ঢাকা, বাংলাদেশ

সোমবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪

English

সারাদেশ

‘স্বাস্থ্যসেবা জনগণের দোর গোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার’

রাহাদ সুমন, বানারীপাড়া (বরিশাল) থেকে

প্রকাশিত: ১৬:০১, ১৮ মার্চ ২০২৪

‘স্বাস্থ্যসেবা জনগণের দোর গোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার’

ছবি সংগৃহীত

বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ওয়ার্কার্সপার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন বলেছেন, স্বাস্থ্য সেবা জনগনের দোর গোড়ায় পৌঁছে দিতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো জনবল সংকট নিরসনসহ আরও সমৃদ্ধ করতে পারলে স্বাস্থ্যখাত নিয়ে সরকারের এ পরিকল্পনা বাস্তবায়ন সহজতর হবে। 

সোমবার (১৮ মার্চ) বেলা ১১টায় বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এসময় উপজেলা চেয়ারম্যান আলহাজ গোলাম ফারুকের দাবির পরিপ্রেক্ষিতে রাশেদ খান মেনন এমপি বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে একশত শয্যায় উন্নীত করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলেও আশ্বস্ত করেন। তিনি স্বাস্থ্যমন্ত্রীকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে নিয়ে আসবেন বলেও বক্তৃতায় উল্লেখ করেন। 

কমিটির সদস্য সচিব এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল খায়ের মাহমুদ রাসেলের সঞ্চালনায় স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় এছাড়াও বক্তৃতা করেন বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ গোলাম ফারুক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক মন্টু লাল কুন্ডু, ইউপি চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু ও শহিদুল ইসলাম,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফসানা আরেফিন প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধকালীন বেজ কমান্ডার বেণী লাল দাস গুপ্ত বেনু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা পার্থ সারথী দেউরী, ডা. রোমান, ডা. অনিক নিলয় দে, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খিজির সরদার ও আক্তার হোসেন মোল্লা, সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান আ.জলিল ঘরামী, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন সরদার, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মৃধা, মাস্টার সিদ্দিকুর রহমান, রাহাদ আহম্মেদ ননী ও সাইফুল ইসলাম শান্ত, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ফারুক সরদার, বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন, এনজিও সমন্বয় পরিষদের সম্পাদক এস মিজানুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ফারুক বেপারী, যুবলীগ নেতা মু.মুন্তাকিম লস্কর কায়েস, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শফিক শাহিন প্রমুখ।

ইউ

প্রতিপক্ষের জালে সাবিনা-মারিয়াদের ১৯ গোল!

‘অস্ত্র নয়, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ হোক মানুষের কল্যাণে’

কক্সবাজারে বাস-মাইক্রোর সংঘর্ষে নিহত ৪

বৃষ্টি ও গরম নিয়ে আবহাওয়ার সবশের্ষ বিজ্ঞপ্তিতে যা জানা গেল

মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ, গ্রেপ্তার ৯০০

নেত্রকোণা  ৪০০ বস্তা ভারতীয় চিনিসহ আটক ৩

৪০০ কেজির মিষ্টি কুমড়ায় নৌকা বানিয়ে ভাসালেন নদীতে

ফের ৪০ ডিগ্রি ছাড়াল ঢাকার তাপমাত্রা

সোনারগাঁওয়ে বৈশাখীমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপ্তি

নারী ক্রিকেটের প্রচারণায় তিন স্কুলে জ্যোতি-মারুফারা

গাজীপুরে এএসআইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

বঙ্গবন্ধুর হত্যা ‘প্রতিরোধ যোদ্ধাদের’ চিহ্নিত করতে কমিটি

নোয়াখালীতে পুকুরে ডুবে ২ ভাইয়ের প্রাণহানি

নাটোরে আরো ২০ নারীকে সেলাই মেশিন বিতরণ করলো বসুন্ধরা গ্রুপ

মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়