
ছবি সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে এক ভয়াবহ বন্দুক হামলায় বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামসহ চারজন নিহত হয়েছেন। স্থানীয় সময় ২৮ জুলাই (সোমবার) পার্ক অ্যাভিনিউয়ে এ হামলা ঘটে।
ঘটনার বিবরণ:
-
হামলাস্থল: ব্ল্যাকস্টোন বিনিয়োগ সংস্থা ও এনএফএলের করপোরেট অফিসসংলগ্ন ভবন
-
হামলাকারী: শেন ডেভন তামুরা (২৭), যাকে পরবর্তীতে মৃত অবস্থায় পাওয়া যায়
-
নিহত পুলিশ কর্মকর্তা: দিদারুল ইসলাম (৩৬), নিউইয়র্ক পুলিশ বিভাগের ৩.৫ বছরের ভেটেরান
-
অন্যান্য নিহত: ২ পুরুষ ও ১ নারী
বাংলাদেশি কর্মকর্তার পরিচয়:
দিদারুল ইসলামের বাড়ি বাংলাদেশের সিলেটে। তিনি রেখে গেছেন স্ত্রী (যিনি আট মাসের গর্ভবতী) ও দুই ছেলে। নিউইয়র্কের মেয়র এরিক এডামস শোক প্রকাশ করে বলেন, "তিনি আমাদের শহরের জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন।"
তদন্ত ও নিরাপত্তা:
-
এফবিআই ও স্থানীয় পুলিশ ঘটনাস্থল তদন্ত করছে
-
এলাকাটি সাময়িকভাবে জনসাধারণের জন্য বন্ধ রাখা হয়েছে
ইউ