
ছবি: উইমেনআই২৪ ডটকম
জামালপুরের সরিষাবাড়ীতে নাগরিকতা সিভিক এনগেজমেন্ট ফান্ড এমপাওয়ারহার প্রকল্পের অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) বিকালে উপজেলা পরিষদ হলরুমে উন্নয়ন সংঘ (ইউএস) এর আয়োজনে ও মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) এর সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলার সিনিয়র মৎস অফিসার দেবযানী ভৌমিক এর সভাপতিত্বে ও উন্নয়ন সংঘের মানব সম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক রফিকুল আলম মোল্লা রতি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শায়লা নাজনিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার রুহুল আমীন বেগ, উপজেলা ফ্যাসলিটটর রবিউস সানিসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ, শিক্ষক, সাংবাদিক ও সুধিজন।
এসময় নারী, মেয়ে এবং প্রান্তিক সম্প্রদায়ের সদস্যদের ক্ষমতায়ন, নাগরিকদের কন্ঠস্বর জোরদার করা এবং নারীর মানবাধিকার এবং জবাবদিহিমূলক শাসন ব্যবস্থার জন্য সহযোগিতামূলক পদক্ষেপ নেয়া সহ নানা বিষয়ে আলোচনা করা হয়।
ইউ