
ছবি সংগৃহীত
রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়নের বামনশেখর গ্রামে এক দম্পতি ও তাদের দুই সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি চিরকূটও পাওয়া গেছে, যাতে লেখা রয়েছে— “আমরা মরে গেলাম ঋণের দায়ে, খাবারের অভাবে।”
শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৯টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন— মিনারুল ইসলাম (৩০), তার স্ত্রী সাধিনা বেগম (২৮), ছেলে মাহিম (১৩) ও মেয়ে মিথিলা (১৮ মাস)। মাহিম স্থানীয় খড়খড়ি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।
ঘটনার বর্ণনা
স্থানীয়রা জানান, সকালে পরিবারের কেউ ঘুম থেকে না উঠলে আত্মীয়রা ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে প্রতিবেশীরা এসে টিনের চালের ফাঁক দিয়ে দেখতে পান— দুই ঘরে চারজনের মরদেহ পড়ে আছে। উত্তরের ঘরে মা ও মেয়ে, আর দক্ষিণের ঘরে ছেলে ও বাবা ফ্যানের সঙ্গে ঝুলছিলেন।
মনিরুল পেশায় দিনমজুর ছিলেন এবং আর্থিক সঙ্কট ও ঋণের বোঝায় জর্জরিত ছিলেন বলে প্রতিবেশীরা জানান।
সুইসাইড নোট
মরদেহের পাশ থেকে উদ্ধার হাতে লেখা চিরকূটে উল্লেখ রয়েছে— মিনারুল প্রথমে স্ত্রী ও সন্তানদের হত্যা করেন, পরে আত্মহত্যা করেন। এতে ঋণ ও অভাব-অনটনের কথা স্পষ্টভাবে লেখা আছে।
পুলিশের বক্তব্য
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু সুফিয়ান জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চিরকূটের বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
ইউ