ঢাকা, বাংলাদেশ

বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪

English

সারাদেশ

তাবিজ করা হয়েছে সন্দেহে ‘বৈদ্যকে’ কুপিয়ে খুন

সুকুমার সরকার

প্রকাশিত: ১৮:৩৫, ২৭ এপ্রিল ২০২৪; আপডেট: ১৮:৫০, ২৭ এপ্রিল ২০২৪

তাবিজ করা হয়েছে সন্দেহে ‘বৈদ্যকে’ কুপিয়ে খুন

ছবি সংগৃহীত

বন্দরনগর চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় তাবিজ-কোবজ করা হয়েছে সন্দেহে এক বৈদ্যকে কুপিয়ে খুন করা হয়েছে। ওই বৃদ্ধকে খুন করেছেন আরেকজন বৃদ্ধ। নিহত ব্যক্তি ওই এলাকায় ‘বৈদ্য’ হিসেবে বহুল পরিচিত ।

পুলিশ জানিয়েছে, তাবিজ করে পাগল বানিয়ে দেয়ার অভিযোগ তুলে এক বৃদ্ধ একই এলাকার আরেক বৃদ্ধকে খুন করেছেন। পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তারও  করেছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মালেক শাহ মাজার বাজারে এ কাণ্ড  ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত নুর হোসেন (৮০) ফটিকছড়ির কাঞ্চনগর ইউনিয়নের সরকারি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা। এলাকায় তিনি ‘নুর হোসেন বৈদ্য’ নামে পরিচিত । গ্রেপ্তারকৃত  আবু তাহের (৬০) একই এলাকার বাসিন্দা। ফটিকছড়ি থানার 

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হুদা জানান, ‘রাত ১১টার দিকে বাজারে নুর হোসেনকে একা পেয়ে গলায় ও শরীরের বিভিন্নস্থানে দা দিয়ে আঘাত করেন আবু তাহের। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয়রা স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  গ্রেপ্তারের সময় আবু তাহের দা নিয়ে পুলিশের ওপর হামলার চেষ্টা করেন জানিয়ে ওসি বলেন, ‘খুনের পর বাজারে একটি কক্ষে ঢুকে দরজা বন্ধ করে বসে ছিল আবু তাহের। আমরা যখন সেখানে যাই, দা নিয়ে আমাদের ওপর হামলা করতে উদ্যত হয়। গ্রেপ্তার করতে গেলে নিজেকে কুপিয়ে শেষ করে দেবে- এমন হুমকি দেওয়াসহ মানসিকভাবে বিপর্যস্ত ব্যক্তির মতো আচরণ শুরু করে। পরে আমরা দরজা ভেঙ্গে কৌশলে তার হাত থেকে দা সরিয়ে নিয়ে তাকে গ্রেপ্তার করি। নুর হোসেন ‘বৈদ্য’ তাবিজ-কবজ, ঝাড়-ফুঁক করতেন। আবু তাহেরের সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল। কিন্তু একসময় তার সন্দেহ হয়, নুর হোসেন তাকে তাবিজ করে পাগল বানিয়ে রেখেছে।‘নিজেকে পাগল ভেবে নিয়ে বেশ কিছুদিন ধরে নুর হোসেনকে শায়েস্তা করার উপায় খুঁজছিলেন আবু তাহের। শেষপর্যন্ত বাজারে তাকে একা পেয়ে দা নিয়ে হামলা করে। নুর হোসেনের পরিবারের দায়ের করা মামলায় আসামি আবু তাহেরকে শনিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

প্রধানমন্ত্রীর কাছে রেডি-টু-কুক ফিশ সামগ্রী তুলে দিলেন মন্ত্রী

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ১, আহত ৩

১৩৯ উপজেলায় ভোট পড়েছে ৩৬ শতাংশ

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

ইউএস ট্রেড শোতে ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন

চট্টগ্রামে বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানের পাইলটের মৃত্যু

ঢাকায় মার্কিন দূতাবাস ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা

মিস ইউএসএ খেতাব ফিরিয়ে দিলেন নোয়েলিয়া ভয়েট

সোহেল চৌধুরী হত্যায় তিনজনের যাবজ্জীবন

কমলাকান্দায় নির্বাচনে হেরে বিজয়ী কর্মীদের ওপর হামলা

সন্ধ্যায় ঝড়ের পূর্বাভাস

নাসিরনগরে প্রথম নারী চেয়ারম্যান রোমা

শুক্রবার টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের ৩০ মিলিয়ন ডলারের বেশি সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

চলচ্চিত্র প্রযোজক মাহমুদ রুহানের ঝুলন্ত মরদেহ উদ্ধার