ঢাকা, বাংলাদেশ

রোববার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪

English

খেলাধুলা

লিটনের আউটের ব্যাখ্যা নেই শান্তর কাছেও

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৫৫, ২৫ মার্চ ২০২৪

লিটনের আউটের ব্যাখ্যা নেই শান্তর কাছেও

ছবি সংগৃহীত

শ্রীলঙ্কার দেয়া ৫১২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে গতকাল ৩৭ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ। আজ মুমিনুল হক প্রতিরোধ গড়ে তুললেও ম্যাচের ফল সেখানেই নির্ধারিত হয়ে গিয়েছিল। ৩২৮ রানের বড় হারের পর সমালোচনার সবটা জুড়ে ব্যাটারদের কাণ্ডজ্ঞানহীন ব্যাটিং। বিশেষ করে সাম্প্রতিক সময়ে টেস্টে দেশের সেরা ব্যাটার লিটন দাস যেভাবে আউট হয়েছেন তা মেনে নিতে পারছেন না অধিকাংশ সমর্থক।

গতকাল শেষ বিকেলে ৩৭ রানে যখন ৪ উইকেট হারিয়ে ধুকছে বাংলাদেশ। সে সময়ে ক্রিজে এসেই লিটন যা করেছেন তার ব্যাখ্যা দেওয়া অসম্ভব। ক্রিজ থেকে তেড়েফুঁড়ে বেরিয়ে সজোরে পুল করতে গিয়ে ক্যাচ আউট হন তিনি। দলের বিপদ বাড়িয়ে লিটনের এমন আউট নিয়ে চারদিকে শুরু হয়েছে সমালোচনার ঝড়।

সোমবার (২৫ মার্চ) ম্যাচ শেষে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে লিটনের আউটের ধরণ নিয়ে প্রশ্ন করা হয়। গণমাধ্যমের সেই প্রশ্নের জবাবে শান্ত বলেন,  'লিটনের আউটটা নিয়ে আসলে আমি বলতে পারব না। লিটনই ভালো ব্যাখ্যা দিতে পারবে। তবে হ্যাঁ, সাধারণত টেস্ট ক্রিকেটে এ ধরনের আউট খুব একটা দেখা যায় না। আমার আউটটা নিয়ে যেটা বলতে পারব, ভুল বল বেছে নিয়েছিলাম। উইকেট যেমন ছিল, নতুন বলে এ ধরনের বল টপ অর্ডার ব্যাটার হিসেবে ছেড়ে দেওয়া উচিৎ। আমার মনে হয় মিস জাজমেন্ট। পরের ম্যাচে ভালো করার জন্য সবাই চিন্তা করবে এবং ভালোভাবে কামব্যাক করবে।'

শান্ত এ সময় জানান, ,লিটন কেন এই শট খেলেছেন তা নিয়ে ব্যাটিং কোচ তার সঙ্গে কাজ করবে। শান্তর ভাষায়,  'নির্দিষ্ট শট নিয়ে কথা বলার জন্য ব্যাটিং কোচ আছে। কেন খেলেছেন কী কারণে খেলেছেন এটা নিয়ে ব্যাটিং কোচ তার সাথে কাজ করবে। এটা আমার কাজ না। এ আউট নিয়ে খুব বেশি কথা বলার দরকার সেটাও আমি মনে করছি না। ঠিকমতো হলে এটা নিয়ে এত কথা হতো না। আউট তো আউটই। তবে এ ধরনের আউট যেন না হয়, ব্যাটিং কোচ বা লিটন আরও ভালোভাবে পরিকল্পনা করবে।'

এর আগে গতকাল লিটনের আউটের ধরন নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন বিসিবির নির্বাচক আব্দুর রাজ্জাক। সিলেটে গনমাধ্যমকে তিনি বলেন, 'টেস্ট ম্যাচে একজন সিনিয়র ব্যাটসম্যান এভাবে আউট হওয়া ঠিক নয়। আসলে লিটন দাস একা বলে নয়, এখানে কিন্তু ৫টা উইকেট পড়ে গেছে (গতকাল পর্যন্ত)। সবারই ভুল। যারা যারা টেস্ট ম্যাচ খেলছে, তাদের ওর বয়স কম, ও ছোট, ও এখনো পাকাপোক্ত হয়নি, এগুলো বলার আসলে সুযোগ নেই। এ রকম সুযোগ এলে হ্যান্ডেল করতে পারবে বলেই তাকে দেওয়া হয়েছে। কারও একার দোষ নয়।’

গতকাল দিনের খেলা শেষে বাংলাদেশের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এসেছিলেন মেহেদী হাসান মিরাজ। লিটনের আউট নিয়ে তিনিই ভালো ব্যাখ্যা দিতে পারবেন বলে জানিয়েছিলেন তিনি, ''এটার ব্যাখ্যা আসলে যে প্লেয়ার খেলে সে ভালো বলতে পারবে। পরিস্থিতি অনুযায়ী ওই মোমেন্টে কী চিন্তা করছে। আমার কাছে মনে হয় শেষ দিকে এটা কঠিন অবশ্যই। আমাদের চ্যালেঞ্জটা নিতে হবে। আলাদা করে আউটগুলো আমাদের যেগুলো হয়েছে হতাশাজনক।'
 

ইউ

 ফের জারি হতে পারে তিন দিনের হিট অ্যালার্ট

বাংলাদেশে পেঁয়াজ রপ্তানির অনুমতি ভারতের

জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

৬০ বছর বয়সে সেরা সুন্দরীর খেতাব, কে এই আর্জেন্টাইন নারী?

বিয়ের গোপন তথ্য ফাঁস করলেন অপু বিশ্বাস

হজের প্রথম ফ্লাইট উদ্বোবন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দেশ এখন মৃত্যু উপত্যকা: রিজভী

রামপালে ট্রাকচাপায় ৩ ভ্যানযাত্রীর প্রাণহানি

বিএনপিকে গণতান্ত্রিক দল মনে করি না: কাদের

সরাইলে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায়

তাবিজ করা হয়েছে সন্দেহে ‘বৈদ্যকে’ কুপিয়ে খুন

‘মাদককে ‘না’ বলতে হবে’

হুমকির অভিযোগে ২ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

নারী আম্পায়ারের অধীনে খেলতে ক্রিকেটারদের আপত্তি

মালয়েশিয়ায় ১৩৮ বাংলাদেশিসহ ২৬৫ অভিবাসী আটক