ঢাকা, বাংলাদেশ

শুক্রবার, , ০৯ মে ২০২৫

English

সারাদেশ

মহাদান ইউনিয়ন বিএনপির কার্যক্রম স্থগিত

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) থেকে

প্রকাশিত: ১৭:১৯, ২৪ মার্চ ২০২৫; আপডেট: ১৭:১৯, ২৪ মার্চ ২০২৫

মহাদান ইউনিয়ন বিএনপির কার্যক্রম স্থগিত

ছবি সংগৃহীত

জামালপুরের সরিষাবাড়ীতে একটি সরকারি জলমহাল দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষ, হামলা, ভাঙচুর ও লুটতরাজের ঘটনায় মহাদান ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সব সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে।

সোমবার (২৪ মার্চ) বিকালে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদুল কবির তালুকদার শামীম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ স্থগিতাদেশ দেয়া হয়। এর আগে ২২ মার্চ ( শনিবার) সকালে উপজেলা বিএনপির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয় হয় বলে জানা গেছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপজেলা বিএনপির জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী উপজেলার মহাদান ইউনিয়নের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল কমিটি এবং সাংগঠনিক কর্মকাণ্ড স্থগিত করা হলো। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে বলেও উল্লেখ করা হয়। 

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, মহাদান ইউনিয়নের সেঙ্গুয়া গ্রামের সরকারি জলমহাল তালতলা দহ দখলসহ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুল আওয়াল এবং সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার উস সাদাত লাঞ্জু গ্রুপের মধ্যে বিরোধ চলছিলো। এ ঘটনায় এর আগেও একাধিকবার উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর ও কয়েকজনকে দল থেকে সাময়িক বহিষ্কার করার ঘটনা ঘটেছে।

গত বৃহস্পতিবার ও শুক্রবার দুই গ্রুপের সমর্থদের মধ্যে পূনরায় সংঘর্ষ, হামলা, বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, মোটরসাইকেল অগ্নিসংযোগ ও লুটতরাজের ঘটনা ঘটে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয় ও এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। 

বিষয়টি নিয়ে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি এবং দলীয় ইমেজ সঙ্কটের সৃষ্টি হলে উপজেলা বিএনপির সিদ্ধান্তে মহাদান ইউনিয়নের সব কমিটি ও সাংগঠনিক কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়।

ইউ

দিল্লিতেও উচ্চ সতর্কতা জারি 

সকালেও বিক্ষোভ চলছে যমুনার সামনে

গ্রেপ্তারের পর যা বললেন সাবেক মেয়র আইভী

সীমান্তে ফের গোলাগুলি শুরু

বাদ জুমা বড় জমায়েতের ডাক হাসনাতের

যমুনার সামনে অবস্থান নিয়েছে শিবিরসহ আরও কয়েকটি সংগঠন

 সাবেক মেয়র আইভি গ্রেপ্তার

জনসমাগম কমলেও আওয়াবী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলন চলছে

মধ্যরাতে আইভীর বাসায় পুলিশের অভিযান, বাড়ি ঘিরে রেখেছে জনতা

নতুন পোপ কার্ডিনাল রবার্ট প্রেভোস্ট

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাক প্রধানমন্ত্রীর ফোনালাপ

জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ

মাহফুজ ও আসিফকে সরকার থেকে সরে আসতে বললেন এনসিপি নেত্রী

বেনজীর কন্যার দুবাইয়ের ফ্ল্যাট জব্দের আদেশ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রীর প্লট-ফ্ল্যাট জব্দের আদেশ