
প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম .................. ছবি: সংগৃহীত
প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থক এক চেয়ারম্যানকে কুলাঙ্গার বলে ১৭ ডিসেম্বরের পর তাকে দেখে নেওয়ার হুমকি ছাড়াও অন্যান্য আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে আওয়ামী লীগ প্রার্থী শাহরিয়ার আলমকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।
বৃহস্পতিবার কমিটির চেয়ারম্যান ও রাজশাহীর সিনিয়র সহকারী জজ মো. সেফাতুল্লাহ প্রেরিত এক চিঠিতে শাহরিয়ার আলমকে শোকজ করেন এবং আগামী ১০ ডিসেম্বরের মধ্যে সশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে জবাব দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
শোকজ নোটিশে নির্বাচনী অনুসন্ধান কমিটি উল্লেখ করেছে- গত ২ ডিসেম্বর শাহরিয়ার আলম চারঘাট উপজেলার ফরহাদ আলাউদ্দিন স্কুল মাঠে আওয়ামী লীগের এক বর্ধিত সভায় বক্তব্য দেওয়াকালে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রায়হানুল হকের কর্মী মেরাজুল ইসলাম ওরফে মেরাজ চেয়ারম্যানকে কুলাঙ্গার বলেন। আগামী ১৭ ডিসেম্বরের পর তাকে দেখে নেওয়ার নির্দেশ দেন তার অনুসারীদের।
এছাড়া আগামী ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দের আগে কোনো প্রকার প্রচার সভা না করার বিধান সত্ত্বেও শাহরিয়ার আলম নির্বাচনী সভা করেছেন। এসব অভিযোগ নির্বাচনপূর্ব অনিয়ম হিসেবে চিহ্নিত।
জানা গেছে, শাহরিয়ার আলম এখনো শোকজের কোনো জবাব দেননি।
এদিকে জানা গেছে, শাহরিয়ার আলমের হুমকিমূলক ভিডিওটি ইন্টারনেটের মাধ্যমে ভাইরাল হয়েছে। যাকে হুমকি দেওয়া হয়েছে বাঘার পাকুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মেরাজুল ইসলাম মেরাজ গত ৬ ডিসেম্বর জেলা রিটার্নিং অফিসার ও রাজশাহী জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়ে প্রতিকার চেয়েছেন।
এ বিষয়ে জানতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
//জ//