ঢাকা, বাংলাদেশ

শুক্রবার, , ০৯ মে ২০২৫

English

বৃত্তের বাইরে

মেডিকেল কলেজে ছাত্রীকে নির্যাতনের ঘটনায় শাস্তি দাবি

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ২০:০২, ২৮ আগস্ট ২০২৩

মেডিকেল কলেজে ছাত্রীকে নির্যাতনের ঘটনায় শাস্তি দাবি

ছবি: বাংলাদেশ মহিলা পরিষদের লোগো...

শেরে-ই-বাংলা মেডিকেল কলেজের ছাত্রী হলে প্রভাবশালী রাজনৈতিক দলের দুই ছাত্রী সংগঠক কর্তৃক ছাত্রীকে নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তসাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি এবং ভুক্তভোগী ছাত্রীসহ সব শিক্ষার্থীর লেখাপড়া ও নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সংগঠনটি।

সোমবার (২৮ আগস্ট) গণমাধ্যমে পাঠানো নারীবাদি সংগঠনটির সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত বিবৃতিতে এ ক্ষোভ প্রকাশ করা হয়।

২৭ আগস্টের (রবিবার) বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বরাতে বলা হয়, বেশ কয়েক দিন ধরেই ছাত্রলীগের নেত্রী পরিচয় দেয়া দুই ছাত্রী প্রভা ও নীলিমা হোসেন নির্যাতনের শিকার ঐ ছাত্রীকে এবং তাঁর রুমমেটকে নানাভাবে গালাগাল দিয়ে মানসিক নির্যাতন করে আসছিল। তাদের সাথে এমনটা যেন না করা হয়, অভিযুক্তের এক সহপাঠীদের দিয়ে অনুরোধ করায়। এতে অভিযুক্তরা খেপে যায়। গত ২২ আগস্ট, বুধবার তাদের নির্যাতনের শিকার দুই  ছাত্রীকে হলে ডেকে নিয়ে নির্যাতন করে নিজেদের কক্ষে পাঠিয়ে দেয়। তাদের দীর্ঘ সময় গভীর রাতে বাইরে দাঁড় করিয়ে রেখে গালিগালাজ ও হুমকি প্রদান এবং মুঠোফোনে তল্লাশি করা হয়। বিষয়টি অভিযুক্তদের সহপাঠীদের জানালে আবারো ওই ছাত্রীর ওপর নির্যাতন করা হয়। এতে অসুস্থ হয়ে পড়লে ছাত্রীটিকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে হলে মেয়েটি হলে ফিরে আসে। এ বিষয়ে নির্যাতনের শিকার ছাত্রী ও তার মা অধ্যক্ষের কাছে গেলে এ সময় বিভিন্ন সাংবাদিক সেখানে তথ্য সংগ্রহের জন্য যান। হঠাৎ এক পর্যায়ে ডা. বাকী ও ডা. প্রবীর সাংবাদিকদের ওপর হামলা চালায় এবং নির্যাতনের শিকার ছাত্রীর পরিবারকে আটকে রাখে। 

ছাত্রলীগের দাপটের কারনে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের হলগুলোতে শিক্ষার্থীদের প্রতি নানাধরণের সহিংসতার ঘটনা ঘটেই চলেছে উল্লেখ করে শিক্ষার্থীদের নিরাপত্তা চরমভাবে বিঘ্নিত হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করা হয়। বিশ্ববিদ্যালয়ের হলে নির্মমভাবে শারীরিক, মানসিক নির্যাতন ও সাংবাদিকদের ওপর বিবস্ত্র করার ঘটনায় আমরা বিস্মিত ও ক্ষুদ্ধ। 

বিবৃতিতে বলা হয়, এই ঘটনায় একদিকে যেমন নির্যাতনের শিকার ছাত্রীর মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, তেমনি বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে। নারী শিক্ষার্থীদের মর্যাদা ও নিরাপত্তার দায়িত্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। বিবৃতিতে নারীবাদি সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ আবাসনব্যবস্থা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ শিক্ষা মন্ত্রণালয়ের নিকট জোর দাবি জানিয়েছে।

একইসঙ্গে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে।

ইউ

মঞ্চে জুমার নামাজ আদায় শেষে আন্দোলনকারীদের সমাবেশ শুরু

সমাবেশ ঘিরে যমুনার সামনে নিরাপত্তা জোরদার, বাড়তি সতর্কতা

পাকিস্তানে ভারতের হামলার নাম ‘অপারেশন সিঁদুর’ কেন?

অবৈধ ব্যাটারী কারখানার বর্জ্য অপসারণের নির্দেশ 

রাতে নিখোঁজ, সকালে মিলল যুবকের মরদেহ

বলিউডে নাম লেখাচ্ছেন শচীনকন্যা!

ব্যাংক এশিয়ায় ক্যারিয়ার গড়ার সুযোগ

পারভেজ হত্যায় গ্রেপ্তার টিনা

পাক-ভারত যুদ্ধ যেন পারমাণবিক যুদ্ধে পরিণত না হয়: যুক্তরাষ্ট্র

কারাগারে আইভী

দিল্লিতেও উচ্চ সতর্কতা জারি 

সকালেও বিক্ষোভ চলছে যমুনার সামনে

গ্রেপ্তারের পর যা বললেন সাবেক মেয়র আইভী

সীমান্তে ফের গোলাগুলি শুরু

বাদ জুমা বড় জমায়েতের ডাক হাসনাতের