসিবির তরুণ ক্রিকেটার তানজিম হাসান সাকিব ১৮ জুলাই ও ৯ সেপ্টেম্বর তার নিজস্ব ফেসবুকে একাধিকবার নারী বিদ্বেষী, অপমানজনক, পশ্চাৎপদ, চরম মৌলবাদী বক্তব্য প্রচার করেছে, যা নারী-পুরুষসহ বাংলাদেশের সমগ্র সমাজের জন্য অপমানজনক ও লজ্জাকরই শুধু নয়, বিষয়টি বাংলাদেশের সংবিধান পরিপন্থী এবং বিসিবির আচরণবিধিরও পরিপন্থী। সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় দলের একজন তরুণ খেলোয়াড়ের এহেন বক্তব্য প্রচারে বাংলাদেশ মহিলা পরিষদ তীব্র নিন্দা জানাচ্ছে ।
বিবৃতিতে আরো বলা হয়, একজন জাতীয় দলের খেলোয়াড় খেলার মাধ্যমে শুধু দেশের জন্য সুনাম অর্জনই করেননা, তাঁরা একটি দেশকে, একটি দেশের জনগণকে বিশ্বদরবারে প্রতিনিধিত্ব করেন। জাতীয় দলের একজন তরুণ ক্রিকেটারের এ হেন পশ্চাৎপদ, মৌলবাদী বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিকবার প্রচার, কারো বা কোন গোষ্ঠীর প্ররোচনায় করা হচ্ছে কিনা তা দেখা প্রয়োজন। বিসিবির গঠনতন্ত্রে খেলোয়াড়দের জন্য যে আচরণবিধি রয়েছে তানজিম হাসান পুরোপুরি তা অবমাননা করেছেন।
এই ধরনের মানসিকতাসম্পন্ন এবং এধরনের বক্তব্য প্রচারকারী একজন খেলোয়াড় কোনোভাবেই জাতীয় দলের হয়ে দেশকে প্রতিনিধিত্ব করতে পারেনা উল্লেখ করে সংগঠনটি দেশের সামগ্রিক ক্রিকেট ব্যবস্থাপনায় জেন্ডার সংবেদনশীলতার উপর গুরুত্বারোপ করার দাবি জানিয়েছে।
ইউ