ঢাকা, বাংলাদেশ

শুক্রবার, , ০৯ মে ২০২৫

English

সারাদেশ

বরিশালে নাহিদের সামনেই এনসিপির কর্মীদের হাতাহাতি

প্রকাশিত: ১২:১৫, ২১ মার্চ ২০২৫

বরিশালে নাহিদের সামনেই এনসিপির কর্মীদের হাতাহাতি

সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির আহবায়ক নাহিদ ইসলামের সামনেই হাতাহাতিতে জড়িয়ে পড়েছে দুই পক্ষ। বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে বরিশাল ক্লাবে এ ঘটনা ঘটে।

প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা গেছে, মতবিনিময় সভার বক্তব্য শেষে কমিটি গঠনকে কেন্দ্র করে পদবঞ্চিতরা বিক্ষোভ করলে অপর গ্রুপের সাথে হাতাহাতি শুরু হয়। এসময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ মাইকে বার বার তাদেরকে নিবৃত হওয়ার জন্য ঘোষণা দিতে থাকলেও হাতাহাতি চলতে থাকে। পরে নাহিদ ইসলাম বের হয়ে যাওয়ার সময়ই গাড়ির সামনে একই চিত্র দেখা যায়। সেখানে নাহিদ ইসলামের পথরোধ করে এক গ্রুপ বিক্ষোভ করতে শুরু করে। মুহূর্তেই জড়ো হয় অন্য গ্রুপের নেতাকর্মীরা। এসময় সেখানে উত্তেজনা দেখা দেয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর কমিটির নেতা জোবায়ের কাইয়ূম বলেন, বিভিন্ন বিষয় নিয়ে অনেকদিন আগ থেকেই দ্বন্দ্ব চলে আসছিল। বৈষম্যবিরোধীদের যে গ্রুপ (মেসেঞ্জার/হোয়াটসঅ্যাপ) আছে সেখানে আমরা প্রতিবাদ জানালে তারা আমাদের বের করে দেন। আমাদের বিভিন্নভাবে দমিয়ে রাখার চেষ্টা করেছে। আজকের (বৃহস্পতিবারের) ঘটনা হচ্ছে নাহিদ ভাই আসার পরে আমরা তার সঙ্গে পাঁচ মিনিট কথা বলতে চেয়েছিলাম।

‘আমাদের যুগ্ম আহ্বায়ক যারা ছিলেন তারা নাহিদ ভাইয়ের সঙ্গে কথা বলে বরিশালের পরিস্থিতি সম্পর্কে জানানোর জন্য চেষ্টা করেছিলাম। নাহিদ ভাই আমাদের সঙ্গে কথা বলতে রাজিও হয়েছিলেন। কিন্তু শাহেদ ভাই ও ওয়াহিদুর রহমান ভাই আমাদের নাহিদ ভাইয়ের সাথে কথা বলতে দিচ্ছিল না। শাহেদ ভাইয়ের অনুসারী ইয়াসিন ভাই এসে জেলার যুগ্ম আহ্বায়ক সুমি হক আপুর সঙ্গে হাতাহাতিতে জড়ান। তখন আমরা প্রতিবাদ জানাই। পরে আর নাহিদ ভাইয়ের সঙ্গে আমরা কথা বলতে পারিনি।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর কমিটির আহ্বায়ক শহিদুল ইসলাম শাহেদ গণমাধ্যমকে বলেন, অনুষ্ঠানে বিশৃঙ্খলা করতে কিছু অনুপ্রবেশকারী ঢুকেছিল। তারা পরিকল্পিতভাবে নাহিদ ইসলামকে অপমান করেছে। এর প্রতিবাদে আমরা নগরীতে বিক্ষোভ করেছি।

বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আমাদের টহল টিম বরিশাল ক্লাব সংলগ্ন এলাকায় ছিল। হট্টগোল শুনে সেখানে গিয়ে দেখে ক্লাবের মূল ফটক আটকে রেখেছে কিছু নেতাকর্মী। পরে পুলিশ গেট খুলে দিলে নাহিদ ইসলামকে বহনকারী গাড়িসহ মোট তিনটি গাড়ি নিরাপদে বেরিয়ে যায়।

প্রসঙ্গত বৃহস্পতিবার বিকেলে বরিশাল ক্লাবে মতবিনিময় সভায় যোগ দিতে আসেন নাহিদ ইসলাম। এসময় তার সঙ্গে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

//এল//

কারাগারে আইভী

দিল্লিতেও উচ্চ সতর্কতা জারি 

সকালেও বিক্ষোভ চলছে যমুনার সামনে

গ্রেপ্তারের পর যা বললেন সাবেক মেয়র আইভী

সীমান্তে ফের গোলাগুলি শুরু

বাদ জুমা বড় জমায়েতের ডাক হাসনাতের

যমুনার সামনে অবস্থান নিয়েছে শিবিরসহ আরও কয়েকটি সংগঠন

 সাবেক মেয়র আইভি গ্রেপ্তার

জনসমাগম কমলেও আওয়াবী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলন চলছে

মধ্যরাতে আইভীর বাসায় পুলিশের অভিযান, বাড়ি ঘিরে রেখেছে জনতা

নতুন পোপ কার্ডিনাল রবার্ট প্রেভোস্ট

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাক প্রধানমন্ত্রীর ফোনালাপ

জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ

মাহফুজ ও আসিফকে সরকার থেকে সরে আসতে বললেন এনসিপি নেত্রী

বেনজীর কন্যার দুবাইয়ের ফ্ল্যাট জব্দের আদেশ